ETV Bharat / jagte-raho

প্রয়াগরাজে একই পরিবারের চার জনের মৃত্যু - প্রয়াগরাজে একই বাড়ির 4 সদস্যের খুন

প্রয়াগরাজে বাড়ি থেকে উদ্ধার 4 সদস্যের । তদন্ত চালাচ্ছে পুলিশ ।

murder case in prayagraj
murder case in prayagraj
author img

By

Published : Jul 3, 2020, 10:56 PM IST

প্রয়াগরাজ, 3 জুলাই : শুক্রবার একই পরিবারের 4 সদস্যের মৃতদেহ উদ্ধার নিজের বাড়ি থেকে । আহত এক মহিলাকে উদ্ধার করা হয়েছে । উত্তর প্রদেশের পটেল নগরের নবাব গঞ্জের ঘটনা । পুলিশের তদন্ত চলছে ।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই বাড়িতে দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে ওই মহিলা ছিলেন । সঙ্গে ছিলেন এক ব্যক্তি । প্রাথমিক অনুমান, কেউ বা কারা এসে তাদের উপর হামলা চালায় । তাদের হত্যা করা হয়েছে । আহতকে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে । মৃতদেহগুলিকে ময়নাতদন্তে পাঠানো হয়েছে ।

খবর পেয়ে ঘটনাস্থানে প্রয়াগরাজ থানার পুলিশ পৌঁছায় । কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তদন্ত শুরু করেছে ।

প্রয়াগরাজে একই পরিবারের চার জনের মৃত্যু

প্রয়াগরাজ, 3 জুলাই : শুক্রবার একই পরিবারের 4 সদস্যের মৃতদেহ উদ্ধার নিজের বাড়ি থেকে । আহত এক মহিলাকে উদ্ধার করা হয়েছে । উত্তর প্রদেশের পটেল নগরের নবাব গঞ্জের ঘটনা । পুলিশের তদন্ত চলছে ।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই বাড়িতে দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে ওই মহিলা ছিলেন । সঙ্গে ছিলেন এক ব্যক্তি । প্রাথমিক অনুমান, কেউ বা কারা এসে তাদের উপর হামলা চালায় । তাদের হত্যা করা হয়েছে । আহতকে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে । মৃতদেহগুলিকে ময়নাতদন্তে পাঠানো হয়েছে ।

খবর পেয়ে ঘটনাস্থানে প্রয়াগরাজ থানার পুলিশ পৌঁছায় । কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তদন্ত শুরু করেছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.