ETV Bharat / sitara

নারী দিবস নিয়ে কী উপলব্ধি, বললেন রকুল - রকুল প্রীত সিং-র খবর

আন্তর্জাতিক নারী দিবসে অভিনেত্রী বললেন একটি দামি কথা ৷ তাঁর মতে, নারী দিবস কোনও একদিন উদযাপন করার জিনিস নয় ৷ সকলের প্রতি সমান অধিকার ও সম্মানই পারে একটি সুন্দর পৃথিবী গড়ে তুলতে ।

বলিউড অভিনেত্রী রকুল প্রীত সিং
বলিউড অভিনেত্রী রকুল প্রীত সিং
author img

By

Published : Mar 8, 2021, 4:30 PM IST

মুম্বই : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে রকুল প্রীত সিং বলেন, তাঁর সমস্ত শক্তির উৎস তাঁর মা ৷ নিঃস্বার্থভাবে সকল দায়িত্ব পালন করার ক্ষমতা তিনি তাঁর মাকে দেখেই শিখেছেন ৷ তিনি জানান, আগামী জীবনে তিনিও হয়ত তাঁর মায়ের প্রতিচ্ছায়া হয়ে উঠতে পারবেন ৷

বলিউডের এই অভিনেত্রীর মতে, আন্তর্জাতিক নারী দিবস কোনও এক দিন উদযাপন করলেই কাজ শেষ হয়ে যায় না ৷ বরং, নারী সুরক্ষা বাড়িয়ে মহিলাদের জন্য একটি নিরাপদ বিশ্ব গড়ে তোলাই একমাত্র লক্ষ্য হওয়া উচিত ৷

রকুল নিজেকে সৌভাগ্যবতী বলতে গিয়ে বলেন, তাঁর পছন্দকে সর্বদাই তাঁর পরিবার গ্রহণ করেছে ৷ কিন্তু, বহু মেয়েদের আজও নিজেদের শিক্ষা ও নিরাপত্তা, পছন্দ-অপছন্দকে নিয়ে লড়তে হয় সমাজের সঙ্গে ৷ নতুবা পরিবারের সঙ্গে ৷

তবে এখানেই শেষ নয় ৷ সংঘর্ষ করে অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর পর বেতন বৈষম্য একটি সমস্যা সৃষ্টি করে ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, বেতনের পরিমাণ সকলের জন্য সর্বদাই সমান হওয়া উচিত ৷ সেক্ষেত্রে লিঙ্গ বৈষম্য কখনই গ্রহণযোগ্য নয় ৷ যদিও বড় বড় অভিনেতা-অভিনেত্রীদের ক্ষেত্রে এই কথা প্রযোজ্য নয় ৷

তবে একটি কথা স্বীকার করতেই হয়, রকুলের কথাগুলি যদি বাস্তবায়ন করা সম্ভব হয়, তবে তা পরবর্তী প্রজন্মের জন্য অবশ্যই ভাল হয় ৷ রুপোলি পর্দাতেই কিন্তু সীমিত নয় তাঁর সমাজকে দেখার দৃষ্টিভঙ্গি ৷ বরং, অভিনেত্রীর সমাজকে দেখার দৃষ্টিভঙ্গি যে অনেকটাই পরিণত ৷

মুম্বই : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে রকুল প্রীত সিং বলেন, তাঁর সমস্ত শক্তির উৎস তাঁর মা ৷ নিঃস্বার্থভাবে সকল দায়িত্ব পালন করার ক্ষমতা তিনি তাঁর মাকে দেখেই শিখেছেন ৷ তিনি জানান, আগামী জীবনে তিনিও হয়ত তাঁর মায়ের প্রতিচ্ছায়া হয়ে উঠতে পারবেন ৷

বলিউডের এই অভিনেত্রীর মতে, আন্তর্জাতিক নারী দিবস কোনও এক দিন উদযাপন করলেই কাজ শেষ হয়ে যায় না ৷ বরং, নারী সুরক্ষা বাড়িয়ে মহিলাদের জন্য একটি নিরাপদ বিশ্ব গড়ে তোলাই একমাত্র লক্ষ্য হওয়া উচিত ৷

রকুল নিজেকে সৌভাগ্যবতী বলতে গিয়ে বলেন, তাঁর পছন্দকে সর্বদাই তাঁর পরিবার গ্রহণ করেছে ৷ কিন্তু, বহু মেয়েদের আজও নিজেদের শিক্ষা ও নিরাপত্তা, পছন্দ-অপছন্দকে নিয়ে লড়তে হয় সমাজের সঙ্গে ৷ নতুবা পরিবারের সঙ্গে ৷

তবে এখানেই শেষ নয় ৷ সংঘর্ষ করে অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর পর বেতন বৈষম্য একটি সমস্যা সৃষ্টি করে ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, বেতনের পরিমাণ সকলের জন্য সর্বদাই সমান হওয়া উচিত ৷ সেক্ষেত্রে লিঙ্গ বৈষম্য কখনই গ্রহণযোগ্য নয় ৷ যদিও বড় বড় অভিনেতা-অভিনেত্রীদের ক্ষেত্রে এই কথা প্রযোজ্য নয় ৷

তবে একটি কথা স্বীকার করতেই হয়, রকুলের কথাগুলি যদি বাস্তবায়ন করা সম্ভব হয়, তবে তা পরবর্তী প্রজন্মের জন্য অবশ্যই ভাল হয় ৷ রুপোলি পর্দাতেই কিন্তু সীমিত নয় তাঁর সমাজকে দেখার দৃষ্টিভঙ্গি ৷ বরং, অভিনেত্রীর সমাজকে দেখার দৃষ্টিভঙ্গি যে অনেকটাই পরিণত ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.