ETV Bharat / sitara

অভিষেক এবার বব বিশ্বাস - অভিষেক এবার বব বিশ্বাস

2012 সালে মুক্তি পাওয়া 'কাহানি' ছবিতে বব বিশ্বাস চরিত্রটিকে দেখা গিয়েছিল । চরিত্রটি আসলে এক সুপারি কিলারের । যে ভালো মানুষ সেজে সামনে আসত । তারপর হাসি মুখে খুন করত । ছবিতে এই চরিত্রে অভিনয় করেছিলেন শাশ্বত চট্টোপাধ্যায় । আর এবার এই চরিত্রকে মধ্যমণি করেই তৈরি করা হবে নতুন ছবি । যেখানে বব বিশ্বাসের দু'রকমের মানসিকতা প্রকাশ পাবে । ছবির নাম 'বব বিশ্বাস' ।

fg
author img

By

Published : Nov 25, 2019, 4:38 PM IST

মুম্বই : এবার বব বিশ্বাসের ভূমিকায় দেখা যাবে অভিষেক বচ্চনকে । ছবিটি প্রযোজনা করবে শাহরুখ খানের রেড চিলিজ় এন্টারটেনমেন্ট ও সুজয় ঘোষের বাউন্ড স্ক্রিপ্ট প্রযোজনা সংস্থা ।

2012 সালে মুক্তি পাওয়া 'কাহানি' ছবিতে বব বিশ্বাস চরিত্রটিকে দেখা গিয়েছিল । চরিত্রটি আসলে এক সুপারি কিলারের । যে ভালো মানুষ সেজে সামনে আসত । তারপর হাসি মুখে খুন করত । ছবিতে এই চরিত্রে অভিনয় করেছিলেন শাশ্বত চট্টোপাধ্যায় । আর এবার এই চরিত্রকে মধ্যমণি করেই তৈরি করা হবে নতুন ছবি । যেখানে বব বিশ্বাসের দু'রকমের মানসিকতা প্রকাশ পাবে । ছবির নাম 'বব বিশ্বাস' ।

ছবিটি পরিচালনা করবেন পরিচালক সুজয় ঘোষের মেয়ে দিয়া অন্নপূর্ণা ঘোষ । এই ছবির মাধ্যমে পরিচালনায় হাতে খড়ি হবে তাঁর । এর আগে 2018 সালে একটি ইংরেজি শর্ট ফিল্মের পরিচালনা করেছিলেন তিনি । ছবির কথা ইনস্টাগ্রামে শেয়ার করেছেন শাহরুখও ।

আগামী বছর শুরু হবে ছবির শুটিং । সব ঠিক থাকলে ওই বছরই মুক্তি পাবে ছবিটি ।

তবে এর আগে শোনা গিয়েছিল 'কাহানি'-র প্রিকুয়েল তৈরি করতে চলেছেন সুজয় । ছবির প্রধান চরিত্র বিদ্যা বাগচির অতীতই কী ? মিলন দামজির থেকে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা কীভাবে করেছিলেন তিনি ? এ সব কিছু নিয়ে তৈরি হতে চলেছিল প্রিকুয়েলটি । তারপর আজ 'বব বিশ্বাস' ছবির কথা ঘোষণা করা হল প্রযোজনা সংস্থাগুলির তরফে । তবে এই ছবিতে বিদ্যা বালন থাকবেন কি না সে সম্পর্কে কিছু জানানো হয়নি ।

কাজের দিক থেকে 'বিগ বুল' ছবির কাজ শেষ করেছেন অভিষেক । মুক্তির অপেক্ষায় রয়েছে ছবিটি । এছাড়া অনুরাগ বসুর পরবর্তী ছবিতেও দেখা যাবে তাঁকে । তবে ছবির নাম এখনও পর্যন্ত ঠিক হয়নি । থাকবেন রাজকুমার রাও, ফতেমা শানা শেখ, আদিত্য রয় কাপুর ও পঙ্কজ ত্রিপাঠী ।

মুম্বই : এবার বব বিশ্বাসের ভূমিকায় দেখা যাবে অভিষেক বচ্চনকে । ছবিটি প্রযোজনা করবে শাহরুখ খানের রেড চিলিজ় এন্টারটেনমেন্ট ও সুজয় ঘোষের বাউন্ড স্ক্রিপ্ট প্রযোজনা সংস্থা ।

2012 সালে মুক্তি পাওয়া 'কাহানি' ছবিতে বব বিশ্বাস চরিত্রটিকে দেখা গিয়েছিল । চরিত্রটি আসলে এক সুপারি কিলারের । যে ভালো মানুষ সেজে সামনে আসত । তারপর হাসি মুখে খুন করত । ছবিতে এই চরিত্রে অভিনয় করেছিলেন শাশ্বত চট্টোপাধ্যায় । আর এবার এই চরিত্রকে মধ্যমণি করেই তৈরি করা হবে নতুন ছবি । যেখানে বব বিশ্বাসের দু'রকমের মানসিকতা প্রকাশ পাবে । ছবির নাম 'বব বিশ্বাস' ।

ছবিটি পরিচালনা করবেন পরিচালক সুজয় ঘোষের মেয়ে দিয়া অন্নপূর্ণা ঘোষ । এই ছবির মাধ্যমে পরিচালনায় হাতে খড়ি হবে তাঁর । এর আগে 2018 সালে একটি ইংরেজি শর্ট ফিল্মের পরিচালনা করেছিলেন তিনি । ছবির কথা ইনস্টাগ্রামে শেয়ার করেছেন শাহরুখও ।

আগামী বছর শুরু হবে ছবির শুটিং । সব ঠিক থাকলে ওই বছরই মুক্তি পাবে ছবিটি ।

তবে এর আগে শোনা গিয়েছিল 'কাহানি'-র প্রিকুয়েল তৈরি করতে চলেছেন সুজয় । ছবির প্রধান চরিত্র বিদ্যা বাগচির অতীতই কী ? মিলন দামজির থেকে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা কীভাবে করেছিলেন তিনি ? এ সব কিছু নিয়ে তৈরি হতে চলেছিল প্রিকুয়েলটি । তারপর আজ 'বব বিশ্বাস' ছবির কথা ঘোষণা করা হল প্রযোজনা সংস্থাগুলির তরফে । তবে এই ছবিতে বিদ্যা বালন থাকবেন কি না সে সম্পর্কে কিছু জানানো হয়নি ।

কাজের দিক থেকে 'বিগ বুল' ছবির কাজ শেষ করেছেন অভিষেক । মুক্তির অপেক্ষায় রয়েছে ছবিটি । এছাড়া অনুরাগ বসুর পরবর্তী ছবিতেও দেখা যাবে তাঁকে । তবে ছবির নাম এখনও পর্যন্ত ঠিক হয়নি । থাকবেন রাজকুমার রাও, ফতেমা শানা শেখ, আদিত্য রয় কাপুর ও পঙ্কজ ত্রিপাঠী ।

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.