মুম্বই : কোরোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে জারি হয় লকডাউন । বন্ধ হয়ে যায় শুটিং । কয়েকটা মাস গৃহবন্দী ছিলেন সবাই । হোম কোয়ারানটিনে ছিলেন তারকারা । এদিকে কাজ বন্ধ হয়ে যাওয়ায় সবথেকে বেশি সমস্যায় পড়েন ইন্ডাস্ট্রির দিন মজুররা । আয় না থাকায় কী খাবেন, কীভাবে বাড়ি ভাড়া দেবেন তা ঠিক করতে পারছিলেন না তাঁরা । আর সেখানেই তাঁদের সাহায্যের জন্য এগিয়ে এলেন অভিনেত্রী অমৃতা রাও ।
অমৃতার বাড়িতে ভাড়া থাকেন বেশ কয়েকজন । কর্মসূত্রে তাঁরা মুম্বইতে থাকেন । বলিউড ইন্ডাস্ট্রিতে পাও রেখেছেন । কেউ সদ্য অভিনয় করছেন তো কেউ সিনেমাটোগ্রাফার । ধরাবাধা পারিশ্রমিক তাঁরা পান না । দিনের হিসেবেই পারিশ্রমিক পান তাঁরা । এদিকে লকডাউনের জেরে কাজ বন্ধ থাকায় বন্ধ হয়ে যায় রোজগারও । ভাড়া মেটাবেন কীভাবে তা নিয়ে চিন্তায় পড়ে যান । এই পরিস্থিতিতে মার্চ থেকে জুলাই পর্যন্ত তাঁদের বাড়িভাড়া মকুব করার সিদ্ধান্ত নেন অমৃতা ।
এ প্রসঙ্গে অমৃতা বলেন, "আমার কয়েকজন ভাড়াটে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফ্রিলান্স করছেন । কেউ অভিনয় তো কেউ আবার সিনেমাটোগ্রাফি । এই ধরনের পেশায় প্রতি মাসে কোনও ধরাবাঁধা পারিশ্রমিক থাকে না । অতিমারী আমাদের সবাইকে চরম সংকটে ফেলেছে । তাঁরা ভেবেছেন, বাড়িতে পরিবারের কাছে ফিরে গেলে তুলনামূলক নিরাপদ থাকবেন । আমার মনে হয়েছে, এই পরিস্থিতিতে ওঁদের কষ্ট উপলব্ধি করে আমার পক্ষে যতটা বেশি সম্ভব, সাহায্য করা উচিত ।"
তিনি আরও বলেন, "যেসব ভাড়াটে ফ্ল্যাট দখল করে রেখেছেন এমনকী কাজও হারাননি, তাঁদের লকডাউনের অজুহাত দেখিয়ে বাড়িভাড়া ফেলে রেখে অকারণে বাড়িওয়ালাকে সমস্যায় ফেলাও উচিত নয় । লকডাউনের মধ্যে একটা অত্যাচার হয়ে উঠেছে এটা ।"
শেষ বার 'ঠাকরে' ছবিতে অভিনয় করেছিলেন অমৃতা । সেখানে নওয়াজ়উদ্দিন সিদ্দিকির সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি ।