নয়াদিল্লি, 1 সেপ্টেম্বর: টেসলা এবং স্পেসএক্সের সিইও ইলন মাস্ক বৃহস্পতিবার ফের একবার পরাগ আগরওয়ালের পিছনে পড়লেন ৷ কয়েকদিন আগেই শীর্ষ সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ দাবি করেছিলেন যে 10টি টুইটার অ্যাকাউন্টের মধ্যে 8টিই জাল (Claims top security expert)। সাইবার সিকিউরিটি কোম্পানি F5-এর গ্লোবাল হেড অফ ইন্টেলিজেন্স ড্যান উডস জানিয়েছেন 80 শতাংশের বেশি টুইটার অ্যাকাউন্ট সম্ভবত বট (fake accounts) ৷ যেখানে টুইটার দাবি করে আসছে ব্যবহারকারীদের মাত্র 5 শতাংশ অ্যাকাউন্টই বট বা স্প্যাম (Twitter accounts) । মনে রাখতে হবে ড্যান প্রায় গোয়েন্দা সংস্থাগুলির সঙ্গে 20 বছরেরও বেশি সময় কাটিয়েছেন ৷
ইলন মাস্ক ' দ্য অস্ট্রেলিয়ান'-এ প্রকাশিত নিয়ে এই নিবন্ধটি টুইট করে লেখেন, "অবশ্যই 5 শতাংশের বেশি হবে ৷" মাস্ক 44 বিলিয়ন ডলারে টুইটার টেকওভার চুক্তি বাতিল করেছেন ৷ বিষয়টি এখন একটি মার্কিন আদালতে ৷ প্ল্যাটফর্মে বটের উপস্থিতি কতখানি তা নিয়ে খোলামেলা আলোচনায় অংশ নিতেই হবে পরাগকে ৷ এফবিআই সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ উডসের মতে, মাস্ক এবং টুইটার উভয়ই মাইক্রো-ব্লগিং প্ল্যাটফর্মে বটের সমস্যাটিকে সঠিকভাবে দেখছেন না ।
হুইসেলব্লোয়ার পিটার 'মুজ' জাটকোর সাক্ষ্যের কথা বলে মাস্ক এখন আদালত থেকে আরও সময় কেনার চেষ্টা করছেন । জাটকো আগরওয়ালের নেতৃত্বাধীন মাইক্রো-ব্লগিং প্ল্যাটফর্মের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে 13 সেপ্টেম্বর মার্কিন কংগ্রেসে সাক্ষ্য দিতে প্রস্তুত । প্রাক্তন টুইটারের নিরাপত্তা প্রধান অভিযোগ করেছেন যে, টুইটার তার নিরাপত্তা এবং বট অ্যাকাউন্টের প্রকৃত সংখ্যা সম্পর্কে বিভ্রান্ত করছে ।
আরও পড়ুন: ঐতিহ্যগত ওষুধেই লুকিয়ে আছে আফ্রিকার জটিল রোগের চাবিকাঠি, মত বিশ্ব স্বাস্থ্য সংস্থার
টুইটার এবং মাস্কের মামলায় 9 সেপ্টেম্বর একটি জবানবন্দিতে হাজির হওয়ার জন্য মাস্কের আইনি টিমের থেকে জাটকোকে একটি বিবৃতিও পাঠানো হয়েছে ।