ETV Bharat / lifestyle

কীভাবে পাবেন হোয়াটসঅ্য়াপে হোলি স্টিকার ? - Whatsapp

আজ হোলি ৷ সকালে একদফা শুভেচ্ছা বিনিময়ের পর রং নিয়ে ব্য়স্ত আট থেকে আশি ৷ দুপুরে ফের শুভেচ্ছা বিনিময় ৷ তারজন্য় দরকার কোনও ছোট সাইজের ছবি বা স্টিকার ৷ কীভাবে হোয়াটসঅ্য়াপে পাবেন হোলি স্টিকার ? জেনে নিন-

whatsapp
হোয়াটসঅ্য়াপ
author img

By

Published : Mar 29, 2021, 5:07 PM IST

চিঠি পাঠিয়ে শুভেচ্ছা বিনিময় আজ প্রায় শেষ ৷ ফোন করে বা হোয়াটসঅ্য়াপ মেসেজের কদর বাড়ছে দিন দিন ৷ সকাল-রাত্রি বা বিশেষ দিন হোয়াটসঅ্য়াপে একটা স্টিকার যথেষ্ট নতুন প্রজন্মের কাছে শুভেচ্ছা বিনিময়ের জন্য় ৷

আজ হোলি ৷ সকালে একদফা শুভেচ্ছা বিনিময়ের পর রং নিয়ে ব্য়স্ত আট থেকে আশি ৷ ফের দুপুরে চলবে শুভেচ্ছা বিনিময় ৷ তারজন্য় দরকার কোনও ছোট সাইজের ছবি বা স্টিকার ৷ কীভাবে হোয়াটসঅ্য়াপে পাবেন হোলি স্টিকার ? তারজন্য় রইল বিস্তারিত তথ্য়-

প্রথমে যে প্রিয়জনকে হোলির শুভেচ্ছা জানাতে চান তাঁর চ্য়াট উইন্ডো ওপেন করুন ৷ এরপর স্মাইলি আইকনে ক্লিক করে স্টিকার আইকন পছন্দ করুন ৷

আরও পড়ুন- ফেসবুকে আসছে নতুন ফিচার, সুবিধা হবে আপনারও

দ্বিতীয় ধাপে + আইকনে ক্লিক করুন ৷ যেখান থেকে আপনি সরাসরি স্টিকার লাইব্রেরিতে চলে যাবেন ৷ এরপর স্ক্রোল ডাউন করুন ৷ সবশেষে একটি অপশন পাবেন , যার নাম গেট মোর স্টিকার ৷ সেখানে ক্লিক করুন ৷

ওখানে ক্লিক করলেই আপনি সরাসরি চলে যাবেন গুগল প্লে স্টোরে ৷ সেখানে টাইপ করতে হবে হোলি হোয়াটসঅ্য়াপ স্টিকার ৷ তারপর বেশ কিছু স্টিকারের প্য়াক দেখা যাবে ৷ এরপর আপনার পছন্দমতো যে কোনও একটি প্য়াক ডাউনলোড করে নিন ৷

এরপর ফের আপনার প্রিয়জনের চ্য়াট উইন্ডোতে চলে যান ৷ একইভাবে স্মাইলি অপশনে ক্লিক করে স্টিকার ওপেন করলেই পেয়ে যাবেন হোলি স্টিকার ৷

চিঠি পাঠিয়ে শুভেচ্ছা বিনিময় আজ প্রায় শেষ ৷ ফোন করে বা হোয়াটসঅ্য়াপ মেসেজের কদর বাড়ছে দিন দিন ৷ সকাল-রাত্রি বা বিশেষ দিন হোয়াটসঅ্য়াপে একটা স্টিকার যথেষ্ট নতুন প্রজন্মের কাছে শুভেচ্ছা বিনিময়ের জন্য় ৷

আজ হোলি ৷ সকালে একদফা শুভেচ্ছা বিনিময়ের পর রং নিয়ে ব্য়স্ত আট থেকে আশি ৷ ফের দুপুরে চলবে শুভেচ্ছা বিনিময় ৷ তারজন্য় দরকার কোনও ছোট সাইজের ছবি বা স্টিকার ৷ কীভাবে হোয়াটসঅ্য়াপে পাবেন হোলি স্টিকার ? তারজন্য় রইল বিস্তারিত তথ্য়-

প্রথমে যে প্রিয়জনকে হোলির শুভেচ্ছা জানাতে চান তাঁর চ্য়াট উইন্ডো ওপেন করুন ৷ এরপর স্মাইলি আইকনে ক্লিক করে স্টিকার আইকন পছন্দ করুন ৷

আরও পড়ুন- ফেসবুকে আসছে নতুন ফিচার, সুবিধা হবে আপনারও

দ্বিতীয় ধাপে + আইকনে ক্লিক করুন ৷ যেখান থেকে আপনি সরাসরি স্টিকার লাইব্রেরিতে চলে যাবেন ৷ এরপর স্ক্রোল ডাউন করুন ৷ সবশেষে একটি অপশন পাবেন , যার নাম গেট মোর স্টিকার ৷ সেখানে ক্লিক করুন ৷

ওখানে ক্লিক করলেই আপনি সরাসরি চলে যাবেন গুগল প্লে স্টোরে ৷ সেখানে টাইপ করতে হবে হোলি হোয়াটসঅ্য়াপ স্টিকার ৷ তারপর বেশ কিছু স্টিকারের প্য়াক দেখা যাবে ৷ এরপর আপনার পছন্দমতো যে কোনও একটি প্য়াক ডাউনলোড করে নিন ৷

এরপর ফের আপনার প্রিয়জনের চ্য়াট উইন্ডোতে চলে যান ৷ একইভাবে স্মাইলি অপশনে ক্লিক করে স্টিকার ওপেন করলেই পেয়ে যাবেন হোলি স্টিকার ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.