কলকাতা : বলিউডের মানুষদের কাছে কলকাতা বরাবরই পছন্দের শুটিং স্পট । কিছুদিন আগেই 'ময়দান' ছবির শুটিং করতে শহরে এসেছিলেন অজয় দেবগন । আর তারপরই মহানগরীর রাস্তায় দেখা গেল আমির খানকেও ।
কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল, 'লাল সিং চাড্ডা' ছবির শুটিংয়ের জন্য কলকাতায় আসতে পারেন মিস্টার পারফেকশনিস্ট । সেই শোনা কথা যে সত্যি, তা প্রমাণিত হল গতকাল সন্ধ্যায় । ওইদিনই বিমানে কলকাতায় আসেন তিনি । আজ ভোর থেকেই শুরু হয় শুটিং । ভোরের দিকে হাওড়া ব্রিজে শুটিং সারেন । এরপর সেখান থেকে বেনিয়াটোলা ।
প্রত্যেক ছবিতেই নজর কাড়ে আমিরের লুক । প্রত্যেকবারই লুক নিয়ে চলে এক্সপেরিমেন্ট । আর চরিত্র অনুযায়ী নিজের শরীরকেও বদলান তিনি । 'লাল সিং চাড্ডা'ও ব্যতিক্রম নয় । আজ সকালে আমিরকে দেখা যায় লম্বা চুল, লম্বা দাঁড়িতে । শুটিংয়ের একটি দৃশ্যে গোলাপি টি শার্ট ও স্কিন কালারের ট্রাউজ়ারের সঙ্গে মাথায় নীল রঙের টুপি পরেছিলেন তিনি । হাওড়া ব্রিজের শুটিংয়ে আমির পরেছিলেন সাদা টুপি ও ডার্ক টি-শার্ট।
এদিকে তাঁকে দেখতে উপচে পড়েছিল ফ্যানদের ভিড় । বলিউডের মিস্টার পারফেকশনিস্টকে দেখতে ফ্যানরা ভিড় জমাবেন না এটা কখনও হয় ? এর আগে 'গজনি'-র প্রচারে কলকাতায় এসেছিলেন তিনি । কলকাতায় এসে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান । তাও আবার ছদ্মবেশে । যাতে কেউ তাঁকে চিনতেই না পারেন । একবার পৌঁছে গিয়েছিলেন সৌরভ গাঙ্গুলির বাড়ি । কেউ চিনতে পারেননি তাঁকে । আর এবারও তাঁকে চেনা খুবই মুশকিল ।
'লাল সিং চাড্ডা' হলিউড ক্লাসিক ছবি 'ফরেস্ট গাম্প'-এর রিমেক । সেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন টম হ্যাঙ্কস । আর সেই চরিত্রে অভিনয় করতে চলেছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট । আমির ছাড়াও এই ছবিতে রয়েছেন করিনা কাপুর ও বিজয় সেতুপতি ।