ETV Bharat / sitara

বাবা আমার জন্য ছবি বানায়নি, আমি তার জন্য 'পা' বানিয়েছি : অভিষেক - amitabh never made film for me

অমিতাভ বচ্চনের ছেলে হয়েও ক্যারিয়ারের শুরুর দিকে অনেক কষ্ট করতে হয়েছিল অভিষেককে । বাবা তাঁর জন্য কোনও ছবি তৈরি না করলেও, বাবার জন্য একটি ছবি প্রযোজনা করেছিলেন । সম্প্রতি একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন তিনি ।

asd
asd
author img

By

Published : Nov 5, 2020, 10:00 PM IST

মুম্বই : 2000 সালে 'রিফিউজি' দিয়ে বলিউডে অভিষেক হয়েছিল অভিষেক বচ্চনের । তারপর থেকে একাধিক ছবিতে কাজ করেছেন তিনি । তবে প্রথম ব্রেক পাওয়ার জন্য অনেকদিন ঘুরতে হয়েছে তাঁকে । কোনও দিনই ছেলের হয়ে কারও কাছে সুপারিশ করেননি অমিতাভ বচ্চন । তবে বাবা তাঁর জন্য কখনও কিছু না করলেও, বাবার জন্য একটি ছবি তৈরি করেছিলেন অভিষেক ।

সম্প্রতি একটি সংবাদ সংস্থাকে নেপোটিজ়ম প্রসঙ্গে অভিষেক বলেন, "কখনও তিনি আমার জন্য কারও ফোন তোলেননি । আমার জন্য একটা ছবিও তৈরি করেননি । তবে আমি তাঁর জন্য 'পা' ছবিটি প্রযোজনা করেছিলাম । মানুষকে বুঝতে হবে এটা একটা ব্যবসা । প্রথম ছবির পর যদি আপনার মধ্যে তাঁরা কিছু খুঁজে না পান, তাহলে আপনি পরবর্তী চাকরি পাবেন না । এটাই জীবনের কঠিন সত্য ।"

তিনি আরও বলেন, "আমি জানি যখন আমার ছবি তেমন একটা সাফল্য পেত না, তখন আমাকে একাধিক ছবি থেকে সরিয়ে দেওয়া হয়েছিল আর কিছু ছবি তৈরিই করা হয়নি । আবার কিছু ছবি তৈরি করা শুরু হয়েছিল, কিন্তু টাকার অভাবে তা বন্ধ করে দেওয়া হয় । কারণ সেই সময় আমার কাছে তেমন টাকা ছিল না । অনেকেই ভাবেন আমি অমিতাভ বচ্চনের ছেলে । রূপোর চামচ মুখে দিয়ে জন্মেছি । তবে এটা ঠিক নয় ।"

মাত্র কয়েকদিন আগেই অ্যামাজ়ন প্রাইমে স্ট্রিম করতে শুরু করেছে 'ব্রিদ ইনটু দা শ্যাডো 2'। সেখানে অভিষেকের অভিনয় মন জয় করে নিয়েছে সবার । এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর আপকামিং ছবি 'লুডো'।

তবে এমন কি কোনও চরিত্র আছে যাতে অভিনয় করার ইচ্ছে আছে অভিষেকের ? এর উত্তরে তিনি বলেন, "অভিনেতা হওয়ার আগে শাহরুখ খান আমাকে একট কথা বলেছিলেন । তা হল, 'যখন যেই চরিত্রে অভিনয় করছ মনে রাখবে সেটাই যেন তোমার কাছে সবথেকে প্রিয় চরিত্র হয় । না হলে সেই চরিত্রে কেন অভিনয় করছ তুমি !'।"

অনুরাগ বসু পরিচালিত 'লুডো'-র মুখ্য চরিত্রে অভিষেকের পাশাপাশি দেখা যাবে আদিত্য রয় কাপুর, রাজকুমার রাও, সান্য মালহোত্রা, ফতিমা সানা শেখ, রোহিত সারাফ, পারলে মানে, পঙ্কজ ত্রিপাঠী, আশা নেগি, শালিনী ভাট, ইনায়াত ভর্মা সহ আরও অনেককে । 12 নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে ছবিটি ।

মুম্বই : 2000 সালে 'রিফিউজি' দিয়ে বলিউডে অভিষেক হয়েছিল অভিষেক বচ্চনের । তারপর থেকে একাধিক ছবিতে কাজ করেছেন তিনি । তবে প্রথম ব্রেক পাওয়ার জন্য অনেকদিন ঘুরতে হয়েছে তাঁকে । কোনও দিনই ছেলের হয়ে কারও কাছে সুপারিশ করেননি অমিতাভ বচ্চন । তবে বাবা তাঁর জন্য কখনও কিছু না করলেও, বাবার জন্য একটি ছবি তৈরি করেছিলেন অভিষেক ।

সম্প্রতি একটি সংবাদ সংস্থাকে নেপোটিজ়ম প্রসঙ্গে অভিষেক বলেন, "কখনও তিনি আমার জন্য কারও ফোন তোলেননি । আমার জন্য একটা ছবিও তৈরি করেননি । তবে আমি তাঁর জন্য 'পা' ছবিটি প্রযোজনা করেছিলাম । মানুষকে বুঝতে হবে এটা একটা ব্যবসা । প্রথম ছবির পর যদি আপনার মধ্যে তাঁরা কিছু খুঁজে না পান, তাহলে আপনি পরবর্তী চাকরি পাবেন না । এটাই জীবনের কঠিন সত্য ।"

তিনি আরও বলেন, "আমি জানি যখন আমার ছবি তেমন একটা সাফল্য পেত না, তখন আমাকে একাধিক ছবি থেকে সরিয়ে দেওয়া হয়েছিল আর কিছু ছবি তৈরিই করা হয়নি । আবার কিছু ছবি তৈরি করা শুরু হয়েছিল, কিন্তু টাকার অভাবে তা বন্ধ করে দেওয়া হয় । কারণ সেই সময় আমার কাছে তেমন টাকা ছিল না । অনেকেই ভাবেন আমি অমিতাভ বচ্চনের ছেলে । রূপোর চামচ মুখে দিয়ে জন্মেছি । তবে এটা ঠিক নয় ।"

মাত্র কয়েকদিন আগেই অ্যামাজ়ন প্রাইমে স্ট্রিম করতে শুরু করেছে 'ব্রিদ ইনটু দা শ্যাডো 2'। সেখানে অভিষেকের অভিনয় মন জয় করে নিয়েছে সবার । এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর আপকামিং ছবি 'লুডো'।

তবে এমন কি কোনও চরিত্র আছে যাতে অভিনয় করার ইচ্ছে আছে অভিষেকের ? এর উত্তরে তিনি বলেন, "অভিনেতা হওয়ার আগে শাহরুখ খান আমাকে একট কথা বলেছিলেন । তা হল, 'যখন যেই চরিত্রে অভিনয় করছ মনে রাখবে সেটাই যেন তোমার কাছে সবথেকে প্রিয় চরিত্র হয় । না হলে সেই চরিত্রে কেন অভিনয় করছ তুমি !'।"

অনুরাগ বসু পরিচালিত 'লুডো'-র মুখ্য চরিত্রে অভিষেকের পাশাপাশি দেখা যাবে আদিত্য রয় কাপুর, রাজকুমার রাও, সান্য মালহোত্রা, ফতিমা সানা শেখ, রোহিত সারাফ, পারলে মানে, পঙ্কজ ত্রিপাঠী, আশা নেগি, শালিনী ভাট, ইনায়াত ভর্মা সহ আরও অনেককে । 12 নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে ছবিটি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.