ETV Bharat / science-and-technology

সোশাল মিডিয়া থেকে মুখ ফেরাচ্ছে জেন জেড! অ্যাকাউন্ট মুছে ফেলার প্রবণতায় এগিয়ে ইনস্টাগ্রাম-ফেসবুক-স্ন্যাপচ্যাট

জীবনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে গিয়েছে সোশাল মিডিয়া । তবে 2023 সালে বড় ধাক্কা খেয়েছে এই মাধ্যম ৷ ইনস্টাগ্রাম জীবনে ডেইলি ডোজের মধ্যে পড়লেও অনেকেই সেই অ্যাপ মুছে ফেলেছেন বা মুছে ফেলার কথা ভাবছেন ৷ নাম পরিবর্তন করে টুইটার থেকে এক্স হওয়া মাইক্রোব্লগিং সাইটও পতনের দিকে ৷

Etv Bharat
সোশাল মিডিয়া থেকে মুখ ফেরাচ্ছে জেন জেড
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 24, 2023, 10:54 AM IST

হায়দরাবাদ, 23 ডিসেম্বর: ভার্চুয়াল দুনিয়া বা সোশাল মিডিয়ার ভালো-মন্দ নিয়ে বিতর্ক চলতেই থাকবে ৷ তা সত্ত্বেও সমীক্ষা বলছে বিশ্বব্যাপী সোশাল মিডিয়া যোগাযোগের অন্যতম অঙ্গ হয়ে দাঁড়িয়েছে ৷ প্রতিদিন 59.9 শতাংশ গ্লোবাল পপুলেশনের মধ্যে প্রায় 4.8 বিলিয়ন মানুষ সোশাল মিডিয়া ব্যবহার করেন ৷ গড় ব্যবহারকারী হিসাবে প্রতি মাসে 6-7টি বিভিন্ন সামাজিক মিডিয়া নেটওয়ার্কের সঙ্গে জড়িত থাকে ৷ এই প্ল্যাটফর্মগুলিতে প্রতিদিন প্রায় 2 ঘণ্টা এবং 24 মিনিট সময় কাটানো হয় বলে উঠে এসেছে সমীক্ষায় ৷

বিশ্বজুড়ে সোশাল মিডিয়ার এত আধিপত্য সত্ত্বেও 2023টা ভালো কাটেনি সোশালঅ্যাপগুলির ৷ ইন্সটাগ্রাম, মেটার ফটো শেয়ারি অ্যাপ্লিকেশন অ্যাপ সোশাল মিডিয়ায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করলেও সেই ট্রেন্ড আচমকাই কমে যায় ৷ সমীক্ষার মতে ব্যবহারকারীদের ব্যস্ততা, অত্যধিক বিজ্ঞাপন ও ইনফ্লুয়েন্সারদের ব্র্যান্ড প্রোমোটিং সোশাল মিডিয়া থেকে মুখ ফিরিয়ে নেওয়া অন্যতম কারণ ৷

ইউএস-ভিত্তিক প্রযুক্তি সংস্থা টিআরজি ডাটাসেন্টারস-এর একটি প্রতিবেদন অনুসারে, মেটা থ্রেডস অ্যাপ পাঁচ দিনে 100 মিলিয়ন ব্যবহারকারী বাড়লেও, জুলাই 2023 সালে এই অ্যাপ চালু হওয়ার পর থেকে দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা 80 শতাংশ হ্রাস পেয়েছে। এলেন মাস্ক, এক্স (টুইটার)-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার প্রয়াসে, মেটার তরফে চলতি বছর 5 জুলাই, 'থ্রেডস' চালু করেন। অ্যাপটি পাঁচ দিনের মধ্যে 100 মিলিয়ন ব্যবহারকারীকে যুক্ত করে ৷ প্রাথমিক সাফল্য সত্ত্বেও, অগস্টের মধ্যে দৈনিক সক্রিয় ব্যবহারকারীদের মধ্যে 80 শতাংস হ্রাস রিপোর্ট সামনে এসেছে ৷ দৈনিক ব্যবহারির সময়ের দিকে নজর দিলে দেখা যায়, জুলাই মাসে এই অ্যাপ 21 মিনিট ব্যবহৃত হলেও নভেম্বরের মধ্যে সেই ব্যবহারের সময় কমে গিয়ে দাঁড়ায় মাত্র তিন মিনিটে ৷

সোশাল মিডিয়া ব্যবহারকারীদের অনিশ্চয়তাকে সামনে রেখে টিআরজি ডাটাসেন্টারের গবেষণায় উঠে এসেছে 2023 সালে কোন কোন সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির জনপ্রিয়তা কমেছে ব্যবহারকারীদের কাছে ৷ পাশাপাশি, গত 12 মাসের সমীক্ষায় জানা গিয়েছে, সার্চ ইঞ্জিনে বেশি দেখা হয়েছে 'কীভাবে ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করা যায়?'-র মতো প্রশ্ন।

