মুম্বই : আমির খান পারেন না এমন কোনও কাজ নেই । ছবির খাতিরে সবকিছু করতে পারেন অভিনেতা । সিরিয়াস চরিত্র হোক বা কমেডি, অ্যাকশন হিরো হোক বা ডান্সার..সবকিছুতেই ম্যাজিক তৈরি করেন আমির । এবার এক আইটেম সং-এ পারফর্ম করবেন তিনি ।
আমিরের সঙ্গে এই গানে যিনি রয়েছেন, তাঁকে এই মুহূর্তে বলিউডের অন্যতম সেরা ডান্সার বা পারফর্মার বলা হয় । এলি আভ্রাম । সুইডিশ গ্রীক পারফর্মার এলির ডান্স স্টেপে মুগ্ধ পুরো বলিউড । একদিকে আমির, অন্যদিকে এলি..কার পাল্লা ভারি ?
‘কোই জানে না’ নামে একটি ছবির 'হর ফান মৌলা' গানে পা মেলাবেন আমির ও এলি । মুক্তি পেয়েছে গানের একটা ছোটো টিজ়ার । আমিরের এই উষ্ণ অবতার আগে কেউ দেখেননি হয়তো । এলির থেকেও চোখ ফেরানো দায় ।
টিজ়ারটি শেয়ার করে এলি লিখেছেন, 'এই বছরের মার্চ মাসটা খুব গরম হতে চলেছে ।' পুরো গানটি শুনতে আর মাত্র দু'দিন অপেক্ষা করতে হবে, 10 মার্চ রিলিজ় করবে 'হর ফান মৌলা' ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
এর আগে 'গজনী' বা 'ধূম 3'-তে কঠিন স্টেপে পারফর্ম করতে দেখা গেছে আমিরকে । তিনি যে এত ভালো নাচতে পারেন, ধারণা ছিল না কারও । এবার এলির সঙ্গে আমিরের পারফর্মেন্স দেখতে মুখিয়ে দর্শক ।