ETV Bharat / science-and-technology

WhatsApp Feature: বড় পরিবর্তন আসছে হোয়াটস অ্যাপের ফিচারে, জেনে নিন নিয়ম - বড় পরিবর্তন আসছে হোয়াটস অ্যাপের ফিচারে

মনে করা হচ্ছে হোয়াটস অ্যাপের ফিচারে এই পরিবর্তন ভুয়ো তথ্য ও আপত্তিকর বার্তা রুখতে কার্যকরী হবে (New Feature in WhatsApp) ৷

WhatsApp Feature Change
হোয়াটস অ্যাপের ফিচারে পরিবর্তন
author img

By

Published : Aug 4, 2022, 3:59 PM IST

সানফ্রান্সিসকো, 4 অগস্ট: বড় পরিবর্তন আসতে চলেছে হোয়াটস অ্যাপের গ্রুপ মেসেজের ক্ষেত্রে (New Feature in WhatsApp) ৷ মেটা'র অধীনে থাকা অ্যাপ নির্ভর এই মেসেজিং প্ল্যাটফর্মে ইতিমধ্যেই বেশকিছু নয়া ফিচার ও পরিষেবা যুক্ত হয়েছে ৷ জানা গিয়েছে, এবার ভুল তথ্য ও আপত্তিকর বার্তা প্রেরণ রুখতে খুব শীঘ্রই আরও একটি পরিবর্তন আসতে চলেছে জনপ্রিয় এই অ্যাপে ৷ নয়া এই পরিবর্তনের ফলে এরপর থেকে কোনও গ্রুপের অ্যাডমিন যে কোনও মেসেজ সেই গ্রুপ থেকে মুছে (ডিলিট) দিতে পারবেন ৷ এক্ষেত্রে 'ডিলিট ফর এভরিওয়ান' অপশনটি কার্যকর হবে ৷

জানা গিয়েছে, হোয়াটস অ্যাপের নয়া আপডেটেড ভার্সান 2.22.17.12-এ এই নয়া ফিচারটি যোগ হবে ৷ এরফলে কোনও গ্রুপের সদস্যের পাঠানো কোনও তথ্য বা বার্তা যদি ভুল বা আপত্তিকর মনে হয়, তবে সেই গ্রুপের অ্যাডমিন মেসেজটি গ্রুপ থেকেই সম্পূর্ণভাবে মুছে দিতে পারবেন ৷ সেক্ষেত্রে মেসেজটি যে ডিলিট করে দেওয়া হয়েছে তা গ্রুপের অন্যান্য সদস্যরা বুঝতে পারবেন ৷

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে এবার সম্পত্তি কর প্রদান থেকে আধারের আবেদন, কলকাতায় শুরু নতুন পরিষেবা

ভারতের নয়া তথ্য ও প্রযুক্তি আইন মেনে চলতি বছরের জুন মাসেই দেশে 22 লক্ষ হোয়াটস অ্যাপ অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে ৷ মে মাসে বন্ধ হয়েছিল প্রায় 19 লক্ষ অ্যাকাউন্ট ৷ মনে করা হচ্ছে হোয়াটস অ্যাপের এই নয়া ফিচার ভুয়ো খবর ও আপত্তিকর বার্তা রুখতে বিশেষভাবে কার্যকর হবে ৷

সানফ্রান্সিসকো, 4 অগস্ট: বড় পরিবর্তন আসতে চলেছে হোয়াটস অ্যাপের গ্রুপ মেসেজের ক্ষেত্রে (New Feature in WhatsApp) ৷ মেটা'র অধীনে থাকা অ্যাপ নির্ভর এই মেসেজিং প্ল্যাটফর্মে ইতিমধ্যেই বেশকিছু নয়া ফিচার ও পরিষেবা যুক্ত হয়েছে ৷ জানা গিয়েছে, এবার ভুল তথ্য ও আপত্তিকর বার্তা প্রেরণ রুখতে খুব শীঘ্রই আরও একটি পরিবর্তন আসতে চলেছে জনপ্রিয় এই অ্যাপে ৷ নয়া এই পরিবর্তনের ফলে এরপর থেকে কোনও গ্রুপের অ্যাডমিন যে কোনও মেসেজ সেই গ্রুপ থেকে মুছে (ডিলিট) দিতে পারবেন ৷ এক্ষেত্রে 'ডিলিট ফর এভরিওয়ান' অপশনটি কার্যকর হবে ৷

জানা গিয়েছে, হোয়াটস অ্যাপের নয়া আপডেটেড ভার্সান 2.22.17.12-এ এই নয়া ফিচারটি যোগ হবে ৷ এরফলে কোনও গ্রুপের সদস্যের পাঠানো কোনও তথ্য বা বার্তা যদি ভুল বা আপত্তিকর মনে হয়, তবে সেই গ্রুপের অ্যাডমিন মেসেজটি গ্রুপ থেকেই সম্পূর্ণভাবে মুছে দিতে পারবেন ৷ সেক্ষেত্রে মেসেজটি যে ডিলিট করে দেওয়া হয়েছে তা গ্রুপের অন্যান্য সদস্যরা বুঝতে পারবেন ৷

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে এবার সম্পত্তি কর প্রদান থেকে আধারের আবেদন, কলকাতায় শুরু নতুন পরিষেবা

ভারতের নয়া তথ্য ও প্রযুক্তি আইন মেনে চলতি বছরের জুন মাসেই দেশে 22 লক্ষ হোয়াটস অ্যাপ অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে ৷ মে মাসে বন্ধ হয়েছিল প্রায় 19 লক্ষ অ্যাকাউন্ট ৷ মনে করা হচ্ছে হোয়াটস অ্যাপের এই নয়া ফিচার ভুয়ো খবর ও আপত্তিকর বার্তা রুখতে বিশেষভাবে কার্যকর হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.