ETV Bharat / sitara

ঐশ্বরিয়াকে "মা" বলে দাবী করলেন বত্রিশের যুবক, ভাইরাল পুরোনো ভিডিয়ো - ঐশ্বরিয়া রাই বচ্চনের খবর

ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিজের মা বলে দাবী করল বছর বত্রিশের যুবক সংগীত কুমার । পুরোনো ভিডিয়ো ফের ভাইরাল সোশাল মিডিয়ায় ।

Aishwrya Rai Bachchan son
Aishwrya Rai Bachchan son
author img

By

Published : Jan 13, 2020, 11:16 AM IST

মুম্বই : ম্যাঙ্গালোরের যুবক সংগীত কুমার ঐশ্বরিয়াকে নিজের মা বলে দাবী জানিয়েছেন । সম্প্রতি একটি ভাইরাল হওয়া ভিডিয়োতে, সংগীতকে সেই দাবী জানাতে শোনা যাচ্ছে । উল্লিখিত ভিডিয়োটি 2018 সালের ।

Aishwrya Rai Bachchan son
ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম

সেই যুবকের দাবী যে, 1988 সালে 15 বছর বয়সে IVF পদ্ধতিতে তার জন্ম দেন ঐশ্বরিয়া । তিনি এটাও বলেন যে, দু'বছর বয়স অবধি তার দেখাশোনা করতেন ঐশ্বরিয়ার মা বৃন্দা রাই ও প্রয়াত বাবা কৃষ্ণরাজ রাই । এরপর সংগীতের বাবা বদিভেলু রেড্ডি তাকে নিয়ে বিশাখাপত্তনম শিফ্ট করে যান ।

সংগীত এটাও বলেন যে, তার আত্মীয়রা এই জন্মের সমস্ত রেকর্ড নষ্ট করে দেয় । তবে তা সত্ত্বেো তিনি তার "মা" ঐশ্বরিয়ার সঙ্গে মুম্বই এসে থাকার আশা করে আছেন ।

ভিডিয়োতে সংগীতকে এটাও বলতে শোনা যাচ্ছে যে, ঐশ্বরিয়া ও অভিষেক বচ্চন 'আলাদা' হয়ে গেছে । তার এই বক্তব্যই প্রমাণ করে দিচ্ছে, অসঙ্গতি রয়েছে তার দাবীতে ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

এই খবর প্রকাশ্যে আসার পর হইচই পড়ে যায় সোশাল মিডিয়ায় । তবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ঐশ্বরিয়ার তরফ থেকে ।

মণি রত্নমের আসন্ন ছবি 'পন্নিউইন সেলভন'-এ দেখা যাবে ঐশ্বরিয়াকে । কয়েকদিন আগে মুক্তি পেয়েছে ছবির পোস্টার ।

মুম্বই : ম্যাঙ্গালোরের যুবক সংগীত কুমার ঐশ্বরিয়াকে নিজের মা বলে দাবী জানিয়েছেন । সম্প্রতি একটি ভাইরাল হওয়া ভিডিয়োতে, সংগীতকে সেই দাবী জানাতে শোনা যাচ্ছে । উল্লিখিত ভিডিয়োটি 2018 সালের ।

Aishwrya Rai Bachchan son
ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম

সেই যুবকের দাবী যে, 1988 সালে 15 বছর বয়সে IVF পদ্ধতিতে তার জন্ম দেন ঐশ্বরিয়া । তিনি এটাও বলেন যে, দু'বছর বয়স অবধি তার দেখাশোনা করতেন ঐশ্বরিয়ার মা বৃন্দা রাই ও প্রয়াত বাবা কৃষ্ণরাজ রাই । এরপর সংগীতের বাবা বদিভেলু রেড্ডি তাকে নিয়ে বিশাখাপত্তনম শিফ্ট করে যান ।

সংগীত এটাও বলেন যে, তার আত্মীয়রা এই জন্মের সমস্ত রেকর্ড নষ্ট করে দেয় । তবে তা সত্ত্বেো তিনি তার "মা" ঐশ্বরিয়ার সঙ্গে মুম্বই এসে থাকার আশা করে আছেন ।

ভিডিয়োতে সংগীতকে এটাও বলতে শোনা যাচ্ছে যে, ঐশ্বরিয়া ও অভিষেক বচ্চন 'আলাদা' হয়ে গেছে । তার এই বক্তব্যই প্রমাণ করে দিচ্ছে, অসঙ্গতি রয়েছে তার দাবীতে ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

এই খবর প্রকাশ্যে আসার পর হইচই পড়ে যায় সোশাল মিডিয়ায় । তবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ঐশ্বরিয়ার তরফ থেকে ।

মণি রত্নমের আসন্ন ছবি 'পন্নিউইন সেলভন'-এ দেখা যাবে ঐশ্বরিয়াকে । কয়েকদিন আগে মুক্তি পেয়েছে ছবির পোস্টার ।

Intro:Body:

ঐশ্বরিয়াকে "মা" বলে দাবী করলেন বত্রিশের যুবক



ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিজের মা বলে দাবী করল বছর বত্রিশের যুবক সংগীত কুমার । হ্যাঁ, ঠিকই পড়েছেন ।



মুম্বই : ম্যাঙ্গালোরের যুবক সংগীত কুমার ঐশ্বরিয়াকে নিজের মা বলে দাবী জানিয়েছেন । সম্প্রতি একটি ভাইরাল হওয়া ভিডিয়োতে, সংগীতকে সেই দাবী জানাতে শোনা যাচ্ছে । উল্লিখিত ভিডিয়োটি 2018 সালের ।



সেই যুবকের দাবী যে, 1988 সালে 15 বছর বয়সে IVF পদ্ধতিতে তার জন্ম দেন ঐশ্বরিয়া । তিনি এটাও বলেন যে, দু'বছর বয়স অবধি তার দেখাশোনা করতেন ঐশ্বরিয়ার মা বৃন্দা রাই ও প্রয়াত বাবা কৃষ্ণরাজ রাই । এরপর সংগীতের বাবা বদিভেলু রেড্ডি তাকে নিয়ে বিশাখাপত্তনম শিফ্ট করে যান ।



সংগীত এটাও বলেন যে, তার আত্মীয়রা এই জন্মের সমস্ত রেকর্ড নষ্ট করে দেয় । তবে তা সত্ত্বেো তিনি  তার "মা" ঐশ্বরিয়ার সঙ্গে মুম্বই এসে থাকার আশা করে আছেন ।



ভিডিয়োতে সংগীতকে এটাও বলতে শোনা যাচ্ছে যে, ঐশ্বরিয়া ও অভিষেক বচ্চন 'আলাদা' হয়ে গেছে । তার এই বক্তব্যই প্রমাণ করে দিচ্ছে, অসঙ্গতি রয়েছে তার দাবীতে ।



এই খবর প্রকাশ্যে আসার পর হইচই পড়ে যায় সোশাল মিডিয়ায় । তবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ঐশ্বরিয়ার তরফ থেকে ।



মণি রত্নমের আসন্ন ছবি 'পন্নিউইন সেলভন'-এ দেখা যাবে ঐশ্বরিয়াকে । কয়েকদিন আগে মুক্তি পেয়েছে ছবির পোস্টার ।






Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.