ETV Bharat / sitara

গান নয়, অভিনয় দিয়ে বলিউডে যাত্রা শুরু করেছিলেন কিশোর কুমার - bangla

আজ 4 অগাস্ট । সকলের প্রিয় কিশোর দার 90-তম জন্মদিন । তিনি অমর গায়ক । তাঁর গান আজও ঘুরে বেড়ায় সকলের মুখে । বিভিন্ন ভাষায় প্রায় হাজারটি ছবিতে গান গেয়েছেন তিনি ।

কিশোর কুমার
author img

By

Published : Aug 4, 2019, 2:14 PM IST

মুম্বই : অমর গায়ক কিশোর কুমার । তাঁর গান এখনও মানুষের মুখে মুখে ঘুরে বেড়ায় । আজ তাঁর জন্মদিনে আসুন তাঁর জীবনের কিছু অজানা সফরকে স্মরণ করি ।

4 অগাস্ট 1929-এ জন্মগ্রহণ করেছিলেন কিশোর কুমার । তাঁর আজ 90-তম জন্মদিন । 600-র বেশি হিন্দি ছবিতে গান গেয়েছেন তিনি । এছাড়াও বাংলা, মারাঠি, অসমীয়া, গুজরাতি, কন্নড়, ভোজপুরী ও উড়িয়া ভাষার ছবিতেও গান গেয়ে দেশের সব ভাষার মানুষের মনে জায়গা করে নিয়েছেন তিনি ।

মধ্যপ্রদেশের খন্ডবাতে এক মধ্যবিত্ত বাঙালি পরিবারে জন্ম নেন সবার প্রিয় কিশোর দা । বাড়ির সবচেয়ে ছোটো ছেলে আভাস কুমার গাঙ্গুলী উরফে কিশোর কুমারের ছোটো থেকেই সংগীতের প্রতি ভালোবাসা ছিল । অভিনেতা ও গায়ক কে এল সয়গলের খুব বড় ভক্ত ছিলেন কিশোর কুমার । তাঁর মতোই একজন গায়ক হওয়ার স্বপ্ন দেখতেন তিনি । তাঁর সঙ্গে দেখা করার ইচ্ছে নিয়ে 18 বছর বয়সে মুম্বই চলে যান কিশোর দা ।

বড় দাদা অশোর কুমার ততদিনে মুম্বইতে অভিনেতা হিসেবে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন । তিনিও চেয়েছিলেন কিশোর নায়ক হিসেবে নিজের পরিচয় তৈরি করুক । কিন্তু নায়ক নয়, গায়ক হিসেবে নিজের পরিচয় তৈরি করতে চেয়েছিলেন কিশোর দা । ইচ্ছে না থাকলেও ছবিতে অভিনয় করতে শুরু করেন তিনি । কারণ এই সুযোগে ওই ছবিতে গান গাওয়ারও সুযোগ পেয়ে যেতেন তিনি । কিশোর কুমারের আওয়াজের সহগলের সঙ্গে অনেক মিল ছিল । 1948 সালে বম্বে টকিজ়ে 'জ়িদ্দি'-তে সহগলের স্টাইলে অভিনেতা দেবানন্দের জন্য 'মরনে কি দুয়ায়ে কিউ মাঙ্গু' গানটি গাওয়ার সুযোগ পান কিশোর ।

1951 সালে 'আন্দোলন' ছবিতে তাঁর অভিনয় জীবনের শুরু করেন । কিন্তু তা দর্শকের পছন্দ হয়নি । 1953-তে 'লড়কি'-তে অভিনয়, যা তাঁর কর্মজীবনের প্রথম হিট ছবি ছিল । এরপর থেকে একের পর এক হিট ছবি দিয়ে দর্শকের মনোরঞ্জন করেন কিশোর কুমার ।

'মেরে সপ্নো কি রানি', 'পল পল দিল কে পাস', 'তেরে বিনা জ়িন্দেগি সে কোই', 'গাতা রহে মেরা দিল'-র মতো প্রচুর গান গেয়েছেন । যা আজও মানুষের মুখে মুখে ঘুরে বেড়ায় ।

1964 সালে 'দুর গগন কি ছাঁও মে' ছবিতে প্রথম তিনি নির্দেশনার কাজ করেন । এরপর আরও অনেক ছবিতে তিনি নির্দেশনা করেন । এছাড়া অনেক ছবিতে তিনি সংগীতও দেন । যাদের মধ্যে রয়েছে 'ঝুমরু', 'দুর গগন কি ছাঁও মে', 'দুর কা রাহী', 'জমিন আসমান' ও 'মমতা কি ছাঁও মে'-র মতো ছবি ।

1987 সালে তিনি সিনেমা জগৎ থেকে সরে গিয়ে নিজের গ্রাম খন্ডবাতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন । তিনি প্রায়ই বলতেন, "দুধ জলেবী খায়েঙ্গে, খন্ডবা মে বস জায়েঙ্গে" । কিন্তু তাঁর এই স্বপ্ন আর পূরণ হয়নি । 1987-র 13 অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সকলের প্রিয় কিশোর দা ।

