ETV Bharat / science-and-technology

Apple MacBook Pro: নভেম্বরের প্রথমেই বাজারে আসছে অ্যাপল ম্যাকবুক প্রো - আইম্যাক

7 নভেম্বর ভারত-সহ 27টি দেশে মিলবে অ্যাপলের বাজেট ফ্রেন্ডলি আইম্যাক ৷ দীপাবলিতেই 14 এবং 16-ইঞ্চি ডিসপ্লের ম্যাকবুক প্রো ল্যাপটপ লঞ্চ করছে ৷ যেগুলির দাম যথাক্রমে 1.69 লক্ষ এবং 2.49 লক্ষ টাকা থেকে শুরু হচ্ছে ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 31, 2023, 2:19 PM IST

নয়াদিল্লি, 31 অক্টোবর: আগেই ঘোষণা হয়েছিল দীপাবলির আগেই ম্যাকবুক প্রো ল্যাপটপ এবং বাজেট ফ্রেন্ডলি আইম্যাক বাজারে আসবে ৷ এই আইম্যাকে এমথ্রি চিপ ব্যবহার করা হয়েছে ৷ এমনটাই জানানো হয়েছে অ্যাপলের নিজস্ব ওয়েবসাইটে ৷ প্রায় তিনশো দিন পর আইম্যাকের নতুন মডেল বাজারে আনতে চলেছে অ্যাপল ৷ পাশাপাশি আরও কিছু নতুন পণ্য বাজারে আনার কথাও ঘোষণা করেছিল ৷ সেই মতোই 7 নভেম্বর ভারত-সহ 27টি দেশে মিলবে অ্যাপলের এই গ্যাজেটগুলি ৷

টেক জায়েন্ট অ্যাপলের পক্ষ থেকে জানানো হয়েছে, এমথ্রি চিপের আইম্যাক বাজেট ফ্রেন্ডলি হলেও এর সিপিইউ উচ্চমানের ৷ যাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গেমিং, বিনোদন, উচ্চ-রেজোলিউশন ইমেজ প্রসেসিং-য়ের ক্ষেত্রে কোনও সমস্যা না হয় ৷ এছড়াও ম্যাকবুক প্রো ল্যাপটপের দু’টি ভেরিয়েন্ট লঞ্চ করছে ৷ একটি 14 ইঞ্চি ডিসপ্লে এবং অন্যটি 16-ইঞ্চি ৷ যেগুলির দাম যথাক্রমে 1.69 লক্ষ এবং 2.49 লক্ষ টাকা থেকে শুরু হচ্ছে ৷

অ্যাপলের পক্ষ থেকে জানানো হয়েছে, যে সমস্ত গ্রাহকরা অ্যাপলের এই নতুন গ্যাজেটগুলি নিতে চান তাঁরা 30 অক্টোবর থেকেই অ্যাপল ইন্ডিয়া স্টোর ও মার্কিন মুলুকের যেকোনও স্টোরে বুক করে রাখতে পারেন ৷ 7 নভেম্বর বাজারে আসার সঙ্গে সঙ্গে তাঁরা হাতে পেয়ে যাবেন ৷ অ্য়াপলের রিসেলাররাও এই নতুন গ্যাজেট বিক্রি করতে পারবেন ৷ 8 কোর গ্রাফিক্স প্রসেসিং ইউনিট-সহ আই ম্যাক অল-ইন-ওয়ান ডেস্কটপের দাম শুরু হচ্ছে 1.29 লক্ষ টাকা থেকে (ভারতীয় মুদ্রা) ৷ 10 কোর গ্রাফিক্স প্রসেসিং ইউনিট-সহ আই ম্যাক অল-ইন-ওয়ান ডেস্কটপের দাম শুরু হচ্ছে 1.44 লক্ষ টাকা থেকে ৷ আই ম্যাকের এই নতুন মডেলগুলি যেকোনও ইন্টেল কোর i7 প্রসেসর যুক্ত 24-ইঞ্চি অল-ইন-ওয়ান কম্পিউচারের থেকে চারগুণ দ্রুত কাজ করবে ৷ বাজেট ফ্রেন্ডলি হলেও গুণগত মানের দিক থেকে কোনও আপস করেনি করেনি অ্যাপল ৷