প্রসঙ্গত, ব্যবহারের দিক থেকে কোন সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম কতজন মানুষ ব্যবহার করছেন গবেষণায় তার একটা তালিকা পাওয়া গিয়েছে ৷ সেই দিক থেকে ফেসবুক (3.03 বিলিয়ন ব্যবহারকারী), ইউটিউব (2.49 বিলিয়ন ব্যবহারকারী), হোয়াটসঅ্যাপ (2 বিলিয়ন ব্যবহারকারী), ইনস্টাগ্রাম (2 বিলিয়ন ব্যবহারকারী), উইচ্যাট (1.33 বিলিয়ন ব্যবহারকারী), টিকটক ( 1.22 বিলিয়ন ব্যবহারকারী ), ফেসবুক মেসেঞ্জার (1.04 বিলিয়ন ব্যবহারকারী), টেলিগ্রাম (800 মিলিয়ন ব্যবহারকারী), স্ন্যাপচ্যাট (750 মিলিয়ন ব্যবহারকারী) ও টুইটার/এক্স, 666 মিলিয়ন ব্যবহারকারী হিসাবে সংখ্যা উঠে এসেছে ৷

গবেষণায় দেখা গিয়েছে যে অ্যাকাউন্ট মুছে ফেলার ক্ষেত্রে বিশ্বব্যাপী 1 মিলিয়নেরও বেশি ব্যবহারকারী ইনস্টাগ্রাম তেকে অ্যাকাউন্ট মুছে ফেলতে চাইছে ৷ স্ন্যাপচ্যাট জেন জেড ব্যবহারকারীদের মধ্যে জনপ্রিয় হলেও প্রায় 1 লাখ 30 হাজার মানুষ এই অ্যাপ ডিলিট করেছে ৷ চিনা প্রযুক্তি কোম্পানি টেনসেন্টের মালিকানাধীন উইচ্যাট অ্যাপ ডিলিট করার সংখ্যা সেই তুলনায় কম ৷ উল্লেখ্য, এই রিপোর্ট টিআরজি ডাটাসেন্টারের নিজস্ব পদ্ধতি ব্যবহার করে এই ফলাফল প্রকাশ্যে আনা হয়েছে ৷ ইটিভি ভারত সমীক্ষার এই রিপোর্টে ডেটা যাচাই করেনি ৷

আরও পড়ুন

1. কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলেন, মনে রাখতে সাহায্য করবে গুগল ম্যাপ

2. সাবধান! এই অ্যাপগুলি আপনার মোবাইলে নেই তো ? থাকলেই প্রতারণার শিকার হতে পারেন

3. হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস আপডেট এবার ইনস্টাগ্রামে শেয়ারের সুযোগ পাবেন ব্যবহারকারীরা

হায়দরাবাদ, 23 ডিসেম্বর: ভার্চুয়াল দুনিয়া বা সোশাল মিডিয়ার ভালো-মন্দ নিয়ে বিতর্ক চলতেই থাকবে ৷ তা সত্ত্বেও সমীক্ষা বলছে বিশ্বব্যাপী সোশাল মিডিয়া যোগাযোগের অন্যতম অঙ্গ হয়ে দাঁড়িয়েছে ৷ প্রতিদিন 59.9 শতাংশ গ্লোবাল পপুলেশনের মধ্যে প্রায় 4.8 বিলিয়ন মানুষ সোশাল মিডিয়া ব্যবহার করেন ৷ গড় ব্যবহারকারী হিসাবে প্রতি মাসে 6-7টি বিভিন্ন সামাজিক মিডিয়া নেটওয়ার্কের সঙ্গে জড়িত থাকে ৷ এই প্ল্যাটফর্মগুলিতে প্রতিদিন প্রায় 2 ঘণ্টা এবং 24 মিনিট সময় কাটানো হয় বলে উঠে এসেছে সমীক্ষায় ৷

বিশ্বজুড়ে সোশাল মিডিয়ার এত আধিপত্য সত্ত্বেও 2023টা ভালো কাটেনি সোশালঅ্যাপগুলির ৷ ইন্সটাগ্রাম, মেটার ফটো শেয়ারি অ্যাপ্লিকেশন অ্যাপ সোশাল মিডিয়ায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করলেও সেই ট্রেন্ড আচমকাই কমে যায় ৷ সমীক্ষার মতে ব্যবহারকারীদের ব্যস্ততা, অত্যধিক বিজ্ঞাপন ও ইনফ্লুয়েন্সারদের ব্র্যান্ড প্রোমোটিং সোশাল মিডিয়া থেকে মুখ ফিরিয়ে নেওয়া অন্যতম কারণ ৷

