ETV Bharat / opinion

Gujarat Assembly Polls 2022: সৌরাষ্ট্র-দক্ষিণ গুজরাতই মোদির রাজ্যে বিধানসভা ভোটে বিজেপির ভাগ্য নির্ধারণ করবে - আপ

প্রথম দফায় গুজরাতের সৌরাষ্ট্র (Saurashtra) ও দক্ষিণ গুজরাতে (South Gujarat) ভোট ৷ এই দুই এলাকায় ফলের উপর নির্ভর করছে বিজেপির (BJP) ভাগ্য ৷ লিখেছেন শ্যাম পারেখ ৷

polling-for-crucial-89-seats-of-saurashtra-and-south-gujarat-on-thursday
Gujarat Assembly Polls 2022: সৌরাষ্ট্র-দক্ষিণ গুজরাতই মোদির রাজ্যে বিধানসভা ভোটে বিজেপির ভাগ্য নির্ধারণ করবে
author img

By

Published : Nov 29, 2022, 8:38 PM IST

গত 30 অক্টোবর গুজরাতের মোরবিতে মাচ্ছু নদীর উপর ব্রিজ ভেঙে পড়ে (Morbi Accident) ৷ মৃত্যু হয় অন্তত 135 জনের ৷ ভোটের মুখে ওই ব্রিজ ভেঙে যাওয়া বিজেপির (BJP) জন্য যথেষ্ট অস্বস্তিকর ছিল ৷ কারণ, শিল্পশহর মোরবি গুজরাতের সৌরাষ্ট্র (Saurashtra) অঞ্চলে অবস্থিত ৷ ওই অঞ্চল ও তার আশপাশের বেশ কয়েকটি জেলা ওই রাজ্যের পাতিদার বা প্যাটেল সম্প্রদায়ের (Patidar Community) শক্তঘাঁটি হিসেবে পরিচিত ৷ ওই পাতিদাররা দীর্ঘদিন ধরেই বিজেপির উপর ক্ষুব্ধ ৷ তাদের সমর্থন পেতে গত কয়েক বছর ধরে বিভিন্ন ভাবে চেষ্টা করছে বিজেপি ৷ ওই রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলও ওই সম্প্রদায়েরই ৷

গুজরাতে এবার দু‘দফায় ভোট (Gujarat Assembly Polls 2022) ৷ প্রথম দফার ভোটগ্রহণ আগামী 1 ডিসেম্বর ৷ সেদিন 182টি আসনের মধ্যে 89টিতে ভোটগ্রহণ করা হবে ৷ দ্বিতীয় দফায় আগামী 5 সেপ্টেম্বর ভোট দেবেন বাকি 93টি আসনের ভোটাররা ৷ গুজরাতের 15তম বিধানসভা গড়ে তুলতে মোরবির দুর্ঘটনায় মৃতদের পরিবারের রাগ, প্রতিষ্ঠান বিরোধিতা, আম আদমি পার্টির ফ্যাক্টর বিজেপির বিরুদ্ধে কতটা কাজ করল, তার উত্তর মিলবে আগামী 8 ডিসেম্বর ৷ ওইদিন পশ্চিম ভারতের ওই রাজ্যে বিধানসভার ফল প্রকাশিত হবে ৷

কিন্তু দ্বিতীয় দফার চেয়ে প্রথম দফার ভোট বিজেপির জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ৷ কারণ, ওইদিনই সৌরাষ্ট্র অঞ্চলে ভোট ৷ সেখানকার 48টি আসনের মধ্যে 28টি 2017 সালে জিতেছিল কংগ্রেস ৷ 2012 সালে ওই অঞ্চলে 15টি আসন পেয়েছিল কংগ্রেস (Congress) ৷ ফলে পাঁচ বছরের ব্যবধানে ওই অঞ্চলে তাঁদের আসন বেড়েছে 13টি ৷ যদিও পরে দলবদল ও উপ-নির্বাচনের মাধ্যমে বিজেপি সেই ক্ষতি অনেকটাই পূরণ করে নিয়েছিল ৷

