ETV Bharat / science-and-technology

Earn Money From WhatsApp Channel: হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে লক্ষ্মীলাভ করতে পারেন আপনিও, কীভাবে ? - WhatsApp Channe

যুগের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে ব্যবহার বেড়েছে সোশাল মিডিয়ার ৷ সম্প্রতি মেটা চালু করেছে হোয়াটসঅ্যাপ চ্যানেল ৷ যেখানে থেকে আপনিও উপার্জন করতে পারবেন ৷

Etv Bharat
হোয়াটসঅ্যাপ চ্যানেল
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 5, 2023, 1:56 PM IST

বেশ কিছুদিন হল হোয়াটসঅ্যাপে নতুন ফিচার যোগ হয়েছে ৷ ইতিমধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে হোয়াটসঅ্যাপ চ্যানেল ৷ ইতিমধ্যেই সেলিব্রেটি থেকে রাজনৈতিক ব্যক্তিত্বরা হোয়াটঅ্যাপে নিজেদের চ্যানেল খুলতে শুরু করেছেন ৷ নতুন এই ফিচার শুধু মাত্র সেলিব্রেটিরাই নয়, এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে ব্যবহার করতে পারবেন আমজনতাও ৷ একটি আর্ন্তজাতিক সংবাদ মাধ্যমে প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে ৷

  • জানেন কি এই হোয়াটসঅ্যাপ চ্যালেন ?

মেটার মতে এই চ্যানেলের মাধ্যমে সহজেই মানুষের কাছে পৌঁছে যাবেন আপনি ৷ পাশপাশি সেলিব্রেটি ব্যক্তিত্বদের হোয়াটঅ্যাপ আপডেটও পেয়ে যাবেন ৷ এছাড়া এটি একটি সম্প্রচারের মাধ্যম ৷ যেখানে আপনি নিজের প্রচার করতে পারবেন ৷ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ও একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল খুলেছেন ৷ এই হোয়াটঅ্যাপ চ্যানেলে আপনি সহজেই কোনও সেলেব ব্যক্তিত্বকে 'ফলো' করতে পারবেন ৷

  • কী ভাবে তৈরি করবেন নিজের হোয়াটঅ্যাপ চ্যানেল:

নিজের নম্বর যেটি দিয়ে হোয়াটসঅ্য়াপ অ্যাকাউন্ট আছে সেটা ব্যবহার করেই হোয়াটঅ্যাপ চ্যানেল খুলতে পারবেন ৷ ফোর্বস প্রকাশিত একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে চ্যানেলটি খুললেও, ফোন নম্বর হাইড করে রাখতে পারবেন ৷

  • প্রথমে হোয়াটঅ্যাপ খুলুন ৷
  • আপডেট ট্যাবে ট্যাপ করুন ৷
  • এবার +আইকনে ট্যাপ করুন এবং ক্রিকেট চ্যালেন (আইওএস)/ নিউ চ্যলেন (অ্যান্ড্রয়েড)
  • এবার স্ক্রিনে যা নির্দেশিকা আসবে সেই মতো পালন করুন ৷
  • সেখানে চ্যানেলটিতে কীভাবে নিজের মতো করে বানাবেন এবং কী কী বিবরণ দিতে চান তা উল্লেখ করুন ৷
  • ক্রিয়েট চ্যানেলে ট্যাপ করলেই তৈরি আপনার হোয়াটসঅ্যাপ চ্য়ালেন ৷

আরও পড়ুন: হোয়াটস অ্যাপ এসএমএসেই এবার দুয়ারে পৌঁছে যাবে উবের রাইড

  • হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে কীভাবে টাকা উপার্জন করবেন:

একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে অর্থ উপার্জনের জন্য বেশ কয়েকটি ব্যাপার মাথায় রাখতে হবে । চ্যানেলটিতে যা কিছু থাকবে তার বিবরণ যেন বিস্তারিত থাকে ৷ চ্যালেনে যেন ধারাবহিকতা বজায় থাকে ৷ চ্যানেলটির যত প্রতিপত্তি ও জনপ্রিয়তা বাড়বে ততই আয়ও বাড়বে আপনার ৷

  • আপনার যদি কোনও ব্যবসা থাকে তবে সেটির প্রমোশন করতে পারেন ৷
  • আপনার চ্যানেলে যে দ্রব্য নিয়ে বিবরণ দেবেন সেই সম্পর্কিত সমস্ত তথ্য যথার্থভাবে থাকতে হবে ৷ বিক্রি করা বা নেটওয়ার্কিং করতে চাইলে কমিশনের কথাও উল্লেখ করতে পারেন ৷
  • হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে আপনার দ্রব্যের বিজ্ঞাপন করতে পারেন ৷
  • প্রোডাক্ট ও সার্ভিস সম্পর্কিত কোনও সমস্ত তথ্য় আপনি দিতে পারবেন চ্যানেলটিতে ৷
  • আপনার চ্যানেলে স্পনসর করা পোস্টে কোনও সংস্থা বিজ্ঞাপন দিতে চাইলে সহজেই সেগুলি করতে পারবে সংশ্লিষ্ট সংস্থা ৷
  • সেই সংস্থার সঙ্গে অংশিদারীত্বে ব্যবসাও করতে পারবেন ৷
  • আপনার চ্যানেলের সাবক্রিপশন বিনামূল্যে না কি টাকা দিতে হবে তাও উল্লেখ করতে পারবেন ৷
  • আপনার চ্যানেলের অফারগুলির সঙ্গে লেনদেনের সুবিধার্থে WhatsApp-এর পেমেন্ট পরিষেবাগুলি ব্যবহার করতে পারেন ৷

