ETV Bharat / lifestyle

অডিয়ো নোট শোনা আরও সহজ হবে হোয়াটসঅ্য়াপে, বেটা টেস্টিং শুরু - Whats app

নতুন ফিচার আনছে হোয়াটসঅ্য়াপ ৷ সংস্থার তরফে এবিষয়ে তেমন কিছু জানানো হয়নি ৷ তবে একটি টুইটার হ্য়ান্ডেল থেকে এই খবর জানানো হয়েছে ৷

whatsapp
হোয়াটসঅ্য়াপ
author img

By

Published : Apr 25, 2021, 4:25 PM IST

হোয়াটসঅ্য়াপের অডিয়ো নোট শোনার ক্ষেত্রে আরও সুবিধা দিতে বিশেষ ফিচার আসছে সংস্থাটি ৷ সপ্তাহ খানেক আগেই সেই খবর সামনে আসে ৷ এবার পাবলিক বেটা ভার্সনে সেটির টেস্টিং শুরু হল ৷ অ্য়ান্ড্রয়েড বেটা 2.21.9.4 ভার্সনের অ্য়াপটি কিছু সংখ্য়াক ব্য়বহারকারীর ফোনে দেওয়া হয়েছে ৷ এবং তাঁরাই পুরো প্রক্রিয়াটির টেস্টিং করছেন ৷

সংস্থার তরফে জানানো হয়েছে, এখনও সম্পূর্ণভাবে ওই ফিচারটি প্রস্তুত করা সম্ভব হয়নি ৷ ফিচারটির বেশ কিছু কাজ এখনও বাকি আছে ৷ আর তারপর সম্পূর্ণ ভার্সটির টেস্টিং হলে সেটি সব ব্য়বহারকারীর জন্য় ছাড়া হবে ৷

আরও পড়ুন- শেষ দফার 23% প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা, খুনে অভিযুক্ত 6

ফিচারটি কী ভাবে কাজ করবে ?

অনেকসময় বেশি দৈর্ঘ্য়ের অডিয়ো নোট শুনতে তা দীর্ঘক্ষণ সময় লাগে ৷ কিন্তু নতুন এই ফিচারে যে কোনও অডিয়ো নোট ফার্স্ট ফরোয়ার্ড করে শোনা যাবে ৷ ফলে লম্বা দৈর্ঘের কোনও অডিয়ো নোট শুনতে সময় লাগবে খুবই কম ৷

সংস্থার তরফে এবিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি ৷ তবে ডব্লু এ বেটা ইনফো নামে একটি টুইটার হ্য়ান্ডেল থেকে জানানো হয়েছে 1x, 1.5x এবং 2x এই তিনটি স্পিড লেভেল দেওয়া হবে ৷ নিজেদের প্রয়োজনমতো সেগুলি ব্য়বহার করতে পারবেন ব্য়বহারকারীরা ৷

হোয়াটসঅ্য়াপের অডিয়ো নোট শোনার ক্ষেত্রে আরও সুবিধা দিতে বিশেষ ফিচার আসছে সংস্থাটি ৷ সপ্তাহ খানেক আগেই সেই খবর সামনে আসে ৷ এবার পাবলিক বেটা ভার্সনে সেটির টেস্টিং শুরু হল ৷ অ্য়ান্ড্রয়েড বেটা 2.21.9.4 ভার্সনের অ্য়াপটি কিছু সংখ্য়াক ব্য়বহারকারীর ফোনে দেওয়া হয়েছে ৷ এবং তাঁরাই পুরো প্রক্রিয়াটির টেস্টিং করছেন ৷

সংস্থার তরফে জানানো হয়েছে, এখনও সম্পূর্ণভাবে ওই ফিচারটি প্রস্তুত করা সম্ভব হয়নি ৷ ফিচারটির বেশ কিছু কাজ এখনও বাকি আছে ৷ আর তারপর সম্পূর্ণ ভার্সটির টেস্টিং হলে সেটি সব ব্য়বহারকারীর জন্য় ছাড়া হবে ৷

আরও পড়ুন- শেষ দফার 23% প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা, খুনে অভিযুক্ত 6

ফিচারটি কী ভাবে কাজ করবে ?

অনেকসময় বেশি দৈর্ঘ্য়ের অডিয়ো নোট শুনতে তা দীর্ঘক্ষণ সময় লাগে ৷ কিন্তু নতুন এই ফিচারে যে কোনও অডিয়ো নোট ফার্স্ট ফরোয়ার্ড করে শোনা যাবে ৷ ফলে লম্বা দৈর্ঘের কোনও অডিয়ো নোট শুনতে সময় লাগবে খুবই কম ৷

সংস্থার তরফে এবিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি ৷ তবে ডব্লু এ বেটা ইনফো নামে একটি টুইটার হ্য়ান্ডেল থেকে জানানো হয়েছে 1x, 1.5x এবং 2x এই তিনটি স্পিড লেভেল দেওয়া হবে ৷ নিজেদের প্রয়োজনমতো সেগুলি ব্য়বহার করতে পারবেন ব্য়বহারকারীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.