47তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার ঢাকে কাঠি, উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা - কলকাতা বইমেলা

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Jan 18, 2024, 3:52 PM IST

Updated : Jan 18, 2024, 5:05 PM IST

শুরু হল 47-তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা ৷ রীতি মেনে উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এবারের থিম কান্ট্রি ব্রিটেন ৷ এবারের বইমেলায় মোট 9টি প্রবেশদ্বার করা হয়েছে ৷ প্রতিটি প্রবেশদ্বারের নাম রাখা হয়েছে বিশিষ্ট ব্যক্তিবর্গের নামে ৷ মেলাজুড়ে থাকছে কড়া নিরাপত্তা ৷ মেলা উপলক্ষে মোট 200টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে সল্টলেকের সেন্ট্রাল পার্কে ৷ প্রতিদিনি বেলা 12টা থেকে রাত 8টা পর্যন্ত মেলা খোলা থাকবে ৷ কলকাতার বইমেলা শহরের সংস্কৃতিমনস্ক মানুষের কাছে অন্যতম প্রধান আকর্ষণের বিষয়বস্তু ৷ বইপ্রেমীরা সারাবছর এই মেলার জন্য অপেক্ষা করে থাকেন ৷ বইকে কেন্দ্র করে মানুষের এক বৃহৎ আদানপ্রদানের ক্ষেত্র হয়ে ওঠে এই বইমেলা ৷ বইমেলা আসলে মহানগরের স্বতন্ত্র মিলন মেলা ৷ আজ 18 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা ৷ 

Last Updated : Jan 18, 2024, 5:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.