হায়দরাবাদ : কয়েকমাস আগের খবর। দক্ষিণী অভিনেত্রী সাই পল্লভী নাকি ফর্মা হওয়ার বিজ্ঞাপনে না বলেছেন। শুধু চাই নয়, ফিরিয়ে দিয়েছেন দু'কোটি টাকার অফার। এবার সেই প্রসঙ্গেই মুখ খুললেন দক্ষিণের এই ডিভা।
২০১৫ সালে 'প্রেমাম' ছবি দিয়ে ডেবিউ করেছেন পল্লভী। সম্প্রতি তাঁর কাছে এসেছিল ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনের অফার। এই প্রসঙ্গে সাই বলেন, "ভারতীয়দের রং এটাই। আমরা বিদেশিদের কাছে গিয়ে বলতে পারি না যে কেন তাঁরা ফর্মা।...ওটা ওদের গায়ের রং এবং এটা আমাদের। আফ্রিকানদের নিজস্ব গায়ের রং আছে এবং সেটা সুন্দর।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
দু'কোটি টাকার অফার প্রসঙ্গে পল্লভী বলেন, "এমন বিজ্ঞাপন করে এত টাকা নিয়ে আমি কি করব ? বাড়ি গিয়ে সেই তো তিনটে চপাটি বা ভাত খাব, বা গাড়ি করে ঘুরব। আমার বড় কোনও চাহিদা নেই। আমার আশপাশের মানুষদের খুশি রাখতে পারলেই খুশি।"