ETV Bharat / sitara

কোরোনা আক্রান্ত আমিরের স্টাফ, মাকে নিয়ে আশঙ্কায় অভিনেতা

কোরোনায় আক্রান্ত আমির খানের একাধিক স্টাফ । সোশাল মিডিয়ায় পোস্ট করে নিজেই জানালেন অভিনেতা ।

Aamir Khan staff tested positive
Aamir Khan staff tested positive
author img

By

Published : Jun 30, 2020, 1:02 PM IST

মুম্বই : মুম্বইতে কোরোনার প্রকোপ দেশের মধ্য সবচেয়ে বেশি । কোনওভাবে এই জীবাণুর বিস্তারকে আটকানোই যাচ্ছে না যেন । কোরোনায় আক্রান্ত হলেন আমির খানের একাধিক স্টাফ । মাকে নিয়ে আশঙ্কায় অভিনেতা ।

সোশাল মিডিয়ায় পোস্ট করে এই খবর কনফার্ম করেছেন আমির । লিখেছেন, "আমার কয়েকজন স্টাফের কোরোনা ধরা পড়েছে । ওদের সঙ্গে সঙ্গে কোয়ারান্টিনে নিয়ে যাওয়া হয় । BMC অফিশিয়ালরা খুব তাড়াতাড়ি সমস্ত পদক্ষেপ নিয়েছেন ।"

Aamir Khan staff tested positive
মায়ের সঙ্গে আমির

BMC-কে ধন্যবাদ জানাতে ভোলেননি আমির । অভিনেতার পুরো সোসাইটিকে স্টেরিলাইজ় করেছেন BMC-র কর্মীরা, সেই জন্যও কৃতজ্ঞ আমির ।

তবে মা জ়িনাত হুসেনকে নিয়ে চিন্তায় অভিনেতা । লিখেছেন, "আমাদের প্রত্যেকের রিপোর্ট নেগেটিভ এসেছে । এখন মাকে টেস্ট করাতে নিয়ে যাচ্ছি আমি । দয়া করে প্রার্থনা করুন যে, মায়ের রিপোর্ট নেগেটিভ আসে ।"

দেখে নিন আমিরের পোস্ট...

মুম্বই : মুম্বইতে কোরোনার প্রকোপ দেশের মধ্য সবচেয়ে বেশি । কোনওভাবে এই জীবাণুর বিস্তারকে আটকানোই যাচ্ছে না যেন । কোরোনায় আক্রান্ত হলেন আমির খানের একাধিক স্টাফ । মাকে নিয়ে আশঙ্কায় অভিনেতা ।

সোশাল মিডিয়ায় পোস্ট করে এই খবর কনফার্ম করেছেন আমির । লিখেছেন, "আমার কয়েকজন স্টাফের কোরোনা ধরা পড়েছে । ওদের সঙ্গে সঙ্গে কোয়ারান্টিনে নিয়ে যাওয়া হয় । BMC অফিশিয়ালরা খুব তাড়াতাড়ি সমস্ত পদক্ষেপ নিয়েছেন ।"

Aamir Khan staff tested positive
মায়ের সঙ্গে আমির

BMC-কে ধন্যবাদ জানাতে ভোলেননি আমির । অভিনেতার পুরো সোসাইটিকে স্টেরিলাইজ় করেছেন BMC-র কর্মীরা, সেই জন্যও কৃতজ্ঞ আমির ।

তবে মা জ়িনাত হুসেনকে নিয়ে চিন্তায় অভিনেতা । লিখেছেন, "আমাদের প্রত্যেকের রিপোর্ট নেগেটিভ এসেছে । এখন মাকে টেস্ট করাতে নিয়ে যাচ্ছি আমি । দয়া করে প্রার্থনা করুন যে, মায়ের রিপোর্ট নেগেটিভ আসে ।"

দেখে নিন আমিরের পোস্ট...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.