ETV Bharat / jagte-raho

প্রতারণার অভিযোগে বসিরহাটে গ্রেপ্তার পুলিশকর্মী

চাকরি দেওয়ার নামে প্রতারণার জাল বিছিয়েছিল বসিরহাটের এক পুলিশকর্মী । পুলিশ অফিসারের নামে ভুয়ো ই-মেল IDও খোলে সে । আজ তাকে গ্রেপ্তার করা হয় ।

police
police
author img

By

Published : Jul 2, 2020, 6:27 PM IST

বসিরহাট, 2 জুলাই : প্রতারণার অভিযোগে গ্রেপ্তারপুলিশ আধিকারিক । জয়ন্ত বন্দ্যোপাধ্যায় নামে ওই কর্মী বসিরহাটের পুলিশ সুপারেরঅফিসে ASI পদেকর্মরত । আজ তাকে বসিরহাট আদালতে তোলা হয় ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বসিরহাটের পুলিশ সুপার কঙ্করপ্রসাদবারুইয়ের নামে ভুয়ো ই-মেল ID খুলেছিল জয়ন্ত । সেই ID ব্যবহার করে ভুয়ো কর্মসংস্থানেপ্রতারণার জাল বেছায় সে । পূর্ব বর্ধমানের এক যুবককে চাকরি দেওয়ার নাম করে মোটাঅঙ্কের টাকা নেয় । চাকরি না-পাওয়ায় ওই যুবক পুলিশের দ্বারস্থ হন । অবশেষে পুলিশেরতরফে জয়ন্তর নামে সুয়োমোটো মামলা রুজু করে গ্রেপ্তার করা হয় ।

আগেনদিয়ায় কর্মরত ছিল জয়ন্ত । সেখান থেকে বারাসতে পোস্টিং হয় । কয়েকবছর আগে সে বসিরহাটেরপুলিশ সুপারের অফিসে পোস্টিং পায় । 2017 সালে নদিয়ায় থাকাকালীন একইরকম অভিযোগেসে একবার গ্রেপ্তার হয়েছিল । তখন তিন মাস জেলও খেটেছিল । এইবারও সেই একই কাজ ।পূর্ব বর্ধমানের প্রসন্ন বসাক নামে এক যুবকের থেকে চাকরি দেওয়ার নাম করে সে বিপুলটাকা নিয়েছিল বলে অভিযোগ । কিন্তু ওই যুবক চাকরি পাননি । আর প্রতারণার ছক সাজাতেজয়ন্ত খোদ পুলিশ সুপারের নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলেছিল । বিষয়টি গড়ায়পুলিশকর্তাদের কান পর্যন্ত । অবশেষে বসিরহাটের পুলিশ সুপার কঙ্করপ্রসাদ বারুইয়েরনির্দেশে বসিরহাট থানায় অভিযোগ দায়ের হয় । আজ পুলিশ জয়ন্তকে গ্রেপ্তার করে ।

পুলিশ সুপার কঙ্করপ্রসাদ বলেন, “আমার নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে এক পুলিশকর্মী চাকরিপ্রতারণার জাল বিছিয়েছিল । তদন্তে সত্যতা মিলতেই তাঁর নামে বসিরহাট থানায় আমারঅফিস থেকে অভিযোগ দায়ের করা হয়েছে । ওই পুলিশকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

বসিরহাট, 2 জুলাই : প্রতারণার অভিযোগে গ্রেপ্তারপুলিশ আধিকারিক । জয়ন্ত বন্দ্যোপাধ্যায় নামে ওই কর্মী বসিরহাটের পুলিশ সুপারেরঅফিসে ASI পদেকর্মরত । আজ তাকে বসিরহাট আদালতে তোলা হয় ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বসিরহাটের পুলিশ সুপার কঙ্করপ্রসাদবারুইয়ের নামে ভুয়ো ই-মেল ID খুলেছিল জয়ন্ত । সেই ID ব্যবহার করে ভুয়ো কর্মসংস্থানেপ্রতারণার জাল বেছায় সে । পূর্ব বর্ধমানের এক যুবককে চাকরি দেওয়ার নাম করে মোটাঅঙ্কের টাকা নেয় । চাকরি না-পাওয়ায় ওই যুবক পুলিশের দ্বারস্থ হন । অবশেষে পুলিশেরতরফে জয়ন্তর নামে সুয়োমোটো মামলা রুজু করে গ্রেপ্তার করা হয় ।

আগেনদিয়ায় কর্মরত ছিল জয়ন্ত । সেখান থেকে বারাসতে পোস্টিং হয় । কয়েকবছর আগে সে বসিরহাটেরপুলিশ সুপারের অফিসে পোস্টিং পায় । 2017 সালে নদিয়ায় থাকাকালীন একইরকম অভিযোগেসে একবার গ্রেপ্তার হয়েছিল । তখন তিন মাস জেলও খেটেছিল । এইবারও সেই একই কাজ ।পূর্ব বর্ধমানের প্রসন্ন বসাক নামে এক যুবকের থেকে চাকরি দেওয়ার নাম করে সে বিপুলটাকা নিয়েছিল বলে অভিযোগ । কিন্তু ওই যুবক চাকরি পাননি । আর প্রতারণার ছক সাজাতেজয়ন্ত খোদ পুলিশ সুপারের নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলেছিল । বিষয়টি গড়ায়পুলিশকর্তাদের কান পর্যন্ত । অবশেষে বসিরহাটের পুলিশ সুপার কঙ্করপ্রসাদ বারুইয়েরনির্দেশে বসিরহাট থানায় অভিযোগ দায়ের হয় । আজ পুলিশ জয়ন্তকে গ্রেপ্তার করে ।

পুলিশ সুপার কঙ্করপ্রসাদ বলেন, “আমার নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে এক পুলিশকর্মী চাকরিপ্রতারণার জাল বিছিয়েছিল । তদন্তে সত্যতা মিলতেই তাঁর নামে বসিরহাট থানায় আমারঅফিস থেকে অভিযোগ দায়ের করা হয়েছে । ওই পুলিশকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.