ETV Bharat / lifestyle

জুন থেকে শুরু হচ্ছে ৫G-র ট্রায়াল রান

স্যামসং, নোকিয়া ও এরিকসনকে তাদের হ্যান্ডসেটে ৫G-র ট্রায়াল রানের অনুমতি দিয়েছে সরকার। এয়ারটেল, ভোডাফোন আইডিয়া ও জিওর হাত ধরে ৫G-র ট্রায়াল রান হবে ভারতে।

ফোটো সৌজ্যন্যে PIXABAY
author img

By

Published : May 8, 2019, 8:55 PM IST

জুন মাস থেকে ৫G-র ট্রায়াল রান শুরু হচ্ছে ভারতে। তিন মাস অর্থাৎ অগাস্ট মাস পর্যন্ত চলবে এই ট্রায়াল রান। টেলিকম মন্ত্রকের প্যানেল ৫G ট্রায়ালের অনুমতি দেয়।

আগামী তিন মাসের জন্য ৫G নেটওয়ার্কে ট্রায়াল রানের জন্য এয়ারটেল, ভোডাফোন আইডিয়া ও জিওকে অনুমতি দিয়েছে। প্রয়োজন পড়লে সেই সময়সীমা একবছর পর্যন্ত করা হতে পারে বলে জানিয়েছে টেলিকম মন্ত্রকের প্যানেল।

সূত্রের খবর, স্যামসং, নোকিয়া ও এরিকসনকে তাদের হ্যান্ডসেটে ৫G-র ট্রায়াল রানের অনুমতি দিয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই ট্রায়াল রানের লাইসেন্স দিয়ে দেওয়া হবে সংস্থাগুলিকে। জুন মাস থেকে ট্রায়াল রান শুরু করবে সংস্থাগুলি।

সূত্রের খবর, জিও স্যামসংয়ের সঙ্গে যুক্ত হয়ে এই ট্রায়াল রান করবে। অন্যদিকে এয়ারটেল ও ভোডাফোন আইডিয়া নোকিয়ার সঙ্গে যুক্ত হবে। ট্রায়াল রান শেষ হওয়ার পর অক্টোবর মাসে ৫G-র স্পেকট্রাম বাজারে ছাড়তে পারে কেন্দ্রীয় সরকার।

জুন মাস থেকে ৫G-র ট্রায়াল রান শুরু হচ্ছে ভারতে। তিন মাস অর্থাৎ অগাস্ট মাস পর্যন্ত চলবে এই ট্রায়াল রান। টেলিকম মন্ত্রকের প্যানেল ৫G ট্রায়ালের অনুমতি দেয়।

আগামী তিন মাসের জন্য ৫G নেটওয়ার্কে ট্রায়াল রানের জন্য এয়ারটেল, ভোডাফোন আইডিয়া ও জিওকে অনুমতি দিয়েছে। প্রয়োজন পড়লে সেই সময়সীমা একবছর পর্যন্ত করা হতে পারে বলে জানিয়েছে টেলিকম মন্ত্রকের প্যানেল।

সূত্রের খবর, স্যামসং, নোকিয়া ও এরিকসনকে তাদের হ্যান্ডসেটে ৫G-র ট্রায়াল রানের অনুমতি দিয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই ট্রায়াল রানের লাইসেন্স দিয়ে দেওয়া হবে সংস্থাগুলিকে। জুন মাস থেকে ট্রায়াল রান শুরু করবে সংস্থাগুলি।

সূত্রের খবর, জিও স্যামসংয়ের সঙ্গে যুক্ত হয়ে এই ট্রায়াল রান করবে। অন্যদিকে এয়ারটেল ও ভোডাফোন আইডিয়া নোকিয়ার সঙ্গে যুক্ত হবে। ট্রায়াল রান শেষ হওয়ার পর অক্টোবর মাসে ৫G-র স্পেকট্রাম বাজারে ছাড়তে পারে কেন্দ্রীয় সরকার।

********************
Thank you for using CCTV+ content.Please contact Ms. Haley HE at service@cctvplus.com or call +86 10 63960094 for any further enquiries about CCTV+ content.
********************
Beijing, China - May 8, 2019 (CCTV - No access Chinese mainland)
1. Chinese Foreign Ministry briefing in progress
2. Press
3. SOUNDBITE (Chinese) Geng Shuang, spokesman, Chinese Ministry of Foreign Affairs:
"China has played an important part to ensure that the Paris Agreement was reached, signed, and going into effect. China has been highly praised by the international community for this. On the contrary, it is clear who pulled out of the Paris Agreement, and is hindering the international community's joint efforts to tackle climate change."
4.Various of press
5. SOUNDBITE (Chinese) Geng Shuang, spokesman, Chinese Ministry of Foreign Affairs:
"According to the media, the 11th Arctic Council Ministerial Meeting failed to issue a joint declaration due to the U.S. disagreeing with other members over the climate change issue. This is the first time such a thing happens to the council in its history of 23 years. To this, China expresses its regret."
6. Various of press
7. SOUNDBITE (Chinese) Geng Shuang, spokesman, Chinese Ministry of Foreign Affairs:
"China is steadily promoting the construction of ecological environment and actively participating in the cooperation of the international community to tackle climate change. China's emission reduction measures are having a positive impact on the climate and ecological environment of the Arctic. We would like to work with all parties to reach political consensus, strengthen cooperation and communication and effectively address the challenges to the Arctic created by climate change."
8. Various of press
China's emission reduction measures are taking positive effects on the climate and ecological environment of the Arctic, said a Chinese foreign ministry spokesman on Wednesday.
During the 11th Arctic Council Ministerial Meeting in Rovaniemi, northern Finland, U.S. Secretary of State Mike Pompeo criticized China's role in affairs concerning the Arctic's climate.
In response, foreign ministry spokesman Geng Shuang said: "China has played an important part to ensure that the Paris Agreement was reached, signed, and going into effect. China has been highly praised by the international community for this. On the contrary, it is clear who pulled out of the Paris Agreement, and is hindering the international community's joint efforts to tackle climate change."
The Arctic Council Ministerial Meeting concluded on Tuesday, yet no agreement was reached due to U.S. objections.
"According to the media, the 11th Arctic Council Ministerial Meeting failed to issue a joint declaration due to the U.S. disagreeing with other members over the climate change issue. This is the first time such a thing happens to the council in its history of 23 years. To this, China expresses its regret," said Geng.
Geng said the Arctic's unique geography and fragile natural environment has made it more vulnerable to climate change and global warming, hence it is important to tackle such problems in order to maintain sustainable development in the Arctic.
"China is steadily promoting the construction of ecological environment and actively participating in the cooperation of the international community to tackle climate change. China's emission reduction measures are having a positive impact on the climate and ecological environment of the Arctic. We would like to work with all parties to reach political consensus, strengthen cooperation and communication and effectively address the challenges to the Arctic created by climate change," said Geng.
********************
Thank you for using CCTV+ content.Please contact Ms. Haley HE at service@cctvplus.com or call +86 10 63960094 for any further enquiries about CCTV+ content.
********************
Copyright 2013 CCTV. All rights reserved.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.