ETV Bharat / jagte-raho

পুলিশ পরিচয়ে মদের দোকানে ডাকাতি, গ্রেপ্তার 3 - criminal

পুলিশ সেজে মদের দোকানে ডাকাতি । প্রায় পাঁচ লাখ টাকা ও বেশ কয়েকটি মদের দামি বোতল হাতিয়ে নেয় দুষ্কৃতীরা । বর্ষবরণের আগে এই ঘটনা ঘটে । তদন্তে নেমে আজ তিন জনকে গ্রেপ্তার করে পুলিশ ।

robbers rob a liqure shop
পুলিশ পরিচয়ে মদের দোকানে ডাকাতি
author img

By

Published : Jan 4, 2020, 2:20 PM IST

কলকাতা, 4 ডিসেম্বর: পুলিশ সেজে মদের দোকানে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার তিন জন । ধৃতদের নাম পলাশ সাঁতরা, রাজবীর সিংহ এবং গৌজ আলম। বর্ষবরণের আগে ভিড় উপচে পড়ছিল মদের দোকানে। আর এই সুযোগের অপেক্ষায় ছিল একদল দুষ্কৃতী । দক্ষিণ 24 পরগনার তিনজন দুষ্কৃতি দুই মদের দোকানে পুলিশ সেজে হানা দেয় ।

robbers rob a liqure shop
পুলিশ পরিচয়ে মদের দোকানে ডাকাতি

গত 29 ডিসেম্বর এবং 30 ডিসেম্বর এই ঘটনা ঘটে । প্রায় পাঁচ লাখ টাকা ও বেশ কয়েকটি মদের দামি বোতল হাতিয়ে নেয় । সেই ডাকাত দলের পর্দা ফাঁস করল কলকাতা পুলিশ। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 3 জনকে। পুলিশ সূত্রে খবর, মদের দোকানে পুলিশ পরিচয় দিয়ে লুটে নেওয়া হয় 5 লাখ টাকা এবং বেশকিছু দামি মদের বোতল। অভিযোগ দায়ের হয় কসবা থানায়। সেই সূত্র ধরে তদন্তে নেমে 35 টি CCTV ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। তাতে দেখা যায় ওই ডাকাতদল পালিয়েছে দক্ষিণ 24 পরগনার কামালগাজির দিকে। ওই ফুটেজে অবশ্য দুরন্ত গতিতে চলন্ত গাড়ির নম্বর চেনা সম্ভব হয়নি। সেজন্য ব্যবহার করা হয় হাইস্পিড CCTV ক্যামেরা। উদ্ধার হয় গাড়ির নম্বর।

robbers rob a liqure shop
পুলিশ পরিচয়ে মদের দোকানে ডাকাতি

তদন্তে নেমে পুলিশ বুঝতে পারে ওই নম্বর প্লেট ‌‌ জাল। এবার পুলিশ গাড়িটিকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে চিহ্নিত করার চেষ্টা করে। সাহায্য নেওয়া হয় পশ্চিমবঙ্গ পুলিশের CCTV ফুটেজের। সেটি দেখে বোঝা যায় গাড়িতে পুলিশ লেখা আছে। এক গোপন সূত্রে খবর পেয়ে তিন যুবককে গ্রেপ্তার করে।

পুলিশ জেনেছে মোট চারটি নম্বর প্লেট লাগিয়ে ডাকাতি চালাত ওই তিনজন। তারা আর কোথায় ডাকাতি করেছে, তা জানার চেষ্টা চলছে।

কলকাতা, 4 ডিসেম্বর: পুলিশ সেজে মদের দোকানে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার তিন জন । ধৃতদের নাম পলাশ সাঁতরা, রাজবীর সিংহ এবং গৌজ আলম। বর্ষবরণের আগে ভিড় উপচে পড়ছিল মদের দোকানে। আর এই সুযোগের অপেক্ষায় ছিল একদল দুষ্কৃতী । দক্ষিণ 24 পরগনার তিনজন দুষ্কৃতি দুই মদের দোকানে পুলিশ সেজে হানা দেয় ।

