২৯টি বিউটি ক্যামেরা অ্যাপকে প্লেস্টোর থেকে ডিলিট করে দিল গুগল। তাদের বিরুদ্ধে গ্রাহকদের তথ্য চুরির অভিযোগ রয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সাইবার সিকিউরিটি ফার্ম সম্প্রতি একটি রিপোর্ট পেশ করে। সেই রিপোর্টে তারা জানায়, গুগল ২৯টি বিউটি ক্যামেরা অ্যাপকে ডিলিট করেছে। এই অ্যাপগুলো গ্রাহকদের তথ্য চুরি করত। পাশাপাশি পর্নগ্রাফিক কনটেন্ট গ্রাহকদের সঙ্গে শেয়ার করত। বিশেষত ভারতীয় গ্রাহকরা ছিল তাদের লক্ষ্য।
এই অ্যাপগুলির মধ্যে বেশিরভাগ অ্যাপ লক্ষাধিকবার ডাউনলোড করা হয়েছে। সংস্থাটি জানায়, অ্যাপটি গ্রাহকদের ফোনে জোর করে অ্যাড চালাত। তারমধ্যে থাকত মালিশিয়স অ্যাডও। যাতে থাকত পর্নোগ্রাফিও। পাশাপাশি অনেক অ্যাপ গ্রাহকদের তথ্যও চাইত।