ETV Bharat / premium

NMACC Event Day 2: ঐশ্বর্য কন্যা আরাধ্যাকে জড়িয়ে ধরে আদর রেখার - আরাধ্যাকে জড়িয়ে ধরে ছবি রেখার

এনএমএসিসি'র গালা নাইটে অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চনের মেয়ে আরাধ্যাকে জড়িয়ে ধরে আদর করলেন ভার্সেটাইল অভিনেত্রী রেখা । মিষ্টি সেই ছবি সোশাল মাধ্যমে আসতেই ভাইরাল ।

NMACC Event Day 2
আরাধ্যাকে জড়িয়ে ধরে ছবি রেখার
author img

By

Published : Apr 2, 2023, 7:55 PM IST

হায়দরাবাদ, 2 এপ্রিল: এনএমএসিসি'র গালা নাইটে তারকাদের ঝলকানি এখন পেজ থ্রির শিরোনামে । শুক্রবার জাঁকজমকের সঙ্গে উদ্বোধন হয়ে গিয়েছে মুকেশ আম্বানি ও নীতা আম্বানির সাংস্কৃতিক কেন্দ্রের ৷ অনুষ্ঠান উপলক্ষ্যে বসেছিল চাঁদের হাট ৷ বলিউড তারকারা থেকে সমাজের বিশিষ্টব্যক্তিবর্গ, সকলকেই এক মালায় গেঁথে দিয়েছে এই অনুষ্ঠান ৷ দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, কিয়ারা আদবানী, সস্ত্রীক সচিন, শাহরুখ খান ও তাঁর পরিবার, সলমন খান, আলিয়া ভাট, সুপারস্টার রজনীকান্ত, কৃতি শ্যানন, শ্রদ্ধা কাপুর-সহ ছাড়াও অতিথি তালিকায় ছিলেন বিদেশি তারকারাও । সেই অনুষ্ঠানে ঐশ্বর্য রাই বচ্চন, মেয়ে আরাধ্যা ও মণীশ মলহোত্রার সঙ্গে লেন্সবন্দি হলেন অভিনেত্রী রেখা । আরাধ্যাকে জড়িয়ে ধরে রেখার ছবি ভাইরাল সোশাল মাধ্যমে ।

এনএমওসিসি'র উদ্বোধন ছিল তারকাখচিত ৷ মুকেশ আম্বানি ও নীতা আম্বানির সাংস্কৃতিক কেন্দ্রের জাঁকজমকপূর্ণ উদ্বোধন তাক লাগিয়েছে দেশবাসীকে ৷ বলিউড তারকারা থেকে সমাজের বিশিষ্টব্যক্তিবর্গ সকলেই ছিলেন এই মুহূর্তের সাক্ষী ৷ অনুষ্ঠানের দ্বিতীয় দিনে অনান্য তারকাদের মতোই উপস্থিত ছিলেন ফ্যাশন ডিজাইনার মণীশ মলহোত্রা, মেয়ে আরাধ্যাকে নিয়ে উপস্থিত ছিলেন অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন ও রেখা । সেখানেই একসঙ্গে ছবি তুলেছেন এই বলিউড তারকারা ৷

অনুষ্ঠানের সেই ছবি সোশাল মাধ্যমে শেয়ার করেছেন ডিজাইনার মণীশ মলহোত্রা । ক্যাপশনে লিখেছেন, "খুব সুন্দর সন্ধ্যা কাটালাম । সঙ্গে সুন্দরী রেখা ও পছন্দের ঐশ্বর্য ও আরাধ্যা ।" ছবিতে দেখা গিয়েছে, আরাধ্যার মাথার কাছে রেখা নিজের মুখ রেখে তাকে জড়িয়ে ধরেছেন । ঐশ্বর্য হাত রেখেছেন মণীশের কাঁধে । মিষ্টি এই ছবি অনুরাগীদের মন জয় করে নিয়েছে । এদিন রেখার পরনে ছিল সবুজ রঙের শাড়ি । সঙ্গে মানানসই জাঙ্ক জুয়েলারি । ঐশ্বর্য সেজেছিলেন কালো ও সোনালি কাজ করা চুড়িদারে । মায়ের মতো আরাধ্যাও সেজেছিল ভারতীয় পোশাকে ।

আরও পড়ুন: এনএমওসিসি'র উদ্বোধনে স্পটলাইটে প্রিয়াঙ্কা-নিক

ছবিটি সোশাল মাধ্যমে আসতেই ভরে যায় কমেন্ট বক্স । অনুরাগীদের ভালোবাসা ছড়িয়ে পড়ে প্রতিটা মন্তব্যে । অভিনেত্রী রেখার প্রশংসা করে অনেকে লিখেছেন, "বিউটিফুল লেডি ফরএভার ।" আবার কেউ লিখেছেন, "তিনজনকেই অপূর্ব লাগছে ।" প্রসঙ্গত, অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চনকে শেষ দেখা গিয়েছে হিস্ট্রোরিক্যাল ড্রামা ছবি 'পনিয়িন সেলভান-পার্ট ওয়ান'-এ । যে ছবির পরিচালক ছিলেন মণিরত্নম । গতবছর মুক্তি পেয়েছিল এই ছবি । 'পনিয়িন সেলভান-পার্ট টু'-তেও দেখা যাবে ঐশ্বর্যকে ।