robbers rob a liqure shop
পুলিশ পরিচয়ে মদের দোকানে ডাকাতি

গত 29 ডিসেম্বর এবং 30 ডিসেম্বর এই ঘটনা ঘটে । প্রায় পাঁচ লাখ টাকা ও বেশ কয়েকটি মদের দামি বোতল হাতিয়ে নেয় । সেই ডাকাত দলের পর্দা ফাঁস করল কলকাতা পুলিশ। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 3 জনকে। পুলিশ সূত্রে খবর, মদের দোকানে পুলিশ পরিচয় দিয়ে লুটে নেওয়া হয় 5 লাখ টাকা এবং বেশকিছু দামি মদের বোতল। অভিযোগ দায়ের হয় কসবা থানায়। সেই সূত্র ধরে তদন্তে নেমে 35 টি CCTV ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। তাতে দেখা যায় ওই ডাকাতদল পালিয়েছে দক্ষিণ 24 পরগনার কামালগাজির দিকে। ওই ফুটেজে অবশ্য দুরন্ত গতিতে চলন্ত গাড়ির নম্বর চেনা সম্ভব হয়নি। সেজন্য ব্যবহার করা হয় হাইস্পিড CCTV ক্যামেরা। উদ্ধার হয় গাড়ির নম্বর।

robbers rob a liqure shop
পুলিশ পরিচয়ে মদের দোকানে ডাকাতি

তদন্তে নেমে পুলিশ বুঝতে পারে ওই নম্বর প্লেট ‌‌ জাল। এবার পুলিশ গাড়িটিকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে চিহ্নিত করার চেষ্টা করে। সাহায্য নেওয়া হয় পশ্চিমবঙ্গ পুলিশের CCTV ফুটেজের। সেটি দেখে বোঝা যায় গাড়িতে পুলিশ লেখা আছে। এক গোপন সূত্রে খবর পেয়ে তিন যুবককে গ্রেপ্তার করে।

পুলিশ জেনেছে মোট চারটি নম্বর প্লেট লাগিয়ে ডাকাতি চালাত ওই তিনজন। তারা আর কোথায় ডাকাতি করেছে, তা জানার চেষ্টা চলছে।

Intro:কলকাতা, 4 ডিসেম্বর: বর্ষবরণের আগে ব্যাপক সেল মদের দোকানে। পরিচিত দৃশ্য সেটাই। আর সেই কারণেই দক্ষিণ 24 পরগনার এক দুষ্কৃতী দল বুঝে নিয়েছিল, হানা দেওয়ার সঠিক সময় এটাই। সেই সূত্রেই গত 29 ডিসেম্বর এবং 30 ডিসেম্বর ওই দল হানা দেয় দুটি মদের দোকানে। সেখানে তারা প্রায় পাঁচ লাখ টাকা ডাকাতি করে। দুটি জায়গাতেই তারা পরিচয় করে পুলিশের পরিচয়। সেই ডাকাত দলের পর্দা ফাঁস করল কলকাতা পুলিশ। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 3 জনকে।



Body:পুলিশ সূত্রে খবর, কসবা থানা এলাকায় গত 29 ডিসেম্বর এবং 30 ডিসেম্বর জমা পড়ে দুটি অভিযোগ। মদের দোকানে পুলিশ পরিচয় দিয়ে লুটে নেওয়া হয় 5 লাখ টাকা এবং বেশকিছু দামি মদের বোতল। অভিযোগ দায়ের হয় কসবা থানায়। সেই সূত্র ধরে তদন্তে 35 টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। তাতে দেখা যায় ওই ডাকাতদল পালিয়েছে দক্ষিণ 24 পরগনার কামালগাজির দিকে। ওই ফুটেজে অবশ্য দুরন্ত গতিতে চলন্ত গাড়ির নম্বর চেনা সম্ভব হয়নি। তাই ব্যবহার করা হয় হাইস্পিড সিসিটিভি ক্যামেরা। সেখানে পাওয়া যায় গাড়ির নম্বর। wb 06 1617। তদন্তে নেমে পুলিশ বুঝতে পারে ওই নম্বর প্লেট ‌‌ জাল। এবার পুলিশ গাড়িটিকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে চিহ্নিত করার চেষ্টা করে। সাহায্য নেওয়া হয় পশ্চিমবঙ্গ পুলিশের সিসিটিভি ফুটেজের। সেটি দেখে বোঝা যায় গাড়িতে পুলিশ লেখা আছে। এইবার পুলিশ সোর্স মারফত খবর নেওয়া শুরু করে। আর তাতেই ধরা পড়ে যায় তিন যুবক।


Conclusion:পুলিশ জানিয়েছে ধৃতদের নাম পলাশ সাঁতরা, রাজভীর সিংহ এবং গৌস আলম। তাদের কাছে উদ্ধার হয়েছে ডাকাতির টাকার অনেকটাই। সঙ্গে উদ্ধার হয়েছে ডাকাতি করা 8 বোতল দামি মদের বোতল। পুলিশ জেনেছে মোট চারটি নম্বর প্লেট লাগিয়ে ডাকাতি চালাত ওই তিনজন। তারা আর কোথায় কোথায় ডাকাতি করেছে তা জানার চেষ্টা চলছে।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.