মৃত্যুর এত বছর পরও তাঁর গানে পাগল সারা দুনিয়ার মানুষ । তিনি মানুষের মনে অমর হয়ে রয়ে গেছেন ।

মুম্বই : অমর গায়ক কিশোর কুমার । তাঁর গান এখনও মানুষের মুখে মুখে ঘুরে বেড়ায় । আজ তাঁর জন্মদিনে আসুন তাঁর জীবনের কিছু অজানা সফরকে স্মরণ করি ।

4 অগাস্ট 1929-এ জন্মগ্রহণ করেছিলেন কিশোর কুমার । তাঁর আজ 90-তম জন্মদিন । 600-র বেশি হিন্দি ছবিতে গান গেয়েছেন তিনি । এছাড়াও বাংলা, মারাঠি, অসমীয়া, গুজরাতি, কন্নড়, ভোজপুরী ও উড়িয়া ভাষার ছবিতেও গান গেয়ে দেশের সব ভাষার মানুষের মনে জায়গা করে নিয়েছেন তিনি ।

মধ্যপ্রদেশের খন্ডবাতে এক মধ্যবিত্ত বাঙালি পরিবারে জন্ম নেন সবার প্রিয় কিশোর দা । বাড়ির সবচেয়ে ছোটো ছেলে আভাস কুমার গাঙ্গুলী উরফে কিশোর কুমারের ছোটো থেকেই সংগীতের প্রতি ভালোবাসা ছিল । অভিনেতা ও গায়ক কে এল সয়গলের খুব বড় ভক্ত ছিলেন কিশোর কুমার । তাঁর মতোই একজন গায়ক হওয়ার স্বপ্ন দেখতেন তিনি । তাঁর সঙ্গে দেখা করার ইচ্ছে নিয়ে 18 বছর বয়সে মুম্বই চলে যান কিশোর দা ।

বড় দাদা অশোর কুমার ততদিনে মুম্বইতে অভিনেতা হিসেবে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন । তিনিও চেয়েছিলেন কিশোর নায়ক হিসেবে নিজের পরিচয় তৈরি করুক । কিন্তু নায়ক নয়, গায়ক হিসেবে নিজের পরিচয় তৈরি করতে চেয়েছিলেন কিশোর দা । ইচ্ছে না থাকলেও ছবিতে অভিনয় করতে শুরু করেন তিনি । কারণ এই সুযোগে ওই ছবিতে গান গাওয়ারও সুযোগ পেয়ে যেতেন তিনি । কিশোর কুমারের আওয়াজের সহগলের সঙ্গে অনেক মিল ছিল । 1948 সালে বম্বে টকিজ়ে 'জ়িদ্দি'-তে সহগলের স্টাইলে অভিনেতা দেবানন্দের জন্য 'মরনে কি দুয়ায়ে কিউ মাঙ্গু' গানটি গাওয়ার সুযোগ পান কিশোর ।

1951 সালে 'আন্দোলন' ছবিতে তাঁর অভিনয় জীবনের শুরু করেন । কিন্তু তা দর্শকের পছন্দ হয়নি । 1953-তে 'লড়কি'-তে অভিনয়, যা তাঁর কর্মজীবনের প্রথম হিট ছবি ছিল । এরপর থেকে একের পর এক হিট ছবি দিয়ে দর্শকের মনোরঞ্জন করেন কিশোর কুমার ।

'মেরে সপ্নো কি রানি', 'পল পল দিল কে পাস', 'তেরে বিনা জ়িন্দেগি সে কোই', 'গাতা রহে মেরা দিল'-র মতো প্রচুর গান গেয়েছেন । যা আজও মানুষের মুখে মুখে ঘুরে বেড়ায় ।

1964 সালে 'দুর গগন কি ছাঁও মে' ছবিতে প্রথম তিনি নির্দেশনার কাজ করেন । এরপর আরও অনেক ছবিতে তিনি নির্দেশনা করেন । এছাড়া অনেক ছবিতে তিনি সংগীতও দেন । যাদের মধ্যে রয়েছে 'ঝুমরু', 'দুর গগন কি ছাঁও মে', 'দুর কা রাহী', 'জমিন আসমান' ও 'মমতা কি ছাঁও মে'-র মতো ছবি ।

1987 সালে তিনি সিনেমা জগৎ থেকে সরে গিয়ে নিজের গ্রাম খন্ডবাতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন । তিনি প্রায়ই বলতেন, "দুধ জলেবী খায়েঙ্গে, খন্ডবা মে বস জায়েঙ্গে" । কিন্তু তাঁর এই স্বপ্ন আর পূরণ হয়নি । 1987-র 13 অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সকলের প্রিয় কিশোর দা ।

মৃত্যুর এত বছর পরও তাঁর গানে পাগল সারা দুনিয়ার মানুষ । তিনি মানুষের মনে অমর হয়ে রয়ে গেছেন ।

Intro:Body:

Kishore Kumar


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.