ETV Bharat / sitara

দীপিকার সঙ্গে একটা গোটা দিন কাটাবেন ? - Deepika Padukone whole day

দীপিকা পাড়ুকোনের সঙ্গে একটা গোটা দিন কাটানোর সুযোগ কে হাতছাড়া করতে চায় ? নিজেই সেই সুযোগটা করে দিলেন অভিনেত্রী । সামনাসামনি না হলেও, ভার্চুয়ালি তো বটেই !

Deepika Padukone home tour
Deepika Padukone home tour
author img

By

Published : Mar 2, 2021, 2:35 PM IST

মুম্বই : দীপিকা পাড়ুকোনের ইনস্টাগ্রামে এখন ছবির থেকে বেশি ভিডিয়ো শেয়ার করা হয় । কখনও অডিয়ো বুক, কখনও বন্ধুর সঙ্গে রান্নার লড়াই..সবকিছুর শুটিং করে এডিট করে পোস্ট করছে অভিনেত্রীর টিম । এবার সেই ভিডিয়োর তালিকায় নতুন সংযোজন ।

সুপারস্টার দীপিকার একটা গোটা দিন কীভাবে কাটে ? কখনও চলছে পোশাকের ফিটিং, কখনও বিজ্ঞাপনেপ শুটিং, তারই মাঝে কখনও খাওয়াদাওয়া । চূড়ান্ত ব্যস্ততার মধ্যে দিন কাটে তাঁর । এমনই একটা গোটা দিন শুট করে এডিট করে শেয়ার করা হয়েছে দীপিকার ইনস্টাগ্রামে ।

Deepika Padukone home tour
চকোলেট হাতে কী করছেন দীপিকা ?

ক্যাপশনে দীপিকার লেখা, 'আমার প্রতিদিনের রুটিন..শেষ অবধি দেখুন ।' যদিও ভিডিয়োয় তাঁকে বলতে শোনা গেছে যে, কোনও নির্দিষ্ট রুটিন ফলো করেন না তিনি । প্রত্যেকটা দিন আগের দিনের থেকে আলাদা দীপিকার জীবনে ।

প্রিয় অভিনেত্রীর সঙ্গে একটা গোটা দিন কাটানোর সুযোগ...ভিডিয়োটি দেখেছেন কি ?

মুম্বই : দীপিকা পাড়ুকোনের ইনস্টাগ্রামে এখন ছবির থেকে বেশি ভিডিয়ো শেয়ার করা হয় । কখনও অডিয়ো বুক, কখনও বন্ধুর সঙ্গে রান্নার লড়াই..সবকিছুর শুটিং করে এডিট করে পোস্ট করছে অভিনেত্রীর টিম । এবার সেই ভিডিয়োর তালিকায় নতুন সংযোজন ।

সুপারস্টার দীপিকার একটা গোটা দিন কীভাবে কাটে ? কখনও চলছে পোশাকের ফিটিং, কখনও বিজ্ঞাপনেপ শুটিং, তারই মাঝে কখনও খাওয়াদাওয়া । চূড়ান্ত ব্যস্ততার মধ্যে দিন কাটে তাঁর । এমনই একটা গোটা দিন শুট করে এডিট করে শেয়ার করা হয়েছে দীপিকার ইনস্টাগ্রামে ।

Deepika Padukone home tour
চকোলেট হাতে কী করছেন দীপিকা ?

ক্যাপশনে দীপিকার লেখা, 'আমার প্রতিদিনের রুটিন..শেষ অবধি দেখুন ।' যদিও ভিডিয়োয় তাঁকে বলতে শোনা গেছে যে, কোনও নির্দিষ্ট রুটিন ফলো করেন না তিনি । প্রত্যেকটা দিন আগের দিনের থেকে আলাদা দীপিকার জীবনে ।

প্রিয় অভিনেত্রীর সঙ্গে একটা গোটা দিন কাটানোর সুযোগ...ভিডিয়োটি দেখেছেন কি ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.