ইউএস-ভিত্তিক প্রযুক্তি সংস্থা টিআরজি ডাটাসেন্টারস-এর একটি প্রতিবেদন অনুসারে, মেটা থ্রেডস অ্যাপ পাঁচ দিনে 100 মিলিয়ন ব্যবহারকারী বাড়লেও, জুলাই 2023 সালে এই অ্যাপ চালু হওয়ার পর থেকে দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা 80 শতাংশ হ্রাস পেয়েছে। এলেন মাস্ক, এক্স (টুইটার)-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার প্রয়াসে, মেটার তরফে চলতি বছর 5 জুলাই, 'থ্রেডস' চালু করেন। অ্যাপটি পাঁচ দিনের মধ্যে 100 মিলিয়ন ব্যবহারকারীকে যুক্ত করে ৷ প্রাথমিক সাফল্য সত্ত্বেও, অগস্টের মধ্যে দৈনিক সক্রিয় ব্যবহারকারীদের মধ্যে 80 শতাংস হ্রাস রিপোর্ট সামনে এসেছে ৷ দৈনিক ব্যবহারির সময়ের দিকে নজর দিলে দেখা যায়, জুলাই মাসে এই অ্যাপ 21 মিনিট ব্যবহৃত হলেও নভেম্বরের মধ্যে সেই ব্যবহারের সময় কমে গিয়ে দাঁড়ায় মাত্র তিন মিনিটে ৷

সোশাল মিডিয়া ব্যবহারকারীদের অনিশ্চয়তাকে সামনে রেখে টিআরজি ডাটাসেন্টারের গবেষণায় উঠে এসেছে 2023 সালে কোন কোন সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির জনপ্রিয়তা কমেছে ব্যবহারকারীদের কাছে ৷ পাশাপাশি, গত 12 মাসের সমীক্ষায় জানা গিয়েছে, সার্চ ইঞ্জিনে বেশি দেখা হয়েছে 'কীভাবে ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করা যায়?'-র মতো প্রশ্ন।

প্রসঙ্গত, ব্যবহারের দিক থেকে কোন সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম কতজন মানুষ ব্যবহার করছেন গবেষণায় তার একটা তালিকা পাওয়া গিয়েছে ৷ সেই দিক থেকে ফেসবুক (3.03 বিলিয়ন ব্যবহারকারী), ইউটিউব (2.49 বিলিয়ন ব্যবহারকারী), হোয়াটসঅ্যাপ (2 বিলিয়ন ব্যবহারকারী), ইনস্টাগ্রাম (2 বিলিয়ন ব্যবহারকারী), উইচ্যাট (1.33 বিলিয়ন ব্যবহারকারী), টিকটক ( 1.22 বিলিয়ন ব্যবহারকারী ), ফেসবুক মেসেঞ্জার (1.04 বিলিয়ন ব্যবহারকারী), টেলিগ্রাম (800 মিলিয়ন ব্যবহারকারী), স্ন্যাপচ্যাট (750 মিলিয়ন ব্যবহারকারী) ও টুইটার/এক্স, 666 মিলিয়ন ব্যবহারকারী হিসাবে সংখ্যা উঠে এসেছে ৷

গবেষণায় দেখা গিয়েছে যে অ্যাকাউন্ট মুছে ফেলার ক্ষেত্রে বিশ্বব্যাপী 1 মিলিয়নেরও বেশি ব্যবহারকারী ইনস্টাগ্রাম তেকে অ্যাকাউন্ট মুছে ফেলতে চাইছে ৷ স্ন্যাপচ্যাট জেন জেড ব্যবহারকারীদের মধ্যে জনপ্রিয় হলেও প্রায় 1 লাখ 30 হাজার মানুষ এই অ্যাপ ডিলিট করেছে ৷ চিনা প্রযুক্তি কোম্পানি টেনসেন্টের মালিকানাধীন উইচ্যাট অ্যাপ ডিলিট করার সংখ্যা সেই তুলনায় কম ৷ উল্লেখ্য, এই রিপোর্ট টিআরজি ডাটাসেন্টারের নিজস্ব পদ্ধতি ব্যবহার করে এই ফলাফল প্রকাশ্যে আনা হয়েছে ৷ ইটিভি ভারত সমীক্ষার এই রিপোর্টে ডেটা যাচাই করেনি ৷

আরও পড়ুন

1. কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলেন, মনে রাখতে সাহায্য করবে গুগল ম্যাপ

2. সাবধান! এই অ্যাপগুলি আপনার মোবাইলে নেই তো ? থাকলেই প্রতারণার শিকার হতে পারেন

3. হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস আপডেট এবার ইনস্টাগ্রামে শেয়ারের সুযোগ পাবেন ব্যবহারকারীরা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.