ETV Bharat / science-and-technology

Doodle For Google: ডুডল ফর গুগল 2022 প্রতিযোগিতায় বাঙালির রাজ, জিতল কলকাতার ছাত্র - 2022 competition won by a student from kolkata

গুগল সোমবার গুগল প্রতিযোগিতার জন্য 2022 ডুডলের বিজয়ীদের ঘোষণা করেছে । এই বছর, 'ইন্ডিয়া অন দ্য সেন্টার স্টেজ' শিরোনামের অনুপ্রেরণামূলক ডুডলের জন্য কলকাতার শ্লোক মুখোপাধ্যায়কে ভারতের পক্ষে বিজয়ী ঘোষণা করা হয়েছিল । সোমবার Google.co.in-এ শ্লোকের ডুডল পোস্ট করা হয়েছে (Doodle For Google) ৷

Doodle For Google News
ডুডল ফর গুগল 2022 প্রতিযোগিতায় বাঙালির রাজ, জিতল কলকাতার ছাত্র
author img

By

Published : Nov 14, 2022, 5:17 PM IST

হায়দরাবাদ: আজ 14 নভেম্বর ৷ ভারতের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন । নেহরুর জন্মদিবস এদেশে পালিত হয় শিশু দিবস হিসেবে । এ বছর সার্চ ইঞ্জিন গুগল শিশু দিবস উপলক্ষ্যে খুদেদের তৈরি ডুডল প্রতিযোগিতার আয়োজন করে ৷ সার্চ ইঞ্জিনের সেই প্রতিযোগিতায় সেরার শিরোপ পেল কলকাতার ছাত্র শ্লোক মুখোপাধ্যায় ৷ যার তৈরি ডুডল শিশু দিবসে প্রদর্শিত হচ্ছে গুগল ডট কো ডট ইন-এ (Doodle For Google)।

সোমবার ডুডল প্রতিযোগিতার বিজয়ীদের ঘোষণা করেছে গুগল। 'ইন্ডিয়া অন দ্য সেন্টার স্টেজ' শিরোনামের অনুপ্রেরণামূলক ডুডলের জন্য কলকাতার শ্লোক মুখোপাধ্যায়কে ভারতের পক্ষে বিজয়ী ঘোষণা করা হয়েছে । সোমবার Google.co.in-এ শ্লোকের ডুডল পোস্ট করা হয়েছে ৷

শ্লোকের কযায়, "আগামী 25 বছরে, বিজ্ঞানীরা আমার ভারতে মানবতার উন্নতির জন্য পরিবেশ বান্ধব রোবট তৈরি করবে ৷ ভারত পৃথিবী থেকে মহাকাশে অনেক যাত্রা করবে । ভারত যোগ এবং আয়ুর্বেদে আরও উন্নতি করবে এবং আগামী বছরগুলিতে আরও শক্তিশালী হবে ।"

গুগল এবছর আর্টওয়ার্ক প্রতিযোগিতার আয়োজন করেছে । প্রতিযোগিতায় ভারতের 100টি শহরের 1 থেকে 10 শ্রেণি পর্যন্ত শিশুরা অংশ নিয়েছিল । গুগল প্রতিযোগিতার জন্য 115,000 এর বেশি এন্ট্রি পেয়েছে । প্রতিযোগিতার থিম ছিল 'আমার ভারত আগামী 25 বছরে কেমন হবে...' । আজ শিশু দিবস উপলক্ষ্যে শ্লোক মুখোপাধ্যায়কে প্রতিযোগিতার বিজয়ী ঘোষণা করা হয়েছে ।

বিচারক প্যানেলে ছিলেন অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক এবং টিভি ব্যক্তিত্ব নীনা গুপ্তা, টিঙ্কেল কমিক্সের এডিটর-ইন-চিফ, কুরিয়াকোস বেইসিয়ান, ইউটিউব ক্রিয়েটরস স্লিপপয়েন্ট শিল্পী ও উদ্যোক্তা আলীকা ভাট ।

