বাম যুব সংগঠনের ডাকে ব্রিগেডে শুরু ইনসাফ-সমাবেশ, ইটিভি ভারতে দেখুন সরাসরি - Brigade
🎬 Watch Now: Feature Video
Published : Jan 7, 2024, 1:03 PM IST
|Updated : Jan 7, 2024, 3:43 PM IST
টানা 50 দিন ইনসাফ যাত্রার পর আজ ইনসাফ সভা ব্রিগেড ময়দানে। মীনাক্ষী মুখোপাধ্যায়, ধ্রুবজ্যোতি সাহা, কলতান দাশগুপ্ত মঞ্চে উপস্থিত। সভার ভাষণের আগে সাংগ্রামী গান দিয়ে শুরু। মূল মঞ্চের দু'পাশে শহীদ পরিবার ও যারা 50 দিন ইনসাফ যাত্রায় হেঁটেছেন তারাই আছেন। বক্তব্য রাখবেন, মহ সেলিম, আভাস রায়চৌধুরী,মীনাক্ষী মুখোপাধ্যায়, হিমাংনো রাজ ভট্টাচার্য, এ রহিম, সৃজন ভট্টাচার্য। সভাপতিত্নে ধ্রুবজ্যোতি সাহা।
সিপিএম যুব সংগঠনের বক্তব্য অনুযায়ী চুরি দুর্নীতির বিরুদ্ধে তারা এই ব্রিগেডে ইনসাফ সভা করছে। যেখানে গত ৩ নভেম্বর কোচবিহার থেকে শুরু হওয়া মিছিলে ও রাজ্যজুড়ে প্রায় এক লাখ কৌটো বিভিন্ন মানুষের বাড়ি পৌঁছেছিল আর্থিক সাহায্যের জন্য। যে কৌটোতে যারা সমাজে ভিক্ষা করেন তাঁরাও এক -দুই টাকা করে দিয়েছিলেন। বাস কন্ডাক্টর থেকে সাধারণ খেটে খাওয়া মানুষ সকলে তাঁদের সাধ্য মতো টাকা দেন। সেই টাকার হিসাব ৭ জানুয়ারি ব্রিগেড সমাবেশে দেওয়া হবে।
শনিবার রাত থেকেই কলকাতায় আসতে শুরু করেছেন বাম কর্মী-সমর্থকরা ৷ রবিবার সকালেও হাওড়া, শিয়ালদা স্টেশনে বাম কর্মী-সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতোই ৷ শহরের বিভিন্ন রাস্তা দিয়ে ডিওয়াইএফআই পতাকা হাতে মিছিল করে কর্মী-সমর্থকরা ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দেন ৷ 2008 সালে শেষ বার ব্রিগেডে বাম যুব সংগঠনের সমাবেশ হয়েছিল ৷ 15 বছর পর আজ ফের ৷