মুম্বই : শিল্পীরা কখনই নিজের শিল্প নিয়ে সন্তুষ্ট হন না । নিজের কাজকে আরও ভালো করার ইচ্ছে তাড়া করে বেড়ায় তাঁকে । ঠিক সেই তালিকায় পড়েন অভিষেক বচ্চন । প্রায় প্রতিদিন নিজের ফিল্ম দেখে ভুলগুলোকে খুঁজে বের করেন অভিনেতা ।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে ভার্চুয়ালি ইন্টারভিউ দিতে গিয়ে অনেক কথা বললেন অভিষেক । বললেন, "আমি প্রায় প্রতিদিন নিজের ফিল্মগুলোকে দেখি । আরও কীভাবে উন্নত করা যায়, সেই নিয়ে নোট বানাই ।"
অভিনেতা হিসেবে নিজেকে পরিণত করার এই প্রক্রিয়াটা বেশ উপভোগ করে অভিষেক । বললেন, "আমি যখন নিজের কাজকে ফিরে দেখি, অনেক ভুল খুঁজে পাই যেগুলো শোধরানো দরকার । আর এর মাধ্যমে নিজেকে পরিণত করার সুযোগ তৈরি হয় ।"
অনুরাগ কাশ্যপের 'মনমরজ়িয়াঁ'-র পর জন্ম হয়েছে 'অভিষেক 2.0'-র । বেশ কয়েকবছর ধরে তাঁর ছবি সফল হচ্ছিল না, অভিনয়ও সমালোচিত হচ্ছিল । তাই একটা ব্রেক নিয়ে ফিরেছেন অভিনেতা । এখন তাঁর ফিল্মের চয়েজ় অনেক বেশি ফোকাসড, একাধিক ভালো ফিল্মের সুযোগ পাচ্ছেন তিনি ।
খুশি মনে জুনিয়র বচ্চন বললেন, "আমি এখন নিজের ইচ্ছেমতো কাজ করছি, যেভাবে চাই সেভাবে অভিনয় করছি ।" সামনেই মুক্তি পাচ্ছে অভিষেকের প্রথম ওয়েব সিরিজ় 'ব্রিদ : ইন্টু দ্য শ্যাডোজ়' । সেই নিয়ে উচ্ছ্বসিত অভিনেতা ।