মুম্বই : কাস্টিং কাউচের শিকার হয়েছেন অনেক অভিনেত্রীই । পরে তা নিয়ে মুখও খোলেন তাঁরা । আর এবার কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন আদা শর্মা ।
শুধু বলিউডই নয় দক্ষিণী সিনেমাতেও সমানভাবে কাজ করেছেন আদা । আর কাস্টিং কাউচ সব জায়গাতেই রয়েছে বলে জানিয়েছেন তিনি । এ প্রসঙ্গে IANS-কে তিনি বলেন, "কাস্টিং কাউচ এমন কিছু নয় যা কেবলমাত্র দক্ষিণ বা উত্তরে বর্তমান । আমি মনে করি এটি গোটা বিশ্বের সব জায়গাতেই রয়েছে ।"
- View this post on Instagram
The secret behind my sanity or the reason and encouragement to my insanity 😁😁😁 my mammmmaaaaa
">
বলিউডের পাশাপাশি তামিল, তেলুগু ও কন্নড় ছবিতেও অভিনয় করেছেন আদা । তিনি মনে করেন, কাস্টিং কাউচ সব জায়গায় থাকলেও সেটার সুযোগ কেউ নেবেন কি না তা অবশ্য নির্ভর করে ওই ব্যক্তির উপরই । এ প্রসঙ্গে তিনি বলেন, "আমি মনে করি যে পছন্দটা সব সময় আপনার হাতেই থাকে । আপনি তার উপর বসে থাকতে চান, না শুয়ে থাকতে চান, নাকি দাঁড়িয়ে থাকতে চান সেটা আপনার পছন্দের উপরই নির্ভর করে । আপনি মেঝেতেও বসে থাকতে পারেন ।"
কাজের দিক থেকে শেষবার 'বাইপাস রোডে' দেখা গিয়েছিল আদাকে । এরপর 'ম্যান টু ম্যান' ছবিতে দেখা যাবে তাঁকে । সেখানে নবীন কস্তুরিয়ার বিপরীতে অভিনয় করবেন তিনি ।
এর আগে কাস্টিং কাউচ নিয়ে মুখ খুলেছিলেন মানভি গাগরু, চিত্রাঙ্গদা সিং সহ আরও অনেকেই । তবে শুধু মহিলারাই নন । ক্যারিয়ারের শুরুর দিকে এর শিকার হতে হয়েছিল আয়ুষ্মান খুরানাকেও । কিছুদিন আগেই এনিয়ে মুখ খুলেছিলেন অভিনেতা ।