ETV Bharat / sitara

ভাড়াটেদের প্রতি সহৃদয় অমৃতা

এই লকডাউনে অনেকেরই রোজগার বন্ধ হয়ে গেছিল । কী করে বাড়িভাড়া দেবেন তাঁরা ? এই ভেবে ভাড়া মাফ করলেন অমৃতা রাও ।

Amrita Rao forges rent
Amrita Rao forges rent
author img

By

Published : Jun 22, 2020, 7:15 PM IST

মুম্বই : এই লকডাউনে অনেকেরই রোজগার বন্ধ হয়ে গেছিল । বিশেষ করে, বিনোদন জগতের সঙ্গে যুক্ত মানুষগুলো তো একেবারেই কর্মহীন হয়ে পড়েছিলেন এই কয়েকমাস । তেমনই কয়েকজন ভাড়াটের কথা ভেবে বাড়িভাড়া মাফ করলেন অমৃতা রাও ।

IANS-কে অভিনেত্রী জানান যে, "আমার কয়েকজন ভাড়াটে ফ্রিল্যান্স করেন । তাঁরা অভিনয় বা সিনেমাটোগ্রাফি প্রোফেশনের সঙ্গে যুক্ত । এই ধরনের প্রোফশনে কোনও গ্যারান্টিড ইনকাম নেই । এই অতিমারী তাঁদের জন্য খুবই খারাপ পরিস্থিতির সৃষ্টি করেছিল আর তাই প্রায় প্রত্যেকেই নিজেদের বাড়ি ফিরে যান । আমি আমার সামর্থ্য অনুযায়ী ওঁদের সাহায্য করার চেষ্টা করছি ।"

তবে যে সমস্ত ভাড়াটে কাজ না হারিয়েও বাড়িওয়ালাকে জ্বালানোর জন্য ভাড়া দেননি, তাঁদের বিরুদ্ধে গলা তুললেন অমৃতা । বললেন, "এটা করা কখনই উচিত নয় ।"

নওয়াজ়ুদ্দিন সিদ্দিকির 'ঠাকরে' ছবিতে শেষ অভিনয় করতে দেখা যায় অমৃতাকে ।

মুম্বই : এই লকডাউনে অনেকেরই রোজগার বন্ধ হয়ে গেছিল । বিশেষ করে, বিনোদন জগতের সঙ্গে যুক্ত মানুষগুলো তো একেবারেই কর্মহীন হয়ে পড়েছিলেন এই কয়েকমাস । তেমনই কয়েকজন ভাড়াটের কথা ভেবে বাড়িভাড়া মাফ করলেন অমৃতা রাও ।

IANS-কে অভিনেত্রী জানান যে, "আমার কয়েকজন ভাড়াটে ফ্রিল্যান্স করেন । তাঁরা অভিনয় বা সিনেমাটোগ্রাফি প্রোফেশনের সঙ্গে যুক্ত । এই ধরনের প্রোফশনে কোনও গ্যারান্টিড ইনকাম নেই । এই অতিমারী তাঁদের জন্য খুবই খারাপ পরিস্থিতির সৃষ্টি করেছিল আর তাই প্রায় প্রত্যেকেই নিজেদের বাড়ি ফিরে যান । আমি আমার সামর্থ্য অনুযায়ী ওঁদের সাহায্য করার চেষ্টা করছি ।"

তবে যে সমস্ত ভাড়াটে কাজ না হারিয়েও বাড়িওয়ালাকে জ্বালানোর জন্য ভাড়া দেননি, তাঁদের বিরুদ্ধে গলা তুললেন অমৃতা । বললেন, "এটা করা কখনই উচিত নয় ।"

নওয়াজ়ুদ্দিন সিদ্দিকির 'ঠাকরে' ছবিতে শেষ অভিনয় করতে দেখা যায় অমৃতাকে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.