ETV Bharat / jagte-raho

ফের রাজা রামমোহন রায়ের বাড়িতে চুরির চেষ্টা, গ্রেপ্তার 3

রাজা রামমোহন রায়ের বাড়িতে চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ ৷ ধৃতদের মধ্যে একজন নাবালক ৷

রাজা রামমোহন রায়ের বাড়ি
author img

By

Published : Aug 2, 2019, 3:56 AM IST

কলকাতা, 2 অগাস্ট : ফের রাজা রামমোহন রায়ের বাড়িতে চুরির চেষ্টা ৷ গতকাল আবার জানালা ভেঙে ফেলার চেষ্টা চালাচ্ছিল চোরেরা । তবে এবার নজর রেখেছিল পুলিশ । আর তাতেই মধ্য কলকাতার রাজা রামমোহন রায়ের বাড়িতে চুরির কিনারা করে ফেলল কলকাতা পুলিশ । গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে ।

85A রাজা রামমোহন রায় সরণি । দু'দিন আগে ঐতিহাসিক এই বাড়ির নিচের তলার পাঁচটি জানালার কড়ি ভেঙে ফেলেছিল চোরেরা । ভাঙা হয় জানালায় লাগানো চাবিও । যে ঘরটিতে এই জানালার কড়ি ভাঙা হয়েছে সেখানে রাখা থাকে ঐতিহাসিক সব ছবি । আর সেখান থেকে অনায়াসে পৌঁছানো যায় দোতলায় । যেখানে সযত্নে রক্ষিত রয়েছে রাজা রামমোহন রায় ব্যবহৃত জিনিসপত্র এবং তাঁর অমূল্য সব চিঠি । এখন রামমোহন রায়ের এই বাড়িটিতে তৈরি হয়েছে রাজা রামমোহন রায় মেমোরিয়াল মিউজ়িয়াম ।

সেখানকার কর্মীরা জানাচ্ছেন, মাসখানেক আগে এই বাড়িতে প্রথমবার চুরির চেষ্টা হয়েছিল । 29-30 জুলাইয়ের রাতের মাঝে কোনও একটা সময় আবার ভাঙার চেষ্টা হয়েছে জানালা । জানালায় লাগানো সুরক্ষার চাবি এবং দেড়শো বছরের পুরানো পিতলের হাতল খুলে নিয়ে গেছে চোর । আশঙ্কা করা হচ্ছিল জানালার সুরক্ষা ভেঙে আবার তারা চুরির চেষ্টা করবে ।

এই সংক্রান্ত খবর : রাজা রামমোহন রায়ের বাড়িতে বড়সড় চুরির চেষ্টা, টার্গেটে ঐতিহাসিক জিনিস?

দেখা যায় সেই অনুমানই ঠিক । গতকাল অভিজিৎ উপাধ্যায় নামে এক ব্যক্তি ফের জানালা ভাঙার কাজ শুরু করে । তখন তক্কে তক্কে ছিল পুলিশ । হাতেনাতে গ্রেপ্তার করা হয় তাকে । তাকে জেরা করে জানা যায় মহম্মদ বাদল এবং এক নাবালক এই ঘটনায় জড়িত । গ্রেপ্তার করা হয় তাদের । ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তাদের উদ্দেশ্য জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ ।

কলকাতা, 2 অগাস্ট : ফের রাজা রামমোহন রায়ের বাড়িতে চুরির চেষ্টা ৷ গতকাল আবার জানালা ভেঙে ফেলার চেষ্টা চালাচ্ছিল চোরেরা । তবে এবার নজর রেখেছিল পুলিশ । আর তাতেই মধ্য কলকাতার রাজা রামমোহন রায়ের বাড়িতে চুরির কিনারা করে ফেলল কলকাতা পুলিশ । গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে ।

85A রাজা রামমোহন রায় সরণি । দু'দিন আগে ঐতিহাসিক এই বাড়ির নিচের তলার পাঁচটি জানালার কড়ি ভেঙে ফেলেছিল চোরেরা । ভাঙা হয় জানালায় লাগানো চাবিও । যে ঘরটিতে এই জানালার কড়ি ভাঙা হয়েছে সেখানে রাখা থাকে ঐতিহাসিক সব ছবি । আর সেখান থেকে অনায়াসে পৌঁছানো যায় দোতলায় । যেখানে সযত্নে রক্ষিত রয়েছে রাজা রামমোহন রায় ব্যবহৃত জিনিসপত্র এবং তাঁর অমূল্য সব চিঠি । এখন রামমোহন রায়ের এই বাড়িটিতে তৈরি হয়েছে রাজা রামমোহন রায় মেমোরিয়াল মিউজ়িয়াম ।