আরও পডু়ন: ক্রিজে রান নিচ্ছে পাতিহাঁস, বিশ্বকাপের শুরুতে গুগলের স্পেশাল ডুডল

বেশ কিছুদিন হল হোয়াটসঅ্যাপে নতুন ফিচার যোগ হয়েছে ৷ ইতিমধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে হোয়াটসঅ্যাপ চ্যানেল ৷ ইতিমধ্যেই সেলিব্রেটি থেকে রাজনৈতিক ব্যক্তিত্বরা হোয়াটঅ্যাপে নিজেদের চ্যানেল খুলতে শুরু করেছেন ৷ নতুন এই ফিচার শুধু মাত্র সেলিব্রেটিরাই নয়, এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে ব্যবহার করতে পারবেন আমজনতাও ৷ একটি আর্ন্তজাতিক সংবাদ মাধ্যমে প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে ৷

  • জানেন কি এই হোয়াটসঅ্যাপ চ্যালেন ?

মেটার মতে এই চ্যানেলের মাধ্যমে সহজেই মানুষের কাছে পৌঁছে যাবেন আপনি ৷ পাশপাশি সেলিব্রেটি ব্যক্তিত্বদের হোয়াটঅ্যাপ আপডেটও পেয়ে যাবেন ৷ এছাড়া এটি একটি সম্প্রচারের মাধ্যম ৷ যেখানে আপনি নিজের প্রচার করতে পারবেন ৷ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ও একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল খুলেছেন ৷ এই হোয়াটঅ্যাপ চ্যানেলে আপনি সহজেই কোনও সেলেব ব্যক্তিত্বকে 'ফলো' করতে পারবেন ৷

  • কী ভাবে তৈরি করবেন নিজের হোয়াটঅ্যাপ চ্যানেল:

নিজের নম্বর যেটি দিয়ে হোয়াটসঅ্য়াপ অ্যাকাউন্ট আছে সেটা ব্যবহার করেই হোয়াটঅ্যাপ চ্যানেল খুলতে পারবেন ৷ ফোর্বস প্রকাশিত একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে চ্যানেলটি খুললেও, ফোন নম্বর হাইড করে রাখতে পারবেন ৷

  • প্রথমে হোয়াটঅ্যাপ খুলুন ৷
  • আপডেট ট্যাবে ট্যাপ করুন ৷
  • এবার +আইকনে ট্যাপ করুন এবং ক্রিকেট চ্যালেন (আইওএস)/ নিউ চ্যলেন (অ্যান্ড্রয়েড)
  • এবার স্ক্রিনে যা নির্দেশিকা আসবে সেই মতো পালন করুন ৷
  • সেখানে চ্যানেলটিতে কীভাবে নিজের মতো করে বানাবেন এবং কী কী বিবরণ দিতে চান তা উল্লেখ করুন ৷
  • ক্রিয়েট চ্যানেলে ট্যাপ করলেই তৈরি আপনার হোয়াটসঅ্যাপ চ্য়ালেন ৷

আরও পড়ুন: হোয়াটস অ্যাপ এসএমএসেই এবার দুয়ারে পৌঁছে যাবে উবের রাইড

  • হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে কীভাবে টাকা উপার্জন করবেন:

একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে অর্থ উপার্জনের জন্য বেশ কয়েকটি ব্যাপার মাথায় রাখতে হবে । চ্যানেলটিতে যা কিছু থাকবে তার বিবরণ যেন বিস্তারিত থাকে ৷ চ্যালেনে যেন ধারাবহিকতা বজায় থাকে ৷ চ্যানেলটির যত প্রতিপত্তি ও জনপ্রিয়তা বাড়বে ততই আয়ও বাড়বে আপনার ৷

  • আপনার যদি কোনও ব্যবসা থাকে তবে সেটির প্রমোশন করতে পারেন ৷
  • আপনার চ্যানেলে যে দ্রব্য নিয়ে বিবরণ দেবেন সেই সম্পর্কিত সমস্ত তথ্য যথার্থভাবে থাকতে হবে ৷ বিক্রি করা বা নেটওয়ার্কিং করতে চাইলে কমিশনের কথাও উল্লেখ করতে পারেন ৷
  • হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে আপনার দ্রব্যের বিজ্ঞাপন করতে পারেন ৷
  • প্রোডাক্ট ও সার্ভিস সম্পর্কিত কোনও সমস্ত তথ্য় আপনি দিতে পারবেন চ্যানেলটিতে ৷
  • আপনার চ্যানেলে স্পনসর করা পোস্টে কোনও সংস্থা বিজ্ঞাপন দিতে চাইলে সহজেই সেগুলি করতে পারবে সংশ্লিষ্ট সংস্থা ৷
  • সেই সংস্থার সঙ্গে অংশিদারীত্বে ব্যবসাও করতে পারবেন ৷
  • আপনার চ্যানেলের সাবক্রিপশন বিনামূল্যে না কি টাকা দিতে হবে তাও উল্লেখ করতে পারবেন ৷
  • আপনার চ্যানেলের অফারগুলির সঙ্গে লেনদেনের সুবিধার্থে WhatsApp-এর পেমেন্ট পরিষেবাগুলি ব্যবহার করতে পারেন ৷

আরও পডু়ন: ক্রিজে রান নিচ্ছে পাতিহাঁস, বিশ্বকাপের শুরুতে গুগলের স্পেশাল ডুডল

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.