2017 সালে পতিদারদের বিজেপি বিরোধী ক্ষোভ প্রকাশ্যেই দেখা গিয়েছিল ৷ এবার যদি পরিস্থিতির বদল না হয়, তাহলে সৌরাষ্ট্রে নিজেদের শক্তি জাহির করার জন্য বিজেপির চেষ্টা অনেকটাই ধাক্কা খাবে ৷ সেই কারণে, পরিস্থিতির বদল ঘটাতে ওই অঞ্চলে দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছে বিজেপি ৷ দলের প্যাটেল নেতাদের শক্তি বৃদ্ধি করা হয়েছে ৷ আরও অনেক উদ্যোগ নেওয়া হয়েছে গেরুয়া শিবিরের তরফে ৷ তার মধ্যে কংগ্রেসের দল ভাঙানো, সেখান থেকে জনপ্রিয় নেতাদের বিজেপিতে নিয়ে আসাও ছিল ৷

গুজরাতের ভোটে এবার আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, যদি বিজেপি সৌরাষ্ট্রে ভালো ফল করতে না পারে, তাহলে সেই ক্ষতি তাদের পক্ষে দ্বিতীয় দফায় রাজ্যের উত্তর, মধ্য ও আদিবাসী অঞ্চল থেকে পূরণ করা কার্যত সম্ভব নয় ৷ তার অর্থ, সৌরাষ্ট্রের উপরই নির্ভর করছে যে গুজরাতে বিজেপির ফল কতটা ভালো হবে ৷

এদিকে 2017 সালে কংগ্রেসকে যাঁরা ভোট দিয়েছিলেন, তাঁরা প্রশ্ন তুলছেন যে কেন তাঁরা আবার কংগ্রেসকে ভোট দেবেন ? তাহলে তো জয়ীদের দলবদল করতে সুবিধা হবে ? এই প্রেক্ষাপটে দুর্বল কংগ্রেস ও তাদের থেকে শক্তিশালী বিজেপি সৌরাষ্ট্রে গেরুয়া শিবিরের জন্য আশার আলো তৈরি করছে ৷ কিন্তু আপ ও মোরবির দুর্ঘটনা পরিস্থিতি বদলে দিতেও পারে ৷

সৌরাষ্ট্রর সঙ্গে প্রথম দফায় ভোট দেবে দক্ষিণ গুজরাতও (South Gujarat) ৷ যে অঞ্চলের প্রাণকেন্দ্র সুরাত শহর ৷ বিজেপির রাজ্য সভাপতি সি আর পাটিল সুরাতের বাসিন্দা ৷ গুজরাতের বিজেপি সরকারের সবচেয়ে ক্ষমতাশালী মন্ত্রী হরিশ সাংভিও সুরাতের লোক ৷ ভৌগোলিক ভাবে দূরত্ব থাকলেও এই অঞ্চলে সৌরাষ্ট্রের রাজনৈতিক ভাবনার প্রভাব পড়তে শুরু করেছে ৷ এর কারণ, সুরাতের হীরে পালিশ করার সংস্থাগুলিতে সৌরাষ্ট্রের অনেক শ্রমিক কাজ করেন ৷ আবার তাঁরা যখন বাড়ি ফেরেন, তখন আবার সুরাতের ভাবনাচিন্তাগুলিকে সৌরাষ্ট্রে ফেলে আসেন ৷

অন্যদিকে 2015 সালে পাতিদার আনামত আন্দোলনের মাধ্যমে গোটা দেশের কাছে পরিচিত হয়েছিলেন হার্দিক প্যাটেল (Hardik Patel) ৷ সুরাতের যুব হীরে পালিশকারীদের মধ্যে তাঁর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে ৷ তিনি এখন বিজেপিতে ৷ সেটাও ভোটে একটা ফ্যাক্টর ৷ তবে 2021 এর ফেব্রুয়ারিতে স্থানীয় পৌরভোটে আপ 28 শতাংশ ভোট পেয়েছিল ৷ 27টি আসনে তারা জিতেছিল ৷ বোঝাই যাচ্ছে যে সুরাতে আপের (AAP) প্রভাব ক্রমশ বাড়ছে ৷ যা দক্ষিণ গুজরাতের অন্য অংশেও ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে ৷

