ETV Bharat / lifestyle

গ্রাহকদের তথ্যচুরির অভিযোগ, প্লেস্টোর থেকে ডিলিট ২৯টি অ্যাপ

author img

By

Published : Feb 5, 2019, 7:01 AM IST

ক্যামেরার আড়ালেই চলত গ্রাহকদের তথ্য পাচার

ছবিটি প্রতীকী

২৯টি বিউটি ক্যামেরা অ্যাপকে প্লেস্টোর থেকে ডিলিট করে দিল গুগল। তাদের বিরুদ্ধে গ্রাহকদের তথ্য চুরির অভিযোগ রয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সাইবার সিকিউরিটি ফার্ম সম্প্রতি একটি রিপোর্ট পেশ করে। সেই রিপোর্টে তারা জানায়, গুগল ২৯টি বিউটি ক্যামেরা অ্যাপকে ডিলিট করেছে। এই অ্যাপগুলো গ্রাহকদের তথ্য চুরি করত। পাশাপাশি পর্নগ্রাফিক কনটেন্ট গ্রাহকদের সঙ্গে শেয়ার করত। বিশেষত ভারতীয় গ্রাহকরা ছিল তাদের লক্ষ্য।

এই অ্যাপগুলির মধ্যে বেশিরভাগ অ্যাপ লক্ষাধিকবার ডাউনলোড করা হয়েছে। সংস্থাটি জানায়, অ্যাপটি গ্রাহকদের ফোনে জোর করে অ্যাড চালাত। তারমধ্যে থাকত মালিশিয়স অ্যাডও। যাতে থাকত পর্নোগ্রাফিও। পাশাপাশি অনেক অ্যাপ গ্রাহকদের তথ্যও চাইত।

২৯টি বিউটি ক্যামেরা অ্যাপকে প্লেস্টোর থেকে ডিলিট করে দিল গুগল। তাদের বিরুদ্ধে গ্রাহকদের তথ্য চুরির অভিযোগ রয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সাইবার সিকিউরিটি ফার্ম সম্প্রতি একটি রিপোর্ট পেশ করে। সেই রিপোর্টে তারা জানায়, গুগল ২৯টি বিউটি ক্যামেরা অ্যাপকে ডিলিট করেছে। এই অ্যাপগুলো গ্রাহকদের তথ্য চুরি করত। পাশাপাশি পর্নগ্রাফিক কনটেন্ট গ্রাহকদের সঙ্গে শেয়ার করত। বিশেষত ভারতীয় গ্রাহকরা ছিল তাদের লক্ষ্য।

এই অ্যাপগুলির মধ্যে বেশিরভাগ অ্যাপ লক্ষাধিকবার ডাউনলোড করা হয়েছে। সংস্থাটি জানায়, অ্যাপটি গ্রাহকদের ফোনে জোর করে অ্যাড চালাত। তারমধ্যে থাকত মালিশিয়স অ্যাডও। যাতে থাকত পর্নোগ্রাফিও। পাশাপাশি অনেক অ্যাপ গ্রাহকদের তথ্যও চাইত।


Ahmedabad (Gujarat), Feb 04 (ANI): Mutual tolerance and regards for the belief of other religions is the characteristic of Indian society. Showcasing this unification of faiths in the country, a mosque in Gujarat had recently opened an exhibition for the people to give them an overall perspective of rituals performed in Islam religion. Take a look. A mosque in Gujarat has recently opened its doors for people across all religions. Masjid Umar Bin Khattab located in Rakhial area has started an exhibition where people from any religion can come and witness the ritualistic activities performed in the Mosque. The exhibition showcases different manifestations of Quran as understood by the followers of Islam since ages. Walls in the mosque were covered with posters illustrating methods and traditions practiced by Muslims during their daily offerings of Namaz. A Namaz session was also organized for the visitors who were keen on learning Islamic traditions and looking for oneness among diverse faiths. The main motto behind organizing this event is that, there are people following different faiths reside in our country unfortunately a lot of people do not about different religions. The main reason behind organizing this exhibition in the mosque is that the people belonging to different religions get to learn about each other's faith. The initiative undertaken by the mosque to bring different religions closer was well absorbed and appreciated by the visitors. Events like these happening across the country play a major role in strengthening the secular fabric of our country.

For All Latest Updates

TAGGED:

google play
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.