ETV Bharat / science-and-technology

Chandrayaan-3: সূর্যালোক ফিরছে, ঘুম ভাঙবে বিক্রম-প্রজ্ঞানের ? - বিক্রম

চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে সূর্যালোক ফিরে আসছে ৷ ইসরো জানিয়েছে, ল্যান্ডার এবং রোভার উভয়ই সেখানে রয়েছে ৷ তাদের সৌর প্যানেলগুলি শীঘ্রই চার্জ করা হবে ৷ চাঁদের মাটিতে ইতিমধ্যেই সালফার-সহ একাধিক মৌলের সন্ধান পেয়েছে 'প্রজ্ঞান' ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 21, 2023, 10:43 PM IST

Updated : Sep 21, 2023, 11:08 PM IST

ঘুম ভাঙবে বিক্রম-প্রজ্ঞানের ?

হায়দরাবাদ, 21 সেপ্টেম্বর: বিক্রম ও প্রজ্ঞানকে স্লিপ মোড বা ঘুমন্ত অবস্থায় রাখা হয়েছে ৷ ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জানিয়েছিল, চন্দ্রযান-3 এর এপিএক্সএস (APXS) ও এলআইবিএস (LIBS) পেলোডগুলির কাজও বন্ধ রাখা হয়েছে ৷ এপিএক্সএস (APXS) ও এলআইবিএস (LIBS) পেলোডগুলি থেকে তথ্য ল্যান্ডার 'বিক্রম' মারফৎ ইতিমধ্যেই পৃথিবীতে এসে পৌঁছেছে ৷

চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে সূর্যালোক ফিরে আসছে ৷ ইসরো জানিয়েছে, ল্যান্ডার এবং রোভার উভয়ই সেখানে রয়েছে ৷ তাদের সৌর প্যানেলগুলি শীঘ্রই চার্জ করা হবে ৷ পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে ইসরোর স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারের পরিচালক নীলেশ দেশাই বলেন, ‘‘আমরা ল্যান্ডার এবং রোভার উভয়কেই স্লিপ মোডে রেখেছি কারণ তাপমাত্রা মাইনাস 120-200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যাবে । 20 সেপ্টেম্বর থেকে চাঁদে সূর্যোদয় শুরু হয়েছে ৷ আর 22 সেপ্টেম্বরের মধ্যে আমরা আশা করছি যে সৌর প্যানেল এবং অন্যান্য জিনিসগুলি সম্পূর্ণরূপে চার্জ করা হবে, তাই আমরা ল্যান্ডার এবং রোভার উভয়কেই পুনরুজ্জীবিত করার চেষ্টা করব ৷"

তিনি বলেন, ‘‘আমরা ল্যান্ডার এবং রোভার উভয়কেই পুনরুজ্জীবিত করতে পারব ৷ তারপরে আমরা আরও কিছু পরীক্ষামূলক তথ্য পাব, যা চাঁদের পৃষ্ঠের আরও অনুসন্ধান চালাতে আমাদের জন্য উপযোগী হবে ।’’ চাঁদে অবতরণের পর, ল্যান্ডার এবং রোভার উভয়ই একের পর এক পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছিল যাতে 14 পৃথিবীর দিনের মধ্যে (একটি চন্দ্র দিবস), চাঁদের অন্ধকার নামার আগেই শেষ হয়ে গিয়েছে ।

গত 23 অগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে চন্দ্রযান 3 এর ল্যান্ডার 'বিক্রম' ৷ বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের মাটিতে পা রাখে ভারতের এই চন্দ্রযান ৷ তখনই জানা গিয়েছিল, 14 দিন চাঁদে সক্রিয় থাকবে 'বিক্রম' ও 'প্রজ্ঞান', কারণ এই কদিন সেখানে সারাক্ষণ সূর্যের আলো পড়বে ৷ সূর্যালোক থেকে শক্তি নিয়ে চাঁদে কাজ চালিয়ে যাদে ভারতের এই দূত ৷ তারপর যখন চাঁদের মাটিতে আর সূর্যের আলো পড়বে না অর্থাৎ রাত হবে তখন থেকে কাজ ও চলাচল বন্ধ হয়ে যাবে 'বিক্রম' ও 'প্রজ্ঞান'এর ৷

চাঁদের মাটিতে ইতিমধ্যেই সালফার-সহ একাধিক মৌলের সন্ধান পেয়েছে 'প্রজ্ঞান' ৷ মাঝে একদিন একটি বড় গর্ত বা ক্রেটারেরও সম্মুখীন হয় এই রোভারটি ৷ তবে সাবধানেই সেই বাধা পাশ কাটিয়ে নিজের কাজ এগিয়ে নিয়ে যেতে পেরেছে সেটি ৷ বিক্রম ল্যান্ডার এবং প্রজ্ঞান রোভার চাঁদের পৃষ্ঠে সালফারের উপস্থিতি খুঁজে বের করা এবং আপেক্ষিক তাপমাত্রা রেকর্ড করা-সহ বিভিন্ন কাজ সম্পাদন করেছে ৷

আরও পড়ুন: 14 দিনের আগেই কাজ শেষ করে চন্দ্রপৃষ্ঠে ঘুমোচ্ছে 'প্রজ্ঞান', জানাল ইসরো

ঘুম ভাঙবে বিক্রম-প্রজ্ঞানের ?

