দিল্লি, 14 এপ্রিল : বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা সমস্যার সম্মুখীন হচ্ছেন। অ্যাপগুলির কম্পিউটার ভার্শন ব্যবহার করতে পারছেন না একাধিক ব্যবহারকারী। মূলত এশিয়া ও ইউরোপে এই অসুবিধা বলে জানা গেছে। তবে মোবাইলে অ্যাপগুলো ব্যবহার করতে কোনও অসুবিধা হচ্ছে না বলে জানা গেছে। আজ সন্ধ্যায় টুইটারে সব থেকে বেশি ট্রেন্ড করেছে ফেসবুক ডাউন (#FacebookDown) হ্যাশট্যাগটি।
ফেসবুক কাজ না করায় অন্তত 9000টি অভিযোগ জমা পড়েছে। একটি ওয়েবসাইটের খবর অনুযায়ী আজ সন্ধ্যা সাড়ে 6টা নাগাদ ফেসবুক ব্যবহারে অসুবিধা লক্ষ্য করেন ব্যবহারকারীরা। গত মাসেও এই রকম অসুবিধার সামনে পড়েছিলেন ইউজ়াররা। সেবার 24 ঘণ্টার বেশি সময় সমস্যা ছিল। হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে অসুবিধা হলেও সেই সংক্রান্ত অভিযোগের সংখ্যা ফেসবুকের থেকে কম।
বর্তমানে বিশ্বব্যাপী 152 কোটি ইউজ়ার ফেসবুক ব্যবহার করেন। বিশ্বের সব থেকে বেশি ব্যবহারকৃত এই অ্যাপগুলি ডাউন থাকায় সমস্যায় পড়েছেন ইউজ়াররা।