ETV Bharat / sitara

অনুরাগের বিরুদ্ধে যৌন হেনস্থার মামলা দায়ের করলেন পায়েল - অনুরাগ কাশ্যপের খবর

অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার মামলা দায়ের করলেন পায়েল ঘোষ । ভারতীয় দণ্ডবিধির ধারা 376,354,341,342-এর অধীনে ভারসোভা থানায় মামলা দায়ের হল পরিচালকের বিরুদ্ধে ।

payal ghosh against anurag kasshyap
payal ghosh against anurag kasshyap
author img

By

Published : Sep 23, 2020, 6:53 AM IST

মুম্বই : গতকাল অর্থাৎ 22 সেপ্টেম্বর পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার মামলা দায়ের করলেন পায়েল ঘোষ । গতকাল সন্ধেবেলা ভারসোভা পুলিশ স্টেশনে আইনজীবী নীতিন সতপুতের সঙ্গে উপস্থিত হন অভিনেত্রী এবং ভারতীয় দণ্ডবিধির ধারা 376,354,341,342-এর অধীনে মামলা করেন অনুরাগের বিরুদ্ধে ।

ধর্ষণের চেষ্টা, শ্লীলতাহানি, জোর করে আটকে রাখা-র মতো বেশ কয়েকটি সিরিয়াস অভিযোগ উঠেছে অনুরাগের বিরুদ্ধে । প্রথমে সোশাল মিডিয়ায় ও তারপর পুলিশের খাতায় এই অভিযোগ তুলেছেন পায়েল ।

অভিনেত্রী বলেন, "পাঁচ বছর আগে আমি অনুরাগ কাশ্যপের সঙ্গে কাজের সূত্রে দেখা করেছিলাম । উনি আমায় বাড়িতে ডাকেন । আমি যখন সেখানে যাই, উনি আমায় আলাদা একটা ঘরে নিয়ে যান এবং যৌন নির্যাতন করার চেষ্টা করেন ।"

payal ghosh against anurag kasshyap
ভারসোভা থানায় পায়েল ও তাঁর আইনজীবী

পায়েল এই অভিযোগও এনেছেন যে, অনুরাগ সেদিন ধূমপান করছিলেন । তবে সেটা সাধারণ সিগারেট না অন্য কোনও মাদক সেটা বুঝতে পারেননি অভিনেত্রী । "আমার তো দেখে সিগারেট মনে হয়নি", ANI-কে জানিয়েছেন পায়েল ।

তবে তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ উড়িয়েছেন অনুরাগ । তাঁর হয়ে অফিশিয়াল স্টেটমেন্ট দিয়েছেন তাঁর আইনজীবী প্রিয়াঙ্কা খিমানি । অনুরাগের পাশে দাঁড়িয়েছেন ইন্ডাস্ট্রির অনেক মহিলা তারকা, যাঁরা ধারাবাহিকভাবে কাজ করেছেন পরিচালকের সঙ্গে ।

মুম্বই : গতকাল অর্থাৎ 22 সেপ্টেম্বর পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার মামলা দায়ের করলেন পায়েল ঘোষ । গতকাল সন্ধেবেলা ভারসোভা পুলিশ স্টেশনে আইনজীবী নীতিন সতপুতের সঙ্গে উপস্থিত হন অভিনেত্রী এবং ভারতীয় দণ্ডবিধির ধারা 376,354,341,342-এর অধীনে মামলা করেন অনুরাগের বিরুদ্ধে ।

ধর্ষণের চেষ্টা, শ্লীলতাহানি, জোর করে আটকে রাখা-র মতো বেশ কয়েকটি সিরিয়াস অভিযোগ উঠেছে অনুরাগের বিরুদ্ধে । প্রথমে সোশাল মিডিয়ায় ও তারপর পুলিশের খাতায় এই অভিযোগ তুলেছেন পায়েল ।

অভিনেত্রী বলেন, "পাঁচ বছর আগে আমি অনুরাগ কাশ্যপের সঙ্গে কাজের সূত্রে দেখা করেছিলাম । উনি আমায় বাড়িতে ডাকেন । আমি যখন সেখানে যাই, উনি আমায় আলাদা একটা ঘরে নিয়ে যান এবং যৌন নির্যাতন করার চেষ্টা করেন ।"

payal ghosh against anurag kasshyap
ভারসোভা থানায় পায়েল ও তাঁর আইনজীবী

পায়েল এই অভিযোগও এনেছেন যে, অনুরাগ সেদিন ধূমপান করছিলেন । তবে সেটা সাধারণ সিগারেট না অন্য কোনও মাদক সেটা বুঝতে পারেননি অভিনেত্রী । "আমার তো দেখে সিগারেট মনে হয়নি", ANI-কে জানিয়েছেন পায়েল ।

তবে তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ উড়িয়েছেন অনুরাগ । তাঁর হয়ে অফিশিয়াল স্টেটমেন্ট দিয়েছেন তাঁর আইনজীবী প্রিয়াঙ্কা খিমানি । অনুরাগের পাশে দাঁড়িয়েছেন ইন্ডাস্ট্রির অনেক মহিলা তারকা, যাঁরা ধারাবাহিকভাবে কাজ করেছেন পরিচালকের সঙ্গে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.