হায়দরাবাদ, 21 সেপ্টেম্বর: বিক্রম ও প্রজ্ঞানকে স্লিপ মোড বা ঘুমন্ত অবস্থায় রাখা হয়েছে ৷ ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জানিয়েছিল, চন্দ্রযান-3 এর এপিএক্সএস (APXS) ও এলআইবিএস (LIBS) পেলোডগুলির কাজও বন্ধ রাখা হয়েছে ৷ এপিএক্সএস (APXS) ও এলআইবিএস (LIBS) পেলোডগুলি থেকে তথ্য ল্যান্ডার 'বিক্রম' মারফৎ ইতিমধ্যেই পৃথিবীতে এসে পৌঁছেছে ৷

চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে সূর্যালোক ফিরে আসছে ৷ ইসরো জানিয়েছে, ল্যান্ডার এবং রোভার উভয়ই সেখানে রয়েছে ৷ তাদের সৌর প্যানেলগুলি শীঘ্রই চার্জ করা হবে ৷ পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে ইসরোর স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারের পরিচালক নীলেশ দেশাই বলেন, ‘‘আমরা ল্যান্ডার এবং রোভার উভয়কেই স্লিপ মোডে রেখেছি কারণ তাপমাত্রা মাইনাস 120-200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যাবে । 20 সেপ্টেম্বর থেকে চাঁদে সূর্যোদয় শুরু হয়েছে ৷ আর 22 সেপ্টেম্বরের মধ্যে আমরা আশা করছি যে সৌর প্যানেল এবং অন্যান্য জিনিসগুলি সম্পূর্ণরূপে চার্জ করা হবে, তাই আমরা ল্যান্ডার এবং রোভার উভয়কেই পুনরুজ্জীবিত করার চেষ্টা করব ৷"

তিনি বলেন, ‘‘আমরা ল্যান্ডার এবং রোভার উভয়কেই পুনরুজ্জীবিত করতে পারব ৷ তারপরে আমরা আরও কিছু পরীক্ষামূলক তথ্য পাব, যা চাঁদের পৃষ্ঠের আরও অনুসন্ধান চালাতে আমাদের জন্য উপযোগী হবে ।’’ চাঁদে অবতরণের পর, ল্যান্ডার এবং রোভার উভয়ই একের পর এক পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছিল যাতে 14 পৃথিবীর দিনের মধ্যে (একটি চন্দ্র দিবস), চাঁদের অন্ধকার নামার আগেই শেষ হয়ে গিয়েছে ।

গত 23 অগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে চন্দ্রযান 3 এর ল্যান্ডার 'বিক্রম' ৷ বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের মাটিতে পা রাখে ভারতের এই চন্দ্রযান ৷ তখনই জানা গিয়েছিল, 14 দিন চাঁদে সক্রিয় থাকবে 'বিক্রম' ও 'প্রজ্ঞান', কারণ এই কদিন সেখানে সারাক্ষণ সূর্যের আলো পড়বে ৷ সূর্যালোক থেকে শক্তি নিয়ে চাঁদে কাজ চালিয়ে যাদে ভারতের এই দূত ৷ তারপর যখন চাঁদের মাটিতে আর সূর্যের আলো পড়বে না অর্থাৎ রাত হবে তখন থেকে কাজ ও চলাচল বন্ধ হয়ে যাবে 'বিক্রম' ও 'প্রজ্ঞান'এর ৷

চাঁদের মাটিতে ইতিমধ্যেই সালফার-সহ একাধিক মৌলের সন্ধান পেয়েছে 'প্রজ্ঞান' ৷ মাঝে একদিন একটি বড় গর্ত বা ক্রেটারেরও সম্মুখীন হয় এই রোভারটি ৷ তবে সাবধানেই সেই বাধা পাশ কাটিয়ে নিজের কাজ এগিয়ে নিয়ে যেতে পেরেছে সেটি ৷ বিক্রম ল্যান্ডার এবং প্রজ্ঞান রোভার চাঁদের পৃষ্ঠে সালফারের উপস্থিতি খুঁজে বের করা এবং আপেক্ষিক তাপমাত্রা রেকর্ড করা-সহ বিভিন্ন কাজ সম্পাদন করেছে ৷

আরও পড়ুন: 14 দিনের আগেই কাজ শেষ করে চন্দ্রপৃষ্ঠে ঘুমোচ্ছে 'প্রজ্ঞান', জানাল ইসরো

Last Updated : Sep 21, 2023, 11:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.