হায়দরাবাদ, 2 এপ্রিল: এনএমএসিসি'র গালা নাইটে তারকাদের ঝলকানি এখন পেজ থ্রির শিরোনামে । শুক্রবার জাঁকজমকের সঙ্গে উদ্বোধন হয়ে গিয়েছে মুকেশ আম্বানি ও নীতা আম্বানির সাংস্কৃতিক কেন্দ্রের ৷ অনুষ্ঠান উপলক্ষ্যে বসেছিল চাঁদের হাট ৷ বলিউড তারকারা থেকে সমাজের বিশিষ্টব্যক্তিবর্গ, সকলকেই এক মালায় গেঁথে দিয়েছে এই অনুষ্ঠান ৷ দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, কিয়ারা আদবানী, সস্ত্রীক সচিন, শাহরুখ খান ও তাঁর পরিবার, সলমন খান, আলিয়া ভাট, সুপারস্টার রজনীকান্ত, কৃতি শ্যানন, শ্রদ্ধা কাপুর-সহ ছাড়াও অতিথি তালিকায় ছিলেন বিদেশি তারকারাও । সেই অনুষ্ঠানে ঐশ্বর্য রাই বচ্চন, মেয়ে আরাধ্যা ও মণীশ মলহোত্রার সঙ্গে লেন্সবন্দি হলেন অভিনেত্রী রেখা । আরাধ্যাকে জড়িয়ে ধরে রেখার ছবি ভাইরাল সোশাল মাধ্যমে ।

এনএমওসিসি'র উদ্বোধন ছিল তারকাখচিত ৷ মুকেশ আম্বানি ও নীতা আম্বানির সাংস্কৃতিক কেন্দ্রের জাঁকজমকপূর্ণ উদ্বোধন তাক লাগিয়েছে দেশবাসীকে ৷ বলিউড তারকারা থেকে সমাজের বিশিষ্টব্যক্তিবর্গ সকলেই ছিলেন এই মুহূর্তের সাক্ষী ৷ অনুষ্ঠানের দ্বিতীয় দিনে অনান্য তারকাদের মতোই উপস্থিত ছিলেন ফ্যাশন ডিজাইনার মণীশ মলহোত্রা, মেয়ে আরাধ্যাকে নিয়ে উপস্থিত ছিলেন অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন ও রেখা । সেখানেই একসঙ্গে ছবি তুলেছেন এই বলিউড তারকারা ৷

অনুষ্ঠানের সেই ছবি সোশাল মাধ্যমে শেয়ার করেছেন ডিজাইনার মণীশ মলহোত্রা । ক্যাপশনে লিখেছেন, "খুব সুন্দর সন্ধ্যা কাটালাম । সঙ্গে সুন্দরী রেখা ও পছন্দের ঐশ্বর্য ও আরাধ্যা ।" ছবিতে দেখা গিয়েছে, আরাধ্যার মাথার কাছে রেখা নিজের মুখ রেখে তাকে জড়িয়ে ধরেছেন । ঐশ্বর্য হাত রেখেছেন মণীশের কাঁধে । মিষ্টি এই ছবি অনুরাগীদের মন জয় করে নিয়েছে । এদিন রেখার পরনে ছিল সবুজ রঙের শাড়ি । সঙ্গে মানানসই জাঙ্ক জুয়েলারি । ঐশ্বর্য সেজেছিলেন কালো ও সোনালি কাজ করা চুড়িদারে । মায়ের মতো আরাধ্যাও সেজেছিল ভারতীয় পোশাকে ।

আরও পড়ুন: এনএমওসিসি'র উদ্বোধনে স্পটলাইটে প্রিয়াঙ্কা-নিক

ছবিটি সোশাল মাধ্যমে আসতেই ভরে যায় কমেন্ট বক্স । অনুরাগীদের ভালোবাসা ছড়িয়ে পড়ে প্রতিটা মন্তব্যে । অভিনেত্রী রেখার প্রশংসা করে অনেকে লিখেছেন, "বিউটিফুল লেডি ফরএভার ।" আবার কেউ লিখেছেন, "তিনজনকেই অপূর্ব লাগছে ।" প্রসঙ্গত, অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চনকে শেষ দেখা গিয়েছে হিস্ট্রোরিক্যাল ড্রামা ছবি 'পনিয়িন সেলভান-পার্ট ওয়ান'-এ । যে ছবির পরিচালক ছিলেন মণিরত্নম । গতবছর মুক্তি পেয়েছিল এই ছবি । 'পনিয়িন সেলভান-পার্ট টু'-তেও দেখা যাবে ঐশ্বর্যকে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.