মুম্বই : অরবিন্দ যোশী, গুজরাটি থিয়েটারের পরিচিত মুখ, শেষ নিশ্বাস ত্যাগ করলেন আজ সকালে । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 84 বছর । দীর্ঘদিন ধরে বয়সজনিত সমস্যায় ভুগছিলেন অরবিন্দ ।
অভিনেতার আত্মীয় সরিতা যোশী জানিয়েছেন, "বয়সজনিত নানা সমস্যার কারণে নানাবতী হাসপাতালে ভরতি ছিলেন অরবিন্দজী । বয়স হয়েছিল 84 । ঘুমের মধ্য়েই মৃত্যু হয় ওঁর । শান্তিতে পরলোক গমন করেছেন অরবিন্দজী ।"
অরবিন্দর ছেলে শরমন যোশী বলিউডের পরিচিত মুখ । অরবিন্দ নিজেও থিয়েটার ছাড়া বলিউড ছবিতে অভিনয় করেছেন । তার মধ্যে 'অপমান কি আগ', 'শোলে', 'ইত্তেফাক' অন্যতম ।
-
Irreparable loss to Indian theatre; with grief we say goodbye to the noted actor Shri Arvind Joshi. A stalwart, a versatile actor, an accomplished thespian, are the words that come to mind when I think of his performances. My condolences to @TheShermanJoshi & family.AUM SHANTI
— Paresh Rawal (@SirPareshRawal) January 29, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Irreparable loss to Indian theatre; with grief we say goodbye to the noted actor Shri Arvind Joshi. A stalwart, a versatile actor, an accomplished thespian, are the words that come to mind when I think of his performances. My condolences to @TheShermanJoshi & family.AUM SHANTI
— Paresh Rawal (@SirPareshRawal) January 29, 2021Irreparable loss to Indian theatre; with grief we say goodbye to the noted actor Shri Arvind Joshi. A stalwart, a versatile actor, an accomplished thespian, are the words that come to mind when I think of his performances. My condolences to @TheShermanJoshi & family.AUM SHANTI
— Paresh Rawal (@SirPareshRawal) January 29, 2021
এমন এক রত্নকে হারিয়ে বলিউডের অনেক তারকারই শোকস্তব্ধ । পরেশ রাওয়াল, কোমল নাহতা, অনিল শর্মার মতো ব্যক্তিত্বরা সোশাল মিডিয়ার মাধ্য়মে শেষ শ্রদ্ধা জানিয়েছেন অরবিন্দ যোশীকে ।