আরও পড়ুন: গুজরাতে পাঁচ বিজেপি প্রার্থীর সম্পত্তি পরিমাণ প্রায় 1200 কোটি টাকা

গত 30 অক্টোবর গুজরাতের মোরবিতে মাচ্ছু নদীর উপর ব্রিজ ভেঙে পড়ে (Morbi Accident) ৷ মৃত্যু হয় অন্তত 135 জনের ৷ ভোটের মুখে ওই ব্রিজ ভেঙে যাওয়া বিজেপির (BJP) জন্য যথেষ্ট অস্বস্তিকর ছিল ৷ কারণ, শিল্পশহর মোরবি গুজরাতের সৌরাষ্ট্র (Saurashtra) অঞ্চলে অবস্থিত ৷ ওই অঞ্চল ও তার আশপাশের বেশ কয়েকটি জেলা ওই রাজ্যের পাতিদার বা প্যাটেল সম্প্রদায়ের (Patidar Community) শক্তঘাঁটি হিসেবে পরিচিত ৷ ওই পাতিদাররা দীর্ঘদিন ধরেই বিজেপির উপর ক্ষুব্ধ ৷ তাদের সমর্থন পেতে গত কয়েক বছর ধরে বিভিন্ন ভাবে চেষ্টা করছে বিজেপি ৷ ওই রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলও ওই সম্প্রদায়েরই ৷

গুজরাতে এবার দু‘দফায় ভোট (Gujarat Assembly Polls 2022) ৷ প্রথম দফার ভোটগ্রহণ আগামী 1 ডিসেম্বর ৷ সেদিন 182টি আসনের মধ্যে 89টিতে ভোটগ্রহণ করা হবে ৷ দ্বিতীয় দফায় আগামী 5 সেপ্টেম্বর ভোট দেবেন বাকি 93টি আসনের ভোটাররা ৷ গুজরাতের 15তম বিধানসভা গড়ে তুলতে মোরবির দুর্ঘটনায় মৃতদের পরিবারের রাগ, প্রতিষ্ঠান বিরোধিতা, আম আদমি পার্টির ফ্যাক্টর বিজেপির বিরুদ্ধে কতটা কাজ করল, তার উত্তর মিলবে আগামী 8 ডিসেম্বর ৷ ওইদিন পশ্চিম ভারতের ওই রাজ্যে বিধানসভার ফল প্রকাশিত হবে ৷

কিন্তু দ্বিতীয় দফার চেয়ে প্রথম দফার ভোট বিজেপির জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ৷ কারণ, ওইদিনই সৌরাষ্ট্র অঞ্চলে ভোট ৷ সেখানকার 48টি আসনের মধ্যে 28টি 2017 সালে জিতেছিল কংগ্রেস ৷ 2012 সালে ওই অঞ্চলে 15টি আসন পেয়েছিল কংগ্রেস (Congress) ৷ ফলে পাঁচ বছরের ব্যবধানে ওই অঞ্চলে তাঁদের আসন বেড়েছে 13টি ৷ যদিও পরে দলবদল ও উপ-নির্বাচনের মাধ্যমে বিজেপি সেই ক্ষতি অনেকটাই পূরণ করে নিয়েছিল ৷

