ETV Bharat / sitara

Abhishek Bachchan: আহত অভিষেককে হাসপাতালে দেখতে অমিতাভ-শ্বেতা - Lilavati Hospital

আঙুলে চোট নিয়ে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি অভিনেতা অভিষেক বচ্চন ৷ আজ তাঁকে হাসপাতালে দেখতে যান অমিতাভ বচ্চন এবং তাঁর মেয়ে শ্বেতা বচ্চন নন্দা ৷

Abhishek Bachchan
আহত অভিষেককে হাসপাতালে দেখতে অমিতাভ-শ্বেতা
author img

By

Published : Aug 23, 2021, 6:33 PM IST

মুম্বই, 23 অগস্ট: আহত হয়ে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি অভিনেতা অভিষেক বচ্চন ৷ আজ তাঁকে হাসপাতালে দেখতে যান অমিতাভ বচ্চন এবং তাঁর মেয়ে শ্বেতা বচ্চন নন্দা ৷ যদিও কীভাবে অভিষেক আহত হয়েছেন সেই বিষয়ে তাঁর পরিবার এবং হাসপাতালের পক্ষ থেকে কিছুই খোলসা করে জানানো হয়নি ৷

আপাতত অভিষেক বচ্চন স্থিতিশীল রয়েছেন বলে লীলাবতী হাসপাতাল সূত্রে জানানো হয়েছে ৷ আহত হওয়ার কারণ না জানানো হলেও মনে করা হচ্ছে সিনেমার শুটিংয়ে গিয়েই তিনি আহত হয়েছিলেন ৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর আঙুলে ব্যান্ডেজ করা একটি ছবিও ধরা পড়েছিল ৷

আরও পড়ুন: 20 বছর আগে কাবুল থেকে পালিয়ে আসার স্মৃতিচারণ অভিনেত্রী ওয়ারিনার

খুব শীঘ্রই মুক্তি পাবে তঁর নতুন সিনেমা 'বব বিশ্বাস' ৷ অভিষেক বচ্চনকে 'বব বিশ্বাস' সিনেমায় দেখা যাবে একজন পেশাদার খুনি হিসেবে ৷ তাঁর বিপরীতে দেখা যাবে অভিনেত্রী বিদ্যা বালানকে ৷

মুম্বই, 23 অগস্ট: আহত হয়ে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি অভিনেতা অভিষেক বচ্চন ৷ আজ তাঁকে হাসপাতালে দেখতে যান অমিতাভ বচ্চন এবং তাঁর মেয়ে শ্বেতা বচ্চন নন্দা ৷ যদিও কীভাবে অভিষেক আহত হয়েছেন সেই বিষয়ে তাঁর পরিবার এবং হাসপাতালের পক্ষ থেকে কিছুই খোলসা করে জানানো হয়নি ৷

আপাতত অভিষেক বচ্চন স্থিতিশীল রয়েছেন বলে লীলাবতী হাসপাতাল সূত্রে জানানো হয়েছে ৷ আহত হওয়ার কারণ না জানানো হলেও মনে করা হচ্ছে সিনেমার শুটিংয়ে গিয়েই তিনি আহত হয়েছিলেন ৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর আঙুলে ব্যান্ডেজ করা একটি ছবিও ধরা পড়েছিল ৷

আরও পড়ুন: 20 বছর আগে কাবুল থেকে পালিয়ে আসার স্মৃতিচারণ অভিনেত্রী ওয়ারিনার

খুব শীঘ্রই মুক্তি পাবে তঁর নতুন সিনেমা 'বব বিশ্বাস' ৷ অভিষেক বচ্চনকে 'বব বিশ্বাস' সিনেমায় দেখা যাবে একজন পেশাদার খুনি হিসেবে ৷ তাঁর বিপরীতে দেখা যাবে অভিনেত্রী বিদ্যা বালানকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.