ETV Bharat / jagte-raho

সম্পত্তির জন্য বাবাকে পিটিয়ে খুন, গ্রেপ্তার যুবক - arrested is accusation of Murder

বাবাকে খুনের অভিযোগে গ্রেপ্তার করা হল যুবক ও তার বিবিকে ৷ সম্পত্তি লিখে দেওয়ার জন্য অভিযুক্ত যুবক প্রায়ই তার বাবাকে মারধর করত বলে জানা গেছে ৷

মৃত ইসা আলি লস্কর
author img

By

Published : Aug 21, 2019, 3:18 AM IST

বারুইপুর, 21 অগাস্ট : নিজের নামে সম্পত্তি লিখে দেওয়ার জন্য মদ্যপ অবস্থায় প্রায়ই বাবাকে মারধর করত ছেলে । এর আগে একবার বাবাকে মারধর করায় জেলেও গেছে । এবার সেই ছেলে আক্তার আলি লস্করের বিরুদ্ধে বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল । ঘটনায় বউমা সাহানারা জড়িত বলে অভিযোগ মৃতের বিবি জহরার । মৃতের নাম ইসা আলি লস্কর(৬৩) । বারুইপুর থানার কল্যাণপুর এলাকার ঘটনা । মৃতের বিবির অভিযোগের ভিত্তিতে আক্তার ও সাহানারাকে গ্রেপ্তার করেছে বারুইপুর থানার পুলিশ ।

দক্ষিণ 24 পরগনার বারুইপুর থানার কল্যাণপুরে বাড়ি জোহরাদের । অভিযোগ, সম্পত্তির জন্য প্রায়শই বাবাকে মারধর করত আক্তার । যার জেরে কিছুদিন আগে জেলেও গেছিল সে । সোমবার জামিনে ছাড়া পায় । বাড়িতে এসেই বাবার উপর ফের চড়াও হয় । বেধড়ক মারধর করে ইসাকে । এই ঘটনায় আক্তারকে বিবি সাহানারা সঙ্গ দেয় । ওই যুবক ও তার বিবির মারধরের ফলে মাটিতে লুটিয়ে পড়েন ইসা । সেইসময় বাড়িতে আসেন আক্তারের ভাগনে রোহিত শেখ । বাধা দিতে গেলে রোহিতকেও আক্তার মারধর করে বলে অভিযোগ । এরপর কোনওরকমে আক্তারকে আটকান রোহিত । গুরুতর অবস্থায় বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান ইসাকে । সেখানে প্রবীণ ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করা হয় ।

মৃতের বিবি জোহরা বলেন, "কিছুদিন ধরেই সম্পত্তি লিখে দেওয়ার জন্য শওহর ও আমাকে চাপ দিচ্ছিল ছেলে-বউমা । আমরা সম্পতি দিতে অস্বীকার করায় প্রায়ই মদ খেয়ে এসে বাড়িতে ঝামেলা করত । ক'দিন আগে ইট দিয়ে মেরে আমার শওহরের মাথা ফাটিয়ে দিয়েছিল আক্তার । সোমবার ফের আমার ছেলে-বউমা লাঠি দিয়ে মারধর করতে শুরু করে । লাথি-ঘুষিও মারেন । তারপরই উনি মাটিতে লুটিয়ে পড়েন । আমি ওদের শাস্তি চাই । "

মৃত ইসার বিবি জোহরার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ছেলে ও বউমাকে গ্রেপ্তার করেছে বারুইপুর থানার পুলিশ । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

বারুইপুর, 21 অগাস্ট : নিজের নামে সম্পত্তি লিখে দেওয়ার জন্য মদ্যপ অবস্থায় প্রায়ই বাবাকে মারধর করত ছেলে । এর আগে একবার বাবাকে মারধর করায় জেলেও গেছে । এবার সেই ছেলে আক্তার আলি লস্করের বিরুদ্ধে বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল । ঘটনায় বউমা সাহানারা জড়িত বলে অভিযোগ মৃতের বিবি জহরার । মৃতের নাম ইসা আলি লস্কর(৬৩) । বারুইপুর থানার কল্যাণপুর এলাকার ঘটনা । মৃতের বিবির অভিযোগের ভিত্তিতে আক্তার ও সাহানারাকে গ্রেপ্তার করেছে বারুইপুর থানার পুলিশ ।

