ETV Bharat / sitara

অক্সিজেন প্ল্যান্ট সহ 100 টি শয্যার বন্দোবস্ত করলেন হুমা কুরেশি - Hospital facility with 100 beds in Delhi

ফের মানবিক মুখ বলিউডের ৷ দিল্লির এক হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট সহ 100 টি শয্যার বন্দোবস্ত করলেন হুমা কুরেশি ৷

Huma Qureshi
Huma Qureshi
author img

By

Published : May 11, 2021, 8:44 AM IST

Updated : May 11, 2021, 10:28 AM IST

নিউ দিল্লি , 11 মে : ফের মানবিক মুখ বলিউডের ৷ দিল্লির এক হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট সহ 100 টি শয্যার বন্দোবস্ত করলেন হুমা কুরেশি ৷

গোটা দেশে হাহাকার ৷ করোনা সংক্রমণ ও মৃত্যুহার ঘুম কেড়ে নিয়েছে স্বাস্থ্যকর্তা থেকে শুরু করে সাধারন মানুষের ৷ তবে এই প্রতিকূল পরিস্থিতিকে জয় করতে বদ্ধপরিকর বলিউড ৷

হুমা কুরেশি
হুমা কুরেশির পোস্ট

অভিনেতা অক্ষয় কুমার , অমিতাভ বচ্চন , সোনু সুদের পর এবার সাহায্যের হাত বাড়ালেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি ৷ দিল্লির এক হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট সহ 100 টি শয্যার বন্দোবস্ত করলেন তিনি ৷

হুমা কুরেশি
হুমা কুরেশির পোস্ট

আরও পড়ুন : করোনা আক্রান্ত ঘরবন্দি 'টুম্পা' সুমনা দাসকে এখন কাছে ডাকছে না কেউ

খবরটি অভিনেত্রী নিজেই শেয়ার করে নিলেন তাঁর ইনস্টাগ্রামে ৷ সেখানে একটি ভিডিয়োতে অভিনেত্রী বলেন , " আমি যুক্ত হলাম @savethechildren_indiaতে, যাতে করোনার সঙ্গে দিল্লি লড়াই করতে পারে সেই কাজে সহায়তা করতে ৷ দিল্লির এখন সবথেকে বেশি দরকার আমাদের ৷ "

নিউ দিল্লি , 11 মে : ফের মানবিক মুখ বলিউডের ৷ দিল্লির এক হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট সহ 100 টি শয্যার বন্দোবস্ত করলেন হুমা কুরেশি ৷

গোটা দেশে হাহাকার ৷ করোনা সংক্রমণ ও মৃত্যুহার ঘুম কেড়ে নিয়েছে স্বাস্থ্যকর্তা থেকে শুরু করে সাধারন মানুষের ৷ তবে এই প্রতিকূল পরিস্থিতিকে জয় করতে বদ্ধপরিকর বলিউড ৷

হুমা কুরেশি
হুমা কুরেশির পোস্ট

অভিনেতা অক্ষয় কুমার , অমিতাভ বচ্চন , সোনু সুদের পর এবার সাহায্যের হাত বাড়ালেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি ৷ দিল্লির এক হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট সহ 100 টি শয্যার বন্দোবস্ত করলেন তিনি ৷

হুমা কুরেশি
হুমা কুরেশির পোস্ট

আরও পড়ুন : করোনা আক্রান্ত ঘরবন্দি 'টুম্পা' সুমনা দাসকে এখন কাছে ডাকছে না কেউ

খবরটি অভিনেত্রী নিজেই শেয়ার করে নিলেন তাঁর ইনস্টাগ্রামে ৷ সেখানে একটি ভিডিয়োতে অভিনেত্রী বলেন , " আমি যুক্ত হলাম @savethechildren_indiaতে, যাতে করোনার সঙ্গে দিল্লি লড়াই করতে পারে সেই কাজে সহায়তা করতে ৷ দিল্লির এখন সবথেকে বেশি দরকার আমাদের ৷ "

Last Updated : May 11, 2021, 10:28 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.