ETV Bharat / science-and-technology

গ্রাহকদের তথ্যচুরির অভিযোগ, প্লেস্টোর থেকে ডিলিট ২৯টি অ্যাপ

২৯টি বিউটি ক্যামেরা অ্যাপের বিরুদ্ধে গ্রাহকদের তথ্য চুরির অভিযোগ উঠল। তাই তাদের প্লেস্টোর থেকে ডিলিট করে দিল গুগল।

ছবি সৌজন্যে : Pixabay
author img

By

Published : Feb 7, 2019, 5:49 PM IST

Updated : Feb 16, 2021, 7:51 PM IST

দিল্লি, ৭ ফেব্রুয়ারি : ২৯টি বিউটি ক্যামেরা অ্যাপকে প্লেস্টোর থেকে ডিলিট করে দিল গুগল। তাদের বিরুদ্ধে গ্রাহকদের তথ্য চুরির অভিযোগ রয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সাইবার সিকিউরিটি ফার্ম সম্প্রতি একটি রিপোর্ট পেশ করে। সেই রিপোর্টে তারা জানায়, গুগল ২৯টি বিউটি ক্যামেরা অ্যাপকে ডিলিট করেছে। এই অ্যাপগুলো গ্রাহকদের তথ্য চুরি করত। পাশাপাশি পর্নগ্রাফিক কনটেন্ট গ্রাহকদের সঙ্গে শেয়ার করত। বিশেষত ভারতীয় গ্রাহকরা ছিল তাদের লক্ষ্য।

এই অ্যাপগুলির মধ্যে বেশিরভাগ অ্যাপ লক্ষাধিকবার ডাউনলোড করা হয়েছে। সংস্থাটি জানায়, অ্যাপটি গ্রাহকদের ফোনে জোর করে অ্যাড চালাত। তারমধ্যে থাকত মালিশিয়স অ্যাডও। যাতে থাকত পর্নোগ্রাফিও। পাশাপাশি অনেক অ্যাপ গ্রাহকদের তথ্যও চাইত।


দিল্লি, ৭ ফেব্রুয়ারি : ২৯টি বিউটি ক্যামেরা অ্যাপকে প্লেস্টোর থেকে ডিলিট করে দিল গুগল। তাদের বিরুদ্ধে গ্রাহকদের তথ্য চুরির অভিযোগ রয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সাইবার সিকিউরিটি ফার্ম সম্প্রতি একটি রিপোর্ট পেশ করে। সেই রিপোর্টে তারা জানায়, গুগল ২৯টি বিউটি ক্যামেরা অ্যাপকে ডিলিট করেছে। এই অ্যাপগুলো গ্রাহকদের তথ্য চুরি করত। পাশাপাশি পর্নগ্রাফিক কনটেন্ট গ্রাহকদের সঙ্গে শেয়ার করত। বিশেষত ভারতীয় গ্রাহকরা ছিল তাদের লক্ষ্য।

এই অ্যাপগুলির মধ্যে বেশিরভাগ অ্যাপ লক্ষাধিকবার ডাউনলোড করা হয়েছে। সংস্থাটি জানায়, অ্যাপটি গ্রাহকদের ফোনে জোর করে অ্যাড চালাত। তারমধ্যে থাকত মালিশিয়স অ্যাডও। যাতে থাকত পর্নোগ্রাফিও। পাশাপাশি অনেক অ্যাপ গ্রাহকদের তথ্যও চাইত।



New Delhi, Feb 07 (ANI): While talking to ANI on the reports that top leaders of UPA wanted Army coup attempt in 2012, ex Army Chief and Minister of States for External Affairs General VK Singh said, "I'd said very clearly that Indian Army can never think of anything of this sort. Despite this, there were some went to town tom-tomming that such a thing has happened". He further added, "The then Defence Minister had issued a statement that such a thing never happened. At that time, I'd complained to Ministry of Home Affairs that it needs to be investigated as it is treason. It wasn't investigated then. I've requested PM to have a high-level inquiry on this. I've nothing to hide".

Last Updated : Feb 16, 2021, 7:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.