2017 সালে পতিদারদের বিজেপি বিরোধী ক্ষোভ প্রকাশ্যেই দেখা গিয়েছিল ৷ এবার যদি পরিস্থিতির বদল না হয়, তাহলে সৌরাষ্ট্রে নিজেদের শক্তি জাহির করার জন্য বিজেপির চেষ্টা অনেকটাই ধাক্কা খাবে ৷ সেই কারণে, পরিস্থিতির বদল ঘটাতে ওই অঞ্চলে দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছে বিজেপি ৷ দলের প্যাটেল নেতাদের শক্তি বৃদ্ধি করা হয়েছে ৷ আরও অনেক উদ্যোগ নেওয়া হয়েছে গেরুয়া শিবিরের তরফে ৷ তার মধ্যে কংগ্রেসের দল ভাঙানো, সেখান থেকে জনপ্রিয় নেতাদের বিজেপিতে নিয়ে আসাও ছিল ৷

গুজরাতের ভোটে এবার আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, যদি বিজেপি সৌরাষ্ট্রে ভালো ফল করতে না পারে, তাহলে সেই ক্ষতি তাদের পক্ষে দ্বিতীয় দফায় রাজ্যের উত্তর, মধ্য ও আদিবাসী অঞ্চল থেকে পূরণ করা কার্যত সম্ভব নয় ৷ তার অর্থ, সৌরাষ্ট্রের উপরই নির্ভর করছে যে গুজরাতে বিজেপির ফল কতটা ভালো হবে ৷

এদিকে 2017 সালে কংগ্রেসকে যাঁরা ভোট দিয়েছিলেন, তাঁরা প্রশ্ন তুলছেন যে কেন তাঁরা আবার কংগ্রেসকে ভোট দেবেন ? তাহলে তো জয়ীদের দলবদল করতে সুবিধা হবে ? এই প্রেক্ষাপটে দুর্বল কংগ্রেস ও তাদের থেকে শক্তিশালী বিজেপি সৌরাষ্ট্রে গেরুয়া শিবিরের জন্য আশার আলো তৈরি করছে ৷ কিন্তু আপ ও মোরবির দুর্ঘটনা পরিস্থিতি বদলে দিতেও পারে ৷

সৌরাষ্ট্রর সঙ্গে প্রথম দফায় ভোট দেবে দক্ষিণ গুজরাতও (South Gujarat) ৷ যে অঞ্চলের প্রাণকেন্দ্র সুরাত শহর ৷ বিজেপির রাজ্য সভাপতি সি আর পাটিল সুরাতের বাসিন্দা ৷ গুজরাতের বিজেপি সরকারের সবচেয়ে ক্ষমতাশালী মন্ত্রী হরিশ সাংভিও সুরাতের লোক ৷ ভৌগোলিক ভাবে দূরত্ব থাকলেও এই অঞ্চলে সৌরাষ্ট্রের রাজনৈতিক ভাবনার প্রভাব পড়তে শুরু করেছে ৷ এর কারণ, সুরাতের হীরে পালিশ করার সংস্থাগুলিতে সৌরাষ্ট্রের অনেক শ্রমিক কাজ করেন ৷ আবার তাঁরা যখন বাড়ি ফেরেন, তখন আবার সুরাতের ভাবনাচিন্তাগুলিকে সৌরাষ্ট্রে ফেলে আসেন ৷

অন্যদিকে 2015 সালে পাতিদার আনামত আন্দোলনের মাধ্যমে গোটা দেশের কাছে পরিচিত হয়েছিলেন হার্দিক প্যাটেল (Hardik Patel) ৷ সুরাতের যুব হীরে পালিশকারীদের মধ্যে তাঁর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে ৷ তিনি এখন বিজেপিতে ৷ সেটাও ভোটে একটা ফ্যাক্টর ৷ তবে 2021 এর ফেব্রুয়ারিতে স্থানীয় পৌরভোটে আপ 28 শতাংশ ভোট পেয়েছিল ৷ 27টি আসনে তারা জিতেছিল ৷ বোঝাই যাচ্ছে যে সুরাতে আপের (AAP) প্রভাব ক্রমশ বাড়ছে ৷ যা দক্ষিণ গুজরাতের অন্য অংশেও ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে ৷

আরও পড়ুন: গুজরাতে পাঁচ বিজেপি প্রার্থীর সম্পত্তি পরিমাণ প্রায় 1200 কোটি টাকা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.