কলকাতা, 4 ডিসেম্বর: পুলিশ সেজে মদের দোকানে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার তিন জন । ধৃতদের নাম পলাশ সাঁতরা, রাজবীর সিংহ এবং গৌজ আলম। বর্ষবরণের আগে ভিড় উপচে পড়ছিল মদের দোকানে। আর এই সুযোগের অপেক্ষায় ছিল একদল দুষ্কৃতী । দক্ষিণ 24 পরগনার তিনজন দুষ্কৃতি দুই মদের দোকানে পুলিশ সেজে হানা দেয় ।
গত 29 ডিসেম্বর এবং 30 ডিসেম্বর এই ঘটনা ঘটে । প্রায় পাঁচ লাখ টাকা ও বেশ কয়েকটি মদের দামি বোতল হাতিয়ে নেয় । সেই ডাকাত দলের পর্দা ফাঁস করল কলকাতা পুলিশ। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 3 জনকে। পুলিশ সূত্রে খবর, মদের দোকানে পুলিশ পরিচয় দিয়ে লুটে নেওয়া হয় 5 লাখ টাকা এবং বেশকিছু দামি মদের বোতল। অভিযোগ দায়ের হয় কসবা থানায়। সেই সূত্র ধরে তদন্তে নেমে 35 টি CCTV ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। তাতে দেখা যায় ওই ডাকাতদল পালিয়েছে দক্ষিণ 24 পরগনার কামালগাজির দিকে। ওই ফুটেজে অবশ্য দুরন্ত গতিতে চলন্ত গাড়ির নম্বর চেনা সম্ভব হয়নি। সেজন্য ব্যবহার করা হয় হাইস্পিড CCTV ক্যামেরা। উদ্ধার হয় গাড়ির নম্বর।
তদন্তে নেমে পুলিশ বুঝতে পারে ওই নম্বর প্লেট জাল। এবার পুলিশ গাড়িটিকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে চিহ্নিত করার চেষ্টা করে। সাহায্য নেওয়া হয় পশ্চিমবঙ্গ পুলিশের CCTV ফুটেজের। সেটি দেখে বোঝা যায় গাড়িতে পুলিশ লেখা আছে। এক গোপন সূত্রে খবর পেয়ে তিন যুবককে গ্রেপ্তার করে।
পুলিশ জেনেছে মোট চারটি নম্বর প্লেট লাগিয়ে ডাকাতি চালাত ওই তিনজন। তারা আর কোথায় ডাকাতি করেছে, তা জানার চেষ্টা চলছে।