দক্ষিণ 24 পরগনার বারুইপুর থানার কল্যাণপুরে বাড়ি জোহরাদের । অভিযোগ, সম্পত্তির জন্য প্রায়শই বাবাকে মারধর করত আক্তার । যার জেরে কিছুদিন আগে জেলেও গেছিল সে । সোমবার জামিনে ছাড়া পায় । বাড়িতে এসেই বাবার উপর ফের চড়াও হয় । বেধড়ক মারধর করে ইসাকে । এই ঘটনায় আক্তারকে বিবি সাহানারা সঙ্গ দেয় । ওই যুবক ও তার বিবির মারধরের ফলে মাটিতে লুটিয়ে পড়েন ইসা । সেইসময় বাড়িতে আসেন আক্তারের ভাগনে রোহিত শেখ । বাধা দিতে গেলে রোহিতকেও আক্তার মারধর করে বলে অভিযোগ । এরপর কোনওরকমে আক্তারকে আটকান রোহিত । গুরুতর অবস্থায় বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান ইসাকে । সেখানে প্রবীণ ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করা হয় ।

মৃতের বিবি জোহরা বলেন, "কিছুদিন ধরেই সম্পত্তি লিখে দেওয়ার জন্য শওহর ও আমাকে চাপ দিচ্ছিল ছেলে-বউমা । আমরা সম্পতি দিতে অস্বীকার করায় প্রায়ই মদ খেয়ে এসে বাড়িতে ঝামেলা করত । ক'দিন আগে ইট দিয়ে মেরে আমার শওহরের মাথা ফাটিয়ে দিয়েছিল আক্তার । সোমবার ফের আমার ছেলে-বউমা লাঠি দিয়ে মারধর করতে শুরু করে । লাথি-ঘুষিও মারেন । তারপরই উনি মাটিতে লুটিয়ে পড়েন । আমি ওদের শাস্তি চাই । "

মৃত ইসার বিবি জোহরার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ছেলে ও বউমাকে গ্রেপ্তার করেছে বারুইপুর থানার পুলিশ । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

Intro:বাবাকে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ছেলে ও বৌমা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার অন্তর্গত কল্যাণপুর এলাকায়। নিহতের নাম ইসা আলি লস্কর(৬৩)। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বারুইপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, সম্পতি লিখে দেওয়ার জন্য সবসময় বাবাকে মারধোর করতো ছেলে আক্তার আলি লস্কর। এর আগেও একবার বাবাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ায় গ্রেফতার হয়েছিল সে। সোমবার জামিনে ছাড়া পেয়ে আবারও বাবা ইসা আলি লস্করের উপর চড়াও হয় আক্তার। বেধড়ক মারধোর করে সম্পত্তি লিখে দেওয়ার জন্য। তাকে সঙ্গ দেয় তার স্ত্রী সাহানারা বিবি ও। ছেলে বৌমার মারের চোটে গুরুতর জখম হয়ে পড়েন ইসা আলি। সোমবার রাতেই তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় মৃতের স্ত্রী বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত ছেলে ও বৌমাকে গ্রেফতার করেছে পুলিশ। মৃতের স্ত্রী জোহরা বিবি বলেন, “ বেশ কিছুদিন ধরেই সম্পত্তি লিখে দেওয়ার জন্য বাবাকে ও আমাকে ছেলে বৌমা চাপ দিচ্ছিল। আমরা দিতে অস্বীকার করায় প্রায় প্রতিদিন মদ খেয়ে এসে বাড়িতে ঝামেলা করতো। কদিন আগে ইট দিয়ে মেরে বাবার মাথা ও ফাটিয়ে দিয়েছিল আক্তার। এদিন ছেলে ও বৌমা দুজনে মিলেই লাঠি দিয়ে মারধোরের পাশাপাশি কিল, ঘুষি মারতে থাকে। তাতেই মারা যান উনি। আমি ওদের শাস্তি চাই”। Body:ঘটনার পর পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। এমন ঘটনা সামনে আশায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।Conclusion:Intro ও body তে কপি দিলাম
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.