নয়াদিল্লি, 31 অক্টোবর: আগেই ঘোষণা হয়েছিল দীপাবলির আগেই ম্যাকবুক প্রো ল্যাপটপ এবং বাজেট ফ্রেন্ডলি আইম্যাক বাজারে আসবে ৷ এই আইম্যাকে এমথ্রি চিপ ব্যবহার করা হয়েছে ৷ এমনটাই জানানো হয়েছে অ্যাপলের নিজস্ব ওয়েবসাইটে ৷ প্রায় তিনশো দিন পর আইম্যাকের নতুন মডেল বাজারে আনতে চলেছে অ্যাপল ৷ পাশাপাশি আরও কিছু নতুন পণ্য বাজারে আনার কথাও ঘোষণা করেছিল ৷ সেই মতোই 7 নভেম্বর ভারত-সহ 27টি দেশে মিলবে অ্যাপলের এই গ্যাজেটগুলি ৷

টেক জায়েন্ট অ্যাপলের পক্ষ থেকে জানানো হয়েছে, এমথ্রি চিপের আইম্যাক বাজেট ফ্রেন্ডলি হলেও এর সিপিইউ উচ্চমানের ৷ যাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গেমিং, বিনোদন, উচ্চ-রেজোলিউশন ইমেজ প্রসেসিং-য়ের ক্ষেত্রে কোনও সমস্যা না হয় ৷ এছড়াও ম্যাকবুক প্রো ল্যাপটপের দু’টি ভেরিয়েন্ট লঞ্চ করছে ৷ একটি 14 ইঞ্চি ডিসপ্লে এবং অন্যটি 16-ইঞ্চি ৷ যেগুলির দাম যথাক্রমে 1.69 লক্ষ এবং 2.49 লক্ষ টাকা থেকে শুরু হচ্ছে ৷

অ্যাপলের পক্ষ থেকে জানানো হয়েছে, যে সমস্ত গ্রাহকরা অ্যাপলের এই নতুন গ্যাজেটগুলি নিতে চান তাঁরা 30 অক্টোবর থেকেই অ্যাপল ইন্ডিয়া স্টোর ও মার্কিন মুলুকের যেকোনও স্টোরে বুক করে রাখতে পারেন ৷ 7 নভেম্বর বাজারে আসার সঙ্গে সঙ্গে তাঁরা হাতে পেয়ে যাবেন ৷ অ্য়াপলের রিসেলাররাও এই নতুন গ্যাজেট বিক্রি করতে পারবেন ৷ 8 কোর গ্রাফিক্স প্রসেসিং ইউনিট-সহ আই ম্যাক অল-ইন-ওয়ান ডেস্কটপের দাম শুরু হচ্ছে 1.29 লক্ষ টাকা থেকে (ভারতীয় মুদ্রা) ৷ 10 কোর গ্রাফিক্স প্রসেসিং ইউনিট-সহ আই ম্যাক অল-ইন-ওয়ান ডেস্কটপের দাম শুরু হচ্ছে 1.44 লক্ষ টাকা থেকে ৷ আই ম্যাকের এই নতুন মডেলগুলি যেকোনও ইন্টেল কোর i7 প্রসেসর যুক্ত 24-ইঞ্চি অল-ইন-ওয়ান কম্পিউচারের থেকে চারগুণ দ্রুত কাজ করবে ৷ বাজেট ফ্রেন্ডলি হলেও গুণগত মানের দিক থেকে কোনও আপস করেনি করেনি অ্যাপল ৷

আরও পড়ুন: নভেম্বরে বাজারে আসতে চলেছে নতুন আইম্যাক

সূত্র: পিটিআই

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.