ETV Bharat / lifestyle

হেট স্পিচ রুখতে ইউ টিউবের বিজ্ঞাপনে কড়া নজর গুগলের - হেট স্পিচ

হেট স্পিচ রুখতে তত্পর টেক জায়েন্ট গুগল ৷ ইউ টিউবের বিজ্ঞাপনে হেট স্পিচ রুখতে চলছে বিশেষ নজরদারি ৷ অনেক কনটেন্ট ব্লকও করে দেওয়া হয়েছে ৷

Tech giant Google updates YouTube ad targeting terms to remove hate speech
হেড স্পিচ রুখতে ইউ টিউবের বিজ্ঞাপনে কড়া নজর গুগলের
author img

By

Published : Apr 13, 2021, 12:14 PM IST

Updated : Apr 13, 2021, 1:01 PM IST

সান ফ্রান্সিসকো, 13 এপ্রিল: হেট স্পিচের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ টেক জায়েন্ট গুগলের ৷ ইউ টিউব ভিডিয়োতে বিজ্ঞাপনের কিওয়ার্ডস হিসেবে যে কুত্সামূলক বক্তব্য ব্যবহার করা হয়ে থাকে, সে রকম বহু কনটেন্টকে ব্লক করা হয়েছে বলে গুগলের তরফে জানানো হয়েছে ৷

বিজ্ঞাপনদাতারা ইউ টিউবের কোন ভিডিয়োতে বিজ্ঞাপন দেবেন, তা ঠিক করতে "হোয়াইট লাইভস ম্যাটার" ও "হোয়াইট পাওয়ার" লিখে সার্চ করে থাকেন ৷ মার্কআপের এই পর্যবেক্ষণের কথা জানিয়েছে ভার্জ ৷ রিপোর্টে এটাও দেখা গিয়েছে যে, যে বিজ্ঞাপনদাতারা কোনও ভিডিয়ো বা চ্যানেলে বিজ্ঞাপন দেওয়ার জন্য "ব্ল্যাক লাইভস ম্যাটার" লিখে সার্চ করেছেন, তাঁদের ব্লক করে দিয়েছে গুগল ৷

এ বিষয়ে গুগলের প্রতিক্রিয়া জানতে চাইলে মার্কআপকে টেক জায়েন্ট বলেছে, "ব্ল্যাক এক্সিলেন্স" ও "নাগরিক অধিকার"-সহ বর্ণ বৈষম্যমূলক ও সামাজিক ন্যায়বিচার লঙ্ঘনকারী বিষয়গুলিকে ব্লক করে দিয়েছে কোম্পানি ৷ গুগলের এক মুখপাত্রের কথায়, "আমরা ঘৃণা ও হেনস্থার বিষয়টিকে খুব গুরুত্ব দিই এবং যতটা সম্ভব দৃঢ়তার সঙ্গে এর নিন্দা করি ৷"

তিনি আরও বলেছেন, "এই কনটেন্টে ইউ টিউবে কোনও বিজ্ঞাপন কখনও চলেনি, কারণ এই তদন্ত প্রক্রিয়ায় কাজ করে আমাদের বহু-স্তরীয় এনফোর্সমেন্ট রণকৌশল ৷ তবে যে টার্ম ব্যবহার করা হয়েছে, তা নিঃসন্দেহে আক্রমণাত্মক ও ক্ষতিকর ৷ এটা সার্চ করা কখনওই উচিত না ৷ আমাদের দল এই সমস্যাটি নিয়ে কাজ করছে ৷ আমাদের এনফোর্সমেন্ট নীতি লঙ্ঘন করে এমন টার্ম ব্লক করা হচ্ছে ৷ এ ব্যাপারে আমরা নজরদারি বজায় রাখব ৷"

আরও পড়ুন: অমিত শাহের ইস্তফা চাইলেন বাংলার 56 বিদ্বজ্জন

তাদের প্ল্যাটফর্মে যাতে ক্ষতিকর বিজ্ঞাপন না-চলে, সেই সুরক্ষা সুনিশ্চিত করতে ইউ টিউবের বহু স্তরীয় ব্যবস্থা কাজ করছে বলে জানানো হয়েছে ৷ যে সব ভিডিয়োতে হেট স্পিচ রয়েছে, সে গুলি প্রতিনিয়ত মুছে ফেলে ইউ টিউব ৷

গত বছর এই কোম্পানি জানিয়েছিল, নিয়ম ভাঙার জন্য 867 মিলিয়ন বিজ্ঞাপনকে সরিয়ে দিয়েছিল তারা ৷ সবমিলিয়ে খারাপ বিজ্ঞাপনের সংখ্যা ছিল 3 বিলিয়নেরও বেশি ৷

