হিংসা-বিধ্বস্ত মণিপুর থেকে শুরু কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা, দেখুন সরাসরি - ভারত জোড়ো ন্যায় যাত্রা

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Jan 14, 2024, 3:35 PM IST

Updated : Jan 14, 2024, 5:52 PM IST

Bharat Jodo Nyay Yatra: হিংসা-কবলিত মণিপুর থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ সরাসরি দেখুন ইটিভি ভারতে ৷ লোকসভা নির্বাচনের আগে এই যাত্রায় কেন্দ্রের ক্ষমতাসীন দলের নানা খামতি তুলে ধরবে কংগ্রেস ৷ যাত্রাটি 15টি রাজ্যের 100টি লোকসভা কেন্দ্রের মধ্যে দিয়ে যাবে এবং কংগ্রেসের বিশ্বাস, এটি রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রার মতো 'রূপান্তরমূলক' প্রমাণিত হবে । কংগ্রেস বলেছে যে, সরকার সংসদে জনগণের সমস্যাগুলি উত্থাপন করার সুযোগ দেয়নি বলে তারা এই যাত্রা বের করছে এবং এই উদ্যোগটি সংবিধানে অন্তর্ভুক্ত ন্যায়বিচার, স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্বের নীতিগুলি পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে । 

যাত্রাটি 6,713 কিলোমিটার পথ অতিক্রম করবে, বেশিরভাগই বাসে তবে পায়ে হেঁটেও হবে যাত্রা । এটি 67 দিনের মধ্যে 110টি জেলা ঘুরবে, 20 বা 21 মার্চ মুম্বইয়ে শেষ হওয়ার কথা রয়েছে । যদিও কংগ্রেস বারবার জোর দিয়েছে যে, এটি কোনও নির্বাচনী যাত্রা নয়, এটি গুরুত্বপূর্ণ কারণ দলটি দরিদ্রের ভাগ্য পুনরুদ্ধার করতে চায় । রাজনৈতিক মহলের ধারণা, 22 জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের থেকে নজর ঘোরাতে এই যাত্রাকে হাতিয়ার করতে চায় কংগ্রেস ৷

Last Updated : Jan 14, 2024, 5:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.