ETV Bharat / sitara

আমিরের পরিচালনায় শাহরুখ ! ঠিকই শুনেছেন - আমির খানের খবর

আমির খানের পরিচালনায় অভিনয় করতে চলেছেন শাহরুখ খান । 'লাল সিং চড্ডা' ছবিতে একটি ক্যামিও দৃশ্যে দেখা যাবে শাহরুখকে । আর তাঁর প্রতিটা শট নিজে পরিচালনা করছেন আমির ।

Aamir Khan directs Shah Rukh Khan
Aamir Khan directs Shah Rukh Khan
author img

By

Published : Nov 9, 2020, 10:14 AM IST

মুম্বই : একসময় প্রায় মুখ দেখাদেখি বন্ধ ছিল ইন্ডাস্ট্রির দুই খান আমির আর শাহরুখের । একে অপরের প্রতিদ্বন্দ্বী ছিলেন ভীষণ রকম । তাঁদের নিয়ে অনেক রসালো গল্প চালু ছিল সেই সময় । তবে এখন সময়টা অন্যরকম । ইন্ডাস্ট্রিতে অনেক পরিবর্তন এসেছে । বদলেছে স্টারডমের সংজ্ঞা, পারস্পরিক সমীকরণ । তাই শাহরুখ আর আমিরের সম্পর্কও আজ অনেকটা আলাদা ।

শোনা যাচ্ছে 'লাল সিং চড্ডা' ছবিতে একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে শাহরুখকে । দুবাই যাওয়ার আগে দিল্লিতে সেই শুটিং সেরেছেন তিনি । তবে মজার ব্যাপার হল, শাহরুখের প্রতিটি শট নিজে পরিচালনা করেছেন আমির । ফিল্মের সেটে একেবারে জমে গেছিল দুই খানের যুগলবন্দী ।

অদ্ভেত চন্দন পরিচালিত 'লাল সিং চড্ডা' আমিরের একটি ড্রিম প্রোজেক্ট । দেশের প্রায় একশো শহর ঘুরে ঘুরে শুটিং করছেন তাঁরা । একাধিক লুকে, একাধিক বয়সে দেখা যাবে আমিরকে । বেশ অনেকটা সময় ব্যয় করে ছবিটি বানাচ্ছেন মিস্টার পারফেকশনিস্ট ।

Aamir Khan directs Shah Rukh Khan
সেটে আমিরের সঙ্গে করিনার খুনসুটি

আমিরের বিপরীতে এই ছবিতে রয়েছেন করিনা কাপুর খান । তবে তাঁর অংশের শুটিং শেষ হয়েছে ইতিমধ্যেই । 2021 সালের ডিসেম্বর মাসে মুক্তি পেতে পারে 'লাল সিং চড্ডা' ।

মুম্বই : একসময় প্রায় মুখ দেখাদেখি বন্ধ ছিল ইন্ডাস্ট্রির দুই খান আমির আর শাহরুখের । একে অপরের প্রতিদ্বন্দ্বী ছিলেন ভীষণ রকম । তাঁদের নিয়ে অনেক রসালো গল্প চালু ছিল সেই সময় । তবে এখন সময়টা অন্যরকম । ইন্ডাস্ট্রিতে অনেক পরিবর্তন এসেছে । বদলেছে স্টারডমের সংজ্ঞা, পারস্পরিক সমীকরণ । তাই শাহরুখ আর আমিরের সম্পর্কও আজ অনেকটা আলাদা ।

শোনা যাচ্ছে 'লাল সিং চড্ডা' ছবিতে একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে শাহরুখকে । দুবাই যাওয়ার আগে দিল্লিতে সেই শুটিং সেরেছেন তিনি । তবে মজার ব্যাপার হল, শাহরুখের প্রতিটি শট নিজে পরিচালনা করেছেন আমির । ফিল্মের সেটে একেবারে জমে গেছিল দুই খানের যুগলবন্দী ।

অদ্ভেত চন্দন পরিচালিত 'লাল সিং চড্ডা' আমিরের একটি ড্রিম প্রোজেক্ট । দেশের প্রায় একশো শহর ঘুরে ঘুরে শুটিং করছেন তাঁরা । একাধিক লুকে, একাধিক বয়সে দেখা যাবে আমিরকে । বেশ অনেকটা সময় ব্যয় করে ছবিটি বানাচ্ছেন মিস্টার পারফেকশনিস্ট ।

Aamir Khan directs Shah Rukh Khan
সেটে আমিরের সঙ্গে করিনার খুনসুটি

আমিরের বিপরীতে এই ছবিতে রয়েছেন করিনা কাপুর খান । তবে তাঁর অংশের শুটিং শেষ হয়েছে ইতিমধ্যেই । 2021 সালের ডিসেম্বর মাসে মুক্তি পেতে পারে 'লাল সিং চড্ডা' ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.