2019 সালে সাদা আধিপত্য বিস্তারকারী কনটেন্ট নিষিদ্ধ করেছিল ইউ টিউব ৷ বলা হয়েছিল, কোম্পানির হেড স্পিচ নীতিকে বারবার লঙ্ঘনকারী ভিডিয়ো যাতে বিজ্ঞাপনের মাধ্যমে অর্থ উপার্জন করতে না-পারে, তা নিশ্চিত করা হবে ৷

সান ফ্রান্সিসকো, 13 এপ্রিল: হেট স্পিচের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ টেক জায়েন্ট গুগলের ৷ ইউ টিউব ভিডিয়োতে বিজ্ঞাপনের কিওয়ার্ডস হিসেবে যে কুত্সামূলক বক্তব্য ব্যবহার করা হয়ে থাকে, সে রকম বহু কনটেন্টকে ব্লক করা হয়েছে বলে গুগলের তরফে জানানো হয়েছে ৷

বিজ্ঞাপনদাতারা ইউ টিউবের কোন ভিডিয়োতে বিজ্ঞাপন দেবেন, তা ঠিক করতে "হোয়াইট লাইভস ম্যাটার" ও "হোয়াইট পাওয়ার" লিখে সার্চ করে থাকেন ৷ মার্কআপের এই পর্যবেক্ষণের কথা জানিয়েছে ভার্জ ৷ রিপোর্টে এটাও দেখা গিয়েছে যে, যে বিজ্ঞাপনদাতারা কোনও ভিডিয়ো বা চ্যানেলে বিজ্ঞাপন দেওয়ার জন্য "ব্ল্যাক লাইভস ম্যাটার" লিখে সার্চ করেছেন, তাঁদের ব্লক করে দিয়েছে গুগল ৷

এ বিষয়ে গুগলের প্রতিক্রিয়া জানতে চাইলে মার্কআপকে টেক জায়েন্ট বলেছে, "ব্ল্যাক এক্সিলেন্স" ও "নাগরিক অধিকার"-সহ বর্ণ বৈষম্যমূলক ও সামাজিক ন্যায়বিচার লঙ্ঘনকারী বিষয়গুলিকে ব্লক করে দিয়েছে কোম্পানি ৷ গুগলের এক মুখপাত্রের কথায়, "আমরা ঘৃণা ও হেনস্থার বিষয়টিকে খুব গুরুত্ব দিই এবং যতটা সম্ভব দৃঢ়তার সঙ্গে এর নিন্দা করি ৷"

তিনি আরও বলেছেন, "এই কনটেন্টে ইউ টিউবে কোনও বিজ্ঞাপন কখনও চলেনি, কারণ এই তদন্ত প্রক্রিয়ায় কাজ করে আমাদের বহু-স্তরীয় এনফোর্সমেন্ট রণকৌশল ৷ তবে যে টার্ম ব্যবহার করা হয়েছে, তা নিঃসন্দেহে আক্রমণাত্মক ও ক্ষতিকর ৷ এটা সার্চ করা কখনওই উচিত না ৷ আমাদের দল এই সমস্যাটি নিয়ে কাজ করছে ৷ আমাদের এনফোর্সমেন্ট নীতি লঙ্ঘন করে এমন টার্ম ব্লক করা হচ্ছে ৷ এ ব্যাপারে আমরা নজরদারি বজায় রাখব ৷"

আরও পড়ুন: অমিত শাহের ইস্তফা চাইলেন বাংলার 56 বিদ্বজ্জন

তাদের প্ল্যাটফর্মে যাতে ক্ষতিকর বিজ্ঞাপন না-চলে, সেই সুরক্ষা সুনিশ্চিত করতে ইউ টিউবের বহু স্তরীয় ব্যবস্থা কাজ করছে বলে জানানো হয়েছে ৷ যে সব ভিডিয়োতে হেট স্পিচ রয়েছে, সে গুলি প্রতিনিয়ত মুছে ফেলে ইউ টিউব ৷

গত বছর এই কোম্পানি জানিয়েছিল, নিয়ম ভাঙার জন্য 867 মিলিয়ন বিজ্ঞাপনকে সরিয়ে দিয়েছিল তারা ৷ সবমিলিয়ে খারাপ বিজ্ঞাপনের সংখ্যা ছিল 3 বিলিয়নেরও বেশি ৷

2019 সালে সাদা আধিপত্য বিস্তারকারী কনটেন্ট নিষিদ্ধ করেছিল ইউ টিউব ৷ বলা হয়েছিল, কোম্পানির হেড স্পিচ নীতিকে বারবার লঙ্ঘনকারী ভিডিয়ো যাতে বিজ্ঞাপনের মাধ্যমে অর্থ উপার্জন করতে না-পারে, তা নিশ্চিত করা হবে ৷

Last Updated : Apr 13, 2021, 1:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.