ETV Bharat / sitara

পিছিয়ে গেল 'লাল সিং চাড্ডা' মুক্তির দিন - Kareena kapoor khan

2021 সালের ক্রিসমাসে মুক্তি পাবে 'লাল সিং চাড্ডা'। সৌজন্যে কোরোনাভাইরাস ।

ে্ি
ে্ি
author img

By

Published : Aug 10, 2020, 3:54 PM IST

মুম্বই : পিছিয়ে গেল 'লাল সিং চাড্ডা' মুক্তির দিন । 2021 সালের ক্রিসমাসে মুক্তি পাবে ছবিটি । সৌজন্যে কোরোনাভাইরাস ।

দেশে কোরোনা থাবা বসানোর অনেকদিন আগে থেকেই শুরু হয়েছিল 'লাল সিং চাড্ডা'-র শুটিং । কিন্তু, এ বছরের শুরু দিকেই দেশে থাবা বসায় কোরোনা । ধীরে ধীরে বাড়তে শুরু করে আক্রান্তের সংখ্যা । তখনই বন্ধ করে দেওয়া হয় সব ধরনের শুটিং ।

তবে পরিস্থিতি ঠিক থাকাকালীন দেশের বিভিন্ন শহরে ঘুরে এই ছবির শুটিং করছিলেন আমির খান । বিভিন্ন লুকে একাধিক জায়গায় দেখা গিয়েছিল তাঁকে । শুটিং বন্ধ হয়ে যাওয়ায় এতদিন হোম কোয়ারানটিনে ছিলেন মিস্টার পারফেকশনিস্ট । এখন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি । শুটিং শুরু করছেন অনেকেই । বাদ যাননি আমিরও ।

ইতিমধ্যে এই ছবির পরবর্তী অংশের শুটিংয়ের জন্য টার্কি পৌঁছান তিনি । সব বিধিনিষেধ মেনেই শুটিং করা হবে বলে জানা গিয়েছে ।

তবে কথা ছিল এ বছরের ক্রিসমাসে মুক্তি পাবে ছবিটি । কিন্তু, এখনও বাকি রয়েছে শুটিং । আর বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে শুটিং শেষ করা কোনওভাবেই সম্ভব নয় বলেই মনে করছেন নির্মাতারা । এছাড়া এ বছর ছবি তৈরি হলেও তা সিনেমা হলে রিলিজ় করা যাবে কি না তা নিয়ে একটা বড় প্রশ্ন রয়েছে । এই সব কথা মাথায় রেখেই 2021-এর ক্রিসমাসে ছবিটি রিলিজ় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

1994 সালে মুক্তি পাওয়া হলিউড ছবি 'ফরেস্ট গাম্প'-এর রিমেক 'লাল সিং চাড্ডা'। সেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন টম হ্যাঙ্কস । গোটা দেশেই বেশ ভালো চলেছিল ছবিটি । আর সেই আইকনিক চরিত্রে অভিনয় করছেন আমির । তিনি ছাড়াও রয়েছেন করিনা কাপুর খান ও বিজয় সেতুপতি ।

মুম্বই : পিছিয়ে গেল 'লাল সিং চাড্ডা' মুক্তির দিন । 2021 সালের ক্রিসমাসে মুক্তি পাবে ছবিটি । সৌজন্যে কোরোনাভাইরাস ।

দেশে কোরোনা থাবা বসানোর অনেকদিন আগে থেকেই শুরু হয়েছিল 'লাল সিং চাড্ডা'-র শুটিং । কিন্তু, এ বছরের শুরু দিকেই দেশে থাবা বসায় কোরোনা । ধীরে ধীরে বাড়তে শুরু করে আক্রান্তের সংখ্যা । তখনই বন্ধ করে দেওয়া হয় সব ধরনের শুটিং ।

তবে পরিস্থিতি ঠিক থাকাকালীন দেশের বিভিন্ন শহরে ঘুরে এই ছবির শুটিং করছিলেন আমির খান । বিভিন্ন লুকে একাধিক জায়গায় দেখা গিয়েছিল তাঁকে । শুটিং বন্ধ হয়ে যাওয়ায় এতদিন হোম কোয়ারানটিনে ছিলেন মিস্টার পারফেকশনিস্ট । এখন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি । শুটিং শুরু করছেন অনেকেই । বাদ যাননি আমিরও ।

ইতিমধ্যে এই ছবির পরবর্তী অংশের শুটিংয়ের জন্য টার্কি পৌঁছান তিনি । সব বিধিনিষেধ মেনেই শুটিং করা হবে বলে জানা গিয়েছে ।

তবে কথা ছিল এ বছরের ক্রিসমাসে মুক্তি পাবে ছবিটি । কিন্তু, এখনও বাকি রয়েছে শুটিং । আর বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে শুটিং শেষ করা কোনওভাবেই সম্ভব নয় বলেই মনে করছেন নির্মাতারা । এছাড়া এ বছর ছবি তৈরি হলেও তা সিনেমা হলে রিলিজ় করা যাবে কি না তা নিয়ে একটা বড় প্রশ্ন রয়েছে । এই সব কথা মাথায় রেখেই 2021-এর ক্রিসমাসে ছবিটি রিলিজ় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

1994 সালে মুক্তি পাওয়া হলিউড ছবি 'ফরেস্ট গাম্প'-এর রিমেক 'লাল সিং চাড্ডা'। সেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন টম হ্যাঙ্কস । গোটা দেশেই বেশ ভালো চলেছিল ছবিটি । আর সেই আইকনিক চরিত্রে অভিনয় করছেন আমির । তিনি ছাড়াও রয়েছেন করিনা কাপুর খান ও বিজয় সেতুপতি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.