ETV Bharat / sitara

উরির পরিচালক অদিত্য ধরের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন ইয়ামি গৌতম - অদিত্য ধর

32 বছরের এই নায়িকা জানিয়েছেন, শুধুমাত্র ঘনিষ্ট আত্মীরাই তাঁর বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৷ অভিনেত্রীর কথায়, পরিবারের আশীর্বাদ নিয়ে আজ আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি ৷ অত্যন্ত কাছের মানুষদের নিয়ে আমরা আজকের দিনটি উদযাপন করেছি ৷

উরির পরিচালক অদিত্য ধরের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন ইয়ামি গৌতম
উরির পরিচালক অদিত্য ধরের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন ইয়ামি গৌতম
author img

By

Published : Jun 4, 2021, 8:56 PM IST

নয়া দিল্লি , 4 জুন : শুক্রবার অভিনেত্রী ইয়ামি গৌতমের একটি ইনস্টাগ্রাম পোস্ট চমকে দিয়েছে তাঁর ভক্তদের ৷ উরির পরিচালক আদিত্য ধরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন ইয়ামি ৷ এদিন ইনস্টাগ্রামে অভিনেত্রী তাঁর বিবাহ অনুষ্ঠানের সবচেয়ে প্রিয় মুহূর্তের ছবি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন ৷ ছবি শেয়ার করে ইয়ামি তাঁর স্বামীকে উদ্দেশ্য করে লিখেছেন, "তোমার আলোতই আমি ভালবাসতে শিখেছি-রুমি (In your light, I learn to love - Rumi)৷"

32 বছরের এই নায়িকা জানিয়েছেন, শুধুমাত্র ঘনিষ্ট আত্মীরাই তাঁর বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৷ অভিনেত্রীর কথায়, পরিবারের আশীর্বাদ নিয়ে আজ আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি ৷ অত্যন্ত কাছের মানুষদেরকে নিয়ে আমরা আজকের দিনটি উদযাপন করেছি ৷

লাল রঙের শাড়িতে বিয়ের সাজে অপূর্ব লাগছিল ইয়ামিকে ৷ জীবন সঙ্গীকে পাওয়ার আনন্দ ইয়ামির সাজে দ্বিগুণ মাত্রা যোগ করেছিল ৷ সাজপোশাকের দিক থেকে কম যাননি আদিত্যও ৷ ইয়ামির পোশাকের সঙ্গে মিলিয়ে তিনি পড়েছিলেন ঘিয়ে রঙের শেরওয়ানী ৷

বলাই বাহুল্য ইনস্টাগ্রামে ছবি পোস্ট করতেই শুভেচ্ছা বার্তার বন্যা বয়ে যায় ৷ দিয়া মির্জা, বানী কাপুর, নেহা ধুপিয়া, ভূমি পেন্ডেকার প্রমুখ তারকারা সর্বপ্রথম ইয়ামি এবং আদিত্যকে শুভেচ্ছা জানান ৷

আরও পড়ুন :সঙ্গীত শিল্পী এসপি বালাসুব্রমনিয়ামের 74তম জন্মদিনে রইল গায়কের সম্পর্কে কিছু অজানা তথ্য

2019 এ 'উরি : দ্য সার্জিক্যাল স্ট্রাইক' পরিচালনার পরই পরিচিতি লাভ করেন পরিচালক আদিত্য ধর ৷ এই ছবিতে ইয়ামিকে একজন আন্ডার কভার 'র' এজেন্টের ভূমিকায় দেখা গিয়েছিল ৷ এই মুহূর্তে আদিত্য 'দ্য ইমমোর্টাল অশুথ্থমা' ছবির পরিচালনার কাজ করছেন ৷

নয়া দিল্লি , 4 জুন : শুক্রবার অভিনেত্রী ইয়ামি গৌতমের একটি ইনস্টাগ্রাম পোস্ট চমকে দিয়েছে তাঁর ভক্তদের ৷ উরির পরিচালক আদিত্য ধরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন ইয়ামি ৷ এদিন ইনস্টাগ্রামে অভিনেত্রী তাঁর বিবাহ অনুষ্ঠানের সবচেয়ে প্রিয় মুহূর্তের ছবি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন ৷ ছবি শেয়ার করে ইয়ামি তাঁর স্বামীকে উদ্দেশ্য করে লিখেছেন, "তোমার আলোতই আমি ভালবাসতে শিখেছি-রুমি (In your light, I learn to love - Rumi)৷"

32 বছরের এই নায়িকা জানিয়েছেন, শুধুমাত্র ঘনিষ্ট আত্মীরাই তাঁর বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৷ অভিনেত্রীর কথায়, পরিবারের আশীর্বাদ নিয়ে আজ আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি ৷ অত্যন্ত কাছের মানুষদেরকে নিয়ে আমরা আজকের দিনটি উদযাপন করেছি ৷

লাল রঙের শাড়িতে বিয়ের সাজে অপূর্ব লাগছিল ইয়ামিকে ৷ জীবন সঙ্গীকে পাওয়ার আনন্দ ইয়ামির সাজে দ্বিগুণ মাত্রা যোগ করেছিল ৷ সাজপোশাকের দিক থেকে কম যাননি আদিত্যও ৷ ইয়ামির পোশাকের সঙ্গে মিলিয়ে তিনি পড়েছিলেন ঘিয়ে রঙের শেরওয়ানী ৷

বলাই বাহুল্য ইনস্টাগ্রামে ছবি পোস্ট করতেই শুভেচ্ছা বার্তার বন্যা বয়ে যায় ৷ দিয়া মির্জা, বানী কাপুর, নেহা ধুপিয়া, ভূমি পেন্ডেকার প্রমুখ তারকারা সর্বপ্রথম ইয়ামি এবং আদিত্যকে শুভেচ্ছা জানান ৷

আরও পড়ুন :সঙ্গীত শিল্পী এসপি বালাসুব্রমনিয়ামের 74তম জন্মদিনে রইল গায়কের সম্পর্কে কিছু অজানা তথ্য

2019 এ 'উরি : দ্য সার্জিক্যাল স্ট্রাইক' পরিচালনার পরই পরিচিতি লাভ করেন পরিচালক আদিত্য ধর ৷ এই ছবিতে ইয়ামিকে একজন আন্ডার কভার 'র' এজেন্টের ভূমিকায় দেখা গিয়েছিল ৷ এই মুহূর্তে আদিত্য 'দ্য ইমমোর্টাল অশুথ্থমা' ছবির পরিচালনার কাজ করছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.