আরও পড়ুন: আজ বিশ্ব ডায়াবেটিস দিবস, ইতিহাস থেকে গুরুত্ব জেনে নিন বিশদে

তাদের একসঙ্গে সারাদেশ থেকে 20 জন ফাইনালিস্ট বাছাই করার দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁদের উপর ৷ মাপকাঠি হিসেবে মূলত দেখা হয়েছে শৈল্পিক যোগ্যতা, সৃজনশীলতা, প্রতিযোগিতার থিমের সঙ্গে সামঞ্জস্যতা এবং পদ্ধতির স্বতন্ত্রতা এবং উদ্ভাবন ক্ষমতাকে ৷ চূড়ান্ত 20টি ডুডলকে পাবলিক ভোটিংয়ের জন্য অনলাইনে প্রদর্শিত হয়েছিল ৷

হায়দরাবাদ: আজ 14 নভেম্বর ৷ ভারতের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন । নেহরুর জন্মদিবস এদেশে পালিত হয় শিশু দিবস হিসেবে । এ বছর সার্চ ইঞ্জিন গুগল শিশু দিবস উপলক্ষ্যে খুদেদের তৈরি ডুডল প্রতিযোগিতার আয়োজন করে ৷ সার্চ ইঞ্জিনের সেই প্রতিযোগিতায় সেরার শিরোপ পেল কলকাতার ছাত্র শ্লোক মুখোপাধ্যায় ৷ যার তৈরি ডুডল শিশু দিবসে প্রদর্শিত হচ্ছে গুগল ডট কো ডট ইন-এ (Doodle For Google)।

সোমবার ডুডল প্রতিযোগিতার বিজয়ীদের ঘোষণা করেছে গুগল। 'ইন্ডিয়া অন দ্য সেন্টার স্টেজ' শিরোনামের অনুপ্রেরণামূলক ডুডলের জন্য কলকাতার শ্লোক মুখোপাধ্যায়কে ভারতের পক্ষে বিজয়ী ঘোষণা করা হয়েছে । সোমবার Google.co.in-এ শ্লোকের ডুডল পোস্ট করা হয়েছে ৷

শ্লোকের কযায়, "আগামী 25 বছরে, বিজ্ঞানীরা আমার ভারতে মানবতার উন্নতির জন্য পরিবেশ বান্ধব রোবট তৈরি করবে ৷ ভারত পৃথিবী থেকে মহাকাশে অনেক যাত্রা করবে । ভারত যোগ এবং আয়ুর্বেদে আরও উন্নতি করবে এবং আগামী বছরগুলিতে আরও শক্তিশালী হবে ।"

গুগল এবছর আর্টওয়ার্ক প্রতিযোগিতার আয়োজন করেছে । প্রতিযোগিতায় ভারতের 100টি শহরের 1 থেকে 10 শ্রেণি পর্যন্ত শিশুরা অংশ নিয়েছিল । গুগল প্রতিযোগিতার জন্য 115,000 এর বেশি এন্ট্রি পেয়েছে । প্রতিযোগিতার থিম ছিল 'আমার ভারত আগামী 25 বছরে কেমন হবে...' । আজ শিশু দিবস উপলক্ষ্যে শ্লোক মুখোপাধ্যায়কে প্রতিযোগিতার বিজয়ী ঘোষণা করা হয়েছে ।

বিচারক প্যানেলে ছিলেন অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক এবং টিভি ব্যক্তিত্ব নীনা গুপ্তা, টিঙ্কেল কমিক্সের এডিটর-ইন-চিফ, কুরিয়াকোস বেইসিয়ান, ইউটিউব ক্রিয়েটরস স্লিপপয়েন্ট শিল্পী ও উদ্যোক্তা আলীকা ভাট ।

আরও পড়ুন: আজ বিশ্ব ডায়াবেটিস দিবস, ইতিহাস থেকে গুরুত্ব জেনে নিন বিশদে

তাদের একসঙ্গে সারাদেশ থেকে 20 জন ফাইনালিস্ট বাছাই করার দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁদের উপর ৷ মাপকাঠি হিসেবে মূলত দেখা হয়েছে শৈল্পিক যোগ্যতা, সৃজনশীলতা, প্রতিযোগিতার থিমের সঙ্গে সামঞ্জস্যতা এবং পদ্ধতির স্বতন্ত্রতা এবং উদ্ভাবন ক্ষমতাকে ৷ চূড়ান্ত 20টি ডুডলকে পাবলিক ভোটিংয়ের জন্য অনলাইনে প্রদর্শিত হয়েছিল ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.