হায়দরাবাদ : ফাইজার-বায়োটেক ভ্যাকসিনের অ্যান্টিবডি সংক্রান্ত নতুন তথ্য সামনে এল ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের গবেষকদের প্রকাশ করা রিপোর্টে আশার আলো দেখছে বিশেষজ্ঞ মহল । নেচার জার্নালে প্রকাশিত ওই রিপোর্ট অনুযায়ী, টিকা নেওয়ার পরে প্রাথমিকভাবে শরীরে অ্যান্টিবডির মাত্রা হ্রাস পেলেও তা আরও ভাল রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে । এমনকি দেহে খুব কম মাত্রায় অ্যান্টিবডি থাকলেও তা রোগ প্রতিরোধ করতে সক্ষম (Quality of antibodies improves after COVID-19 vaccination) ৷
ওয়াশিংটন ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক আলি এলেবেডি বলেন, ‘‘যদি ভাইরাসের গঠনগত পরিবর্তন না হয়, তবে ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া বেশিরভাগ লোকই ভাল অবস্থায় থাকবে । আমরা বেশ কয়েকজনের অ্যান্টিবডি পরীক্ষা করে দেখেছি, দ্বিতীয় ডোজের ছ'মাসে পর থেকেই অ্যান্টিবডিগুলির গুণমান বেড়েছে ৷’’
ওই সমীক্ষায় অংশগ্রহণকারী 42 জনের রক্তরস এবং 15 জনের লিম্ফ নোডের নমুনা পরীক্ষা করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন গবেষকরা ৷ অংশগ্রহণকারীরা প্রত্যেকেই ফাইজারের ভ্যাকসিন নিয়েছিলেন ৷ প্রথম ডোজ পাওয়ার আগে এবং তারপরে 3, 4, 5, 7, 15 এবং 29 সপ্তাহে তাঁদের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয় ।
আরও পড়ুন : করোনা মোকাবিলায় পথ দেখাচ্ছে আরএনএ-নির্ভর চিকিৎসা
গবেষকরা দেখেছেন যে বি কোষ অ্যান্টিবডি তৈরি করে ৷ তবে রোগ থেকে সেরে উঠলেও SARS-CoV-2 এর জীবাণু দেহে কয়েক মাস ধরে টিকে থাকে । ইয়েল স্কুল অফ মেডিসিনের অধ্যাপক আকিকো ইওয়াসাকি বলেন, ‘‘কোভিড-19 প্রতিরোধে ভ্যাকসিন ব্যবহারের পাশাপাশি, SARS-CoV-2 এর থেরাপিউটিক চিকিৎসারও প্রয়োজন ।’’