ETV Bharat / sitara

হাওড়া ব্রিজে আমির, চলছে শুটিং - হাওড়া ব্রিজে আমির

আপকামিং ছবি 'লাল সিং চড্ডা'-র জন্য কলকাতায় শুটিং করছেন আমির খান । আজ ভোরে হাওড়া ব্রিজে শুটিং করেন তিনি ।

fg
f
author img

By

Published : Dec 8, 2019, 5:02 PM IST

কলকাতা : বলিউডের মানুষদের কাছে কলকাতা বরাবরই পছন্দের শুটিং স্পট । কিছুদিন আগেই 'ময়দান' ছবির শুটিং করতে শহরে এসেছিলেন অজয় দেবগন । আর তারপরই মহানগরীর রাস্তায় দেখা গেল আমির খানকেও ।

কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল, 'লাল সিং চাড্ডা' ছবির শুটিংয়ের জন্য কলকাতায় আসতে পারেন মিস্টার পারফেকশনিস্ট । সেই শোনা কথা যে সত্যি, তা প্রমাণিত হল গতকাল সন্ধ্যায় । ওইদিনই বিমানে কলকাতায় আসেন তিনি । আজ ভোর থেকেই শুরু হয় শুটিং । ভোরের দিকে হাওড়া ব্রিজে শুটিং সারেন । এরপর সেখান থেকে বেনিয়াটোলা ।

f
হাওড়া ব্রিজে শুটিং করছেন আমির

প্রত্যেক ছবিতেই নজর কাড়ে আমিরের লুক । প্রত্যেকবারই লুক নিয়ে চলে এক্সপেরিমেন্ট । আর চরিত্র অনুযায়ী নিজের শরীরকেও বদলান তিনি । 'লাল সিং চাড্ডা'ও ব্যতিক্রম নয় । আজ সকালে আমিরকে দেখা যায় লম্বা চুল, লম্বা দাঁড়িতে । শুটিংয়ের একটি দৃশ্যে গোলাপি টি শার্ট ও স্কিন কালারের ট্রাউজ়ারের সঙ্গে মাথায় নীল রঙের টুপি পরেছিলেন তিনি । হাওড়া ব্রিজের শুটিংয়ে আমির পরেছিলেন সাদা টুপি ও ডার্ক টি-শার্ট।

এদিকে তাঁকে দেখতে উপচে পড়েছিল ফ্যানদের ভিড় । বলিউডের মিস্টার পারফেকশনিস্টকে দেখতে ফ্যানরা ভিড় জমাবেন না এটা কখনও হয় ? এর আগে 'গজনি'-র প্রচারে কলকাতায় এসেছিলেন তিনি । কলকাতায় এসে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান । তাও আবার ছদ্মবেশে । যাতে কেউ তাঁকে চিনতেই না পারেন । একবার পৌঁছে গিয়েছিলেন সৌরভ গাঙ্গুলির বাড়ি । কেউ চিনতে পারেননি তাঁকে । আর এবারও তাঁকে চেনা খুবই মুশকিল ।

hf
কলকাতার রাস্তায় আমির

'লাল সিং চাড্ডা' হলিউড ক্লাসিক ছবি 'ফরেস্ট গাম্প'-এর রিমেক । সেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন টম হ্যাঙ্কস । আর সেই চরিত্রে অভিনয় করতে চলেছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট । আমির ছাড়াও এই ছবিতে রয়েছেন করিনা কাপুর ও বিজয় সেতুপতি ।

কলকাতা : বলিউডের মানুষদের কাছে কলকাতা বরাবরই পছন্দের শুটিং স্পট । কিছুদিন আগেই 'ময়দান' ছবির শুটিং করতে শহরে এসেছিলেন অজয় দেবগন । আর তারপরই মহানগরীর রাস্তায় দেখা গেল আমির খানকেও ।

কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল, 'লাল সিং চাড্ডা' ছবির শুটিংয়ের জন্য কলকাতায় আসতে পারেন মিস্টার পারফেকশনিস্ট । সেই শোনা কথা যে সত্যি, তা প্রমাণিত হল গতকাল সন্ধ্যায় । ওইদিনই বিমানে কলকাতায় আসেন তিনি । আজ ভোর থেকেই শুরু হয় শুটিং । ভোরের দিকে হাওড়া ব্রিজে শুটিং সারেন । এরপর সেখান থেকে বেনিয়াটোলা ।

f
হাওড়া ব্রিজে শুটিং করছেন আমির

প্রত্যেক ছবিতেই নজর কাড়ে আমিরের লুক । প্রত্যেকবারই লুক নিয়ে চলে এক্সপেরিমেন্ট । আর চরিত্র অনুযায়ী নিজের শরীরকেও বদলান তিনি । 'লাল সিং চাড্ডা'ও ব্যতিক্রম নয় । আজ সকালে আমিরকে দেখা যায় লম্বা চুল, লম্বা দাঁড়িতে । শুটিংয়ের একটি দৃশ্যে গোলাপি টি শার্ট ও স্কিন কালারের ট্রাউজ়ারের সঙ্গে মাথায় নীল রঙের টুপি পরেছিলেন তিনি । হাওড়া ব্রিজের শুটিংয়ে আমির পরেছিলেন সাদা টুপি ও ডার্ক টি-শার্ট।

এদিকে তাঁকে দেখতে উপচে পড়েছিল ফ্যানদের ভিড় । বলিউডের মিস্টার পারফেকশনিস্টকে দেখতে ফ্যানরা ভিড় জমাবেন না এটা কখনও হয় ? এর আগে 'গজনি'-র প্রচারে কলকাতায় এসেছিলেন তিনি । কলকাতায় এসে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান । তাও আবার ছদ্মবেশে । যাতে কেউ তাঁকে চিনতেই না পারেন । একবার পৌঁছে গিয়েছিলেন সৌরভ গাঙ্গুলির বাড়ি । কেউ চিনতে পারেননি তাঁকে । আর এবারও তাঁকে চেনা খুবই মুশকিল ।

hf
কলকাতার রাস্তায় আমির

'লাল সিং চাড্ডা' হলিউড ক্লাসিক ছবি 'ফরেস্ট গাম্প'-এর রিমেক । সেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন টম হ্যাঙ্কস । আর সেই চরিত্রে অভিনয় করতে চলেছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট । আমির ছাড়াও এই ছবিতে রয়েছেন করিনা কাপুর ও বিজয় সেতুপতি ।

Intro:হিন্দি ছবির মানুষদের কাছে কলকাতা বরাবরই পছন্দের শুটিং স্পট। কিছুদিন আগেই 'ময়দান' ছবির শুটিং করতে এলেন অজয় দেবগন। আর তারপরই মহানগরীর রাস্তায় দেখা গেল আমির খানকেও। খোঁজ নিল ETV ভারত সিতারা।


Body:কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল, 'লাল সিং চাড্ডা' ছবির শুটিংয়ের জন্য কলকাতায় আসতে পারেন মিস্টার পারফেকশনিস্ট। সেই শোনা কথা যে সত্যি, তা প্রমাণিত হল শনিবার সন্ধ্যাবেলায়। রবিবার ভোর থেকে শুটিংয়ে মেতেছেন আমির। শুটিং করেন হাওড়া ব্রিজ ও বেনিয়াটোলায়।

প্রত্যেক ছবিতেই নজর কাড়ে আমিরের লুক। প্রত্যেকবারই লুক নিয়ে চলে এক্সপেরিমেন্ট। 'লাল সিং চাড্ডা'ও ব্যতিক্রম নয়। আমিরকে দেখা যায় লম্বা চুল, লম্বা দাঁড়িতে। শুটিংয়ের একটি অংশে আমিরের মাথায় নীল রঙের টুপি, পরনে গোলাপী টি-শার্ট এবং স্কিন কালারের ট্রাউজার। হাওড়া ব্রিজের শুটিংয়ে আমির পড়েছেন সাদা টুপি, ডার্ক টি-শার্ট।




Conclusion:আমিরের পা শহরে পড়তেই, তা আর চেপে রাখা যায়নি। গোটা দেশের মতো কলকাতাতেও তার ভক্তকুলের সংখ্যা গুনে শেষ করা যাবে না। আর যতবারই আমির কলকাতা এসেছেন, অনেক বাড়ি ঘুরে বেরিয়েছেন শহরের আনাচ-কানাচ। একবার তো ছদ্মবেশে পৌঁছে গিয়েছিলেন সৌরভ গাঙ্গুলির বাড়িতেও। সেইবার আমিরকে কেউ চিনতেই পারেনি। এবারও তাঁকে চেনা দায়!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.