ETV Bharat / sitara

বলিউড অভিনেত্রী ইশা শরবানীর সঙ্গে প্রতারণা, গ্রেপ্তার 3 - Delhi Police

অস্ট্রেলিয়ান ট্যাক্স অফিসার পরিচয় দিয়ে বলিউড অভিনেত্রী ইশা শরবানীকে প্রতারণায় চেষ্টা করে তিনজন ব্যক্তি । তিনজনকেই গ্রেপ্তার করে দিল্লি পুলিশের সাইবার ক্রাইম ইউনিট ।

ইশা শরবানী
author img

By

Published : Sep 19, 2019, 12:51 PM IST

দিল্লি : 'লাক বাই চান্স'-র অভিনেত্রী ইশা শরবানীর সঙ্গে তিনজন ব্যক্তি অস্ট্রেলিয়ান ট্যাক্স অফিসার সেজে প্রতারণা চেষ্টা করে । তিনজনকেই গ্রেপ্তার করা হয় ।

দিল্লি পুলিশের PRO বলেন, "তিনজনকেই সাইবার ক্রাইম ইউনিট (CyPAD) গ্রেপ্তার করেছে । বর্তমানে অস্ট্রেলিয়ার পার্থে বসবাসকারী NRI অভিনেত্রী ইশা শরবানীর সঙ্গে প্রতারণার চেষ্টা করে তারা । তারা তাঁকে জানান, তারা অস্ট্রেলিয়ান ট্যাক্স অফিস থেকে এসেছে ।"

তিনি আরও বলেন, "ওই তিনজন ওয়েস্টার্ন ইউনিয়ন ও RIA মানি ট্রান্সফারের মাধ্যমে ইশাকে 5,700 AUD (ভারতীয় মুদ্রায় 3 লাখ) ট্রান্সফারের জন্য বলে ।"

2005 সালে 'কিষ্ণা' ছবিতে বিবেক ওবেরয়ের বিপরীতে অভিনয় করে বলিউডে যাত্রা শুরু করেন ইশা । পরে 'গুড বয়, ব্যাড বয়', 'ডেভিড', 'করিব করিব সিংগল' সহ আরও অনেক ছবিতে অভিনয় করেন তিনি ।

দিল্লি : 'লাক বাই চান্স'-র অভিনেত্রী ইশা শরবানীর সঙ্গে তিনজন ব্যক্তি অস্ট্রেলিয়ান ট্যাক্স অফিসার সেজে প্রতারণা চেষ্টা করে । তিনজনকেই গ্রেপ্তার করা হয় ।

দিল্লি পুলিশের PRO বলেন, "তিনজনকেই সাইবার ক্রাইম ইউনিট (CyPAD) গ্রেপ্তার করেছে । বর্তমানে অস্ট্রেলিয়ার পার্থে বসবাসকারী NRI অভিনেত্রী ইশা শরবানীর সঙ্গে প্রতারণার চেষ্টা করে তারা । তারা তাঁকে জানান, তারা অস্ট্রেলিয়ান ট্যাক্স অফিস থেকে এসেছে ।"

তিনি আরও বলেন, "ওই তিনজন ওয়েস্টার্ন ইউনিয়ন ও RIA মানি ট্রান্সফারের মাধ্যমে ইশাকে 5,700 AUD (ভারতীয় মুদ্রায় 3 লাখ) ট্রান্সফারের জন্য বলে ।"

2005 সালে 'কিষ্ণা' ছবিতে বিবেক ওবেরয়ের বিপরীতে অভিনয় করে বলিউডে যাত্রা শুরু করেন ইশা । পরে 'গুড বয়, ব্যাড বয়', 'ডেভিড', 'করিব করিব সিংগল' সহ আরও অনেক ছবিতে অভিনয় করেন তিনি ।

Intro:Body:

Isha Sharvani


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.