ETV Bharat / jagte-raho

বিষ্ণুপুর রাজবাড়ি থেকে উদ্ধার গুলিবিদ্ধ মৃতদেহ - বিষ্ণুপুর থানা

বিষ্ণুপুরের রাজ পরিবারের এক সদস্যের গুলিবিদ্ধ দেহ মিলল আজ । ঘটনাস্থল থেকে উদ্ধার হল একটি একনলা বন্দুক। অস্বাভাবিক মৃত্যুর ঘটনা হিসেবে তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর পুলিশ ।

bishnupur
bishnupur
author img

By

Published : Aug 1, 2020, 8:35 PM IST

বিষ্ণুপুর,1 অগাস্ট: বিষ্ণুপুরের মল্ল রাজপরিবারের এক সদস্যের আজ অস্বাভাবিক মৃত্যু হয়। মৃতের নাম সলিল সিংহ ঠাকুর। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর পুলিশ ।

আজ মন্দির নগরী বিষ্ণুপুর মল্ল রাজ পরিবারের এক সদস্য সলিল সিংহ ঠাকুরের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার হয় রাজবাড়িতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিষ্ণুপুর থানার পুলিশ । পুলিশ ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক এবং গুলিবিদ্ধ দেহ উদ্ধার করে। মৃতদেহ উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতাল ময়না তদন্তের জন্য পাঠায়। এই ঘটনায় মল্ল পরিবারের পাশাপাশি গোটা শহরের মানুষ স্তম্ভিত ।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা পারিবারিক অশান্তির জেরে অথবা মানসিক অবসাদের জেরে তিনি আত্মহত্যা করেছেন। তবে এই ধরনের মর্মান্তিক দুর্ঘটনা কেন ঘটিয়েছেন তা পরিষ্কার নয় । অস্বাভাবিক মৃত্যুর ঘটনা হিসেবে তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর পুলিশ ।

বিষ্ণুপুর,1 অগাস্ট: বিষ্ণুপুরের মল্ল রাজপরিবারের এক সদস্যের আজ অস্বাভাবিক মৃত্যু হয়। মৃতের নাম সলিল সিংহ ঠাকুর। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর পুলিশ ।

আজ মন্দির নগরী বিষ্ণুপুর মল্ল রাজ পরিবারের এক সদস্য সলিল সিংহ ঠাকুরের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার হয় রাজবাড়িতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিষ্ণুপুর থানার পুলিশ । পুলিশ ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক এবং গুলিবিদ্ধ দেহ উদ্ধার করে। মৃতদেহ উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতাল ময়না তদন্তের জন্য পাঠায়। এই ঘটনায় মল্ল পরিবারের পাশাপাশি গোটা শহরের মানুষ স্তম্ভিত ।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা পারিবারিক অশান্তির জেরে অথবা মানসিক অবসাদের জেরে তিনি আত্মহত্যা করেছেন। তবে এই ধরনের মর্মান্তিক দুর্ঘটনা কেন ঘটিয়েছেন তা পরিষ্কার নয় । অস্বাভাবিক মৃত্যুর ঘটনা হিসেবে তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.