ETV Bharat / sitara

মেয়ের জ্বালায় নাজেহাল আমির , ভাইরাল ভিডিয়ো

ফাদার্স ডে-তে সোশাল মিডিয়া ভাসছে শুভেচ্ছার বন্যায়। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সবাই তাঁদের বাবাকে এই বিশেষ দিনটিতে বিশেষ ভাবে মনে করছেন। আমির খানের মেয়ে ইরা খান ইনস্টাগ্রামে একটা ভিডিয়ো শেয়ার করে বাবার উদ্দেশ্যে এক আবেগপ্রবণ পোস্ট করলেন।

আমির খান
author img

By

Published : Jun 17, 2019, 7:15 PM IST

মুম্বই : সবুজ মাঠে আরাম করে শুয়ে রয়েছেন আমির খান। আর তাঁকে তিষ্ঠোতে দিচ্ছেন না মেয়ে ইরা। শেষে বাধ্য় হয়ে উঠেই পড়লেন অভিনেতা। ছেলে-মেয়ের কাছে বোধহয় সব বাবা-মাই এতটা ভালনারেবল। ইরার শেয়ার করা ভিডিয়োর বিষয়বস্তু এটাই। মুহূর্তে ভাইরাল ভিডিয়ো।

ভিডিয়োটি শেয়ার করে ইরা লিখেছেন, "আমার ব্যাপারে অতিরিক্ত প্রোটেক্টিভ হওয়া থেকে শুরু করে আমায় বিপ্লবী হওয়ার পরামর্শ দেওয়া- এই পুরো সময়টায় তোমার মতো একজনকে জীবনে পেয়ে আমি খুব খুশি। যখনই তোমায় প্রয়োজন হয়েছে, আমি তোমায় পেয়েছি।"

ইরার মতে, সবাই মনে করে যে আমির খানের মতো একজন বাবা পাওয়াটা খুব এক্সাইটিং, খুব কুল একটা ব্যাপার। তবে ইরা লিখেছেন, এই শব্দগুলো তাঁদের সম্পর্কটাকে বোঝানোর জন্য যথেষ্ট নয়। আমিরের অস্তিত্ব ইরার কাছে আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি প্রাসঙ্গিক।

দেখে নিন ইরার সেই পোস্ট...

মুম্বই : সবুজ মাঠে আরাম করে শুয়ে রয়েছেন আমির খান। আর তাঁকে তিষ্ঠোতে দিচ্ছেন না মেয়ে ইরা। শেষে বাধ্য় হয়ে উঠেই পড়লেন অভিনেতা। ছেলে-মেয়ের কাছে বোধহয় সব বাবা-মাই এতটা ভালনারেবল। ইরার শেয়ার করা ভিডিয়োর বিষয়বস্তু এটাই। মুহূর্তে ভাইরাল ভিডিয়ো।

ভিডিয়োটি শেয়ার করে ইরা লিখেছেন, "আমার ব্যাপারে অতিরিক্ত প্রোটেক্টিভ হওয়া থেকে শুরু করে আমায় বিপ্লবী হওয়ার পরামর্শ দেওয়া- এই পুরো সময়টায় তোমার মতো একজনকে জীবনে পেয়ে আমি খুব খুশি। যখনই তোমায় প্রয়োজন হয়েছে, আমি তোমায় পেয়েছি।"

ইরার মতে, সবাই মনে করে যে আমির খানের মতো একজন বাবা পাওয়াটা খুব এক্সাইটিং, খুব কুল একটা ব্যাপার। তবে ইরা লিখেছেন, এই শব্দগুলো তাঁদের সম্পর্কটাকে বোঝানোর জন্য যথেষ্ট নয়। আমিরের অস্তিত্ব ইরার কাছে আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি প্রাসঙ্গিক।

দেখে নিন ইরার সেই পোস্ট...

Intro:Body:

মেয়ে ইরার জ্বালায় নাজেহাল আমির , ভাইরাল ভিডিয়ো





ফাদার্স ডে-তে সোশাল মিডিয়া ভাসছে শুভেচ্ছার বন্যায়। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সবাই তাঁদের বাবাকে এই বিশেষ দিনটিতে বিশেষ ভাবে মনে করছেন। আমির খানের মেয়ে ইরা খান ইনস্টাগ্রামে একটা ভিডিয়ো শেয়ার করে বাবার উদ্দেশ্যে এক আবেগপ্রবণ পোস্ট করলেন।



মুম্বই : সবুজ মাঠে আরাম করে শুয়ে রয়েছেন আমির খান। আর তাঁকে তিষ্ঠোতে দিচ্ছেন না মেয়ে ইরা। শেষে বাধ্য় হয়ে উঠেই পড়লেন অভিনেতা। ছেলে-মেয়ের কাছে বোধহয় সব বাবা-মাই এতটা ভালনারেবল। ইরার শেয়ার করা ভিডিয়োর বিষয়বস্তু এটাই। মুহূর্তে ভাইরাল ভিডিয়ো।



ভিডিয়োটি শেয়ার করে ইরা লিখেছেন, "আমার ব্যাপারে অতিরিক্ত প্রোটেক্টিভ হওয়া থেকে শুরু করে আমায় বিপ্লবী হওয়ার পরামর্শ দেওয়া- এই পুরো সময়টায় তোমার মতো একজনকে জীবনে পেয়ে আমি খুব খুশি। যখনই তোমায় প্রয়োজন হয়েছে, আমি তোমায় পেয়েছি।"



ইরার মতে, সবাই মনে করে যে আমির খানের মতো একজন বাবা পাওয়াটা খুব এক্সাইটিং, খুব কুল একটা ব্যাপার। তবে ইরা লিখেছেন, এই শব্দগুলো তাঁদের সম্পর্কটাকে বোঝানোর জন্য যথেষ্ট নয়। আমিরের অস্তিত্ব ইরার কাছে আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি প্রাসঙ্গিক।



দেখে নিন ইরার সেই পোস্ট...


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.