সেখানকার কর্মীরা জানাচ্ছেন, মাসখানেক আগে এই বাড়িতে প্রথমবার চুরির চেষ্টা হয়েছিল । 29-30 জুলাইয়ের রাতের মাঝে কোনও একটা সময় আবার ভাঙার চেষ্টা হয়েছে জানালা । জানালায় লাগানো সুরক্ষার চাবি এবং দেড়শো বছরের পুরানো পিতলের হাতল খুলে নিয়ে গেছে চোর । আশঙ্কা করা হচ্ছিল জানালার সুরক্ষা ভেঙে আবার তারা চুরির চেষ্টা করবে ।

এই সংক্রান্ত খবর : রাজা রামমোহন রায়ের বাড়িতে বড়সড় চুরির চেষ্টা, টার্গেটে ঐতিহাসিক জিনিস?

দেখা যায় সেই অনুমানই ঠিক । গতকাল অভিজিৎ উপাধ্যায় নামে এক ব্যক্তি ফের জানালা ভাঙার কাজ শুরু করে । তখন তক্কে তক্কে ছিল পুলিশ । হাতেনাতে গ্রেপ্তার করা হয় তাকে । তাকে জেরা করে জানা যায় মহম্মদ বাদল এবং এক নাবালক এই ঘটনায় জড়িত । গ্রেপ্তার করা হয় তাদের । ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তাদের উদ্দেশ্য জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ ।

Intro:কলকাতা, 1 অগাস্ট: হইচইয়ের পরেও শিক্ষা হয়নি। আজ চলছিল পরের ধাপের চেষ্টা। আবারো জানলা ভেঙে ফেলার মরিয়া চেষ্টা চালাচ্ছিল চোরেরা। তবে এবার নজর রেখেছিল পুলিশ। আর তাতেই মধ্য কলকাতার রাজা রামমোহন রায়ের বাড়িতে চুরির কিনারা করে ফেলল কলকাতা পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে মোট তিন জনকে। তাদের জিজ্ঞাসাবাদ করে উদ্দেশ্য জানার চেষ্টা করছে পুলিশ।


Body:85a রাজা রামমোহন রায় সরণি। ঐতিহাসিক এই বাড়ির নিচের তলার পাঁচটি জানালার কড়ি ভেঙে ফেলা হয়ে রাতের অন্ধকারে। ভাঙা হয়েছে জানলায় লাগানো চাবিও। যে ঘরটিতে এই জানালা ভাঙা হয়েছে সেখানে রাখা থাকে ঐতিহাসিক সব ছবি। আর সেখান থেকে অনায়াসে পৌঁছানো যায় দুই তলায়। যেখানে সযত্নে রক্ষিত রয়েছে রাজা রামমোহন রায় ব্যবহৃত জিনিসপত্র এবং তার অমূল্য সব চিঠি। এখন রামমোহন রায়ের এই বাড়িটিতে তৈরি হয়েছে রাজা রামমোহন রায় মেমোরিয়াল মিউজিয়াম। সেখানকার কর্মীরা জানাচ্ছেন, মাসখানেক আগে এই বাড়িতে প্রথমবার চুরির চেষ্টা হয়। 29 শে জুলাই থেকে সোমবার রাতের মাঝে কোনও একটা সময় রাতের অন্ধকারে আবারো ভাঙ্গার চেষ্টা হয়েছে জানলা। জানলায় লাগানো সুরক্ষার চাবি এবং দেড়শ বছরের পুরনো পিতলের হাতল খুলে দিয়ে গেছে চোর। আশঙ্কা করা হচ্ছিল জানলার সুরক্ষা ভেঙে আবারো তারা চেষ্টা করবে চোরেরা। দেখা যায় সেই ধারনা ঠিক।




Conclusion:আজ অভিজিৎ উপাধ্যায় নামে এক ব্যক্তি ফের জানলা ভাঙার কাজ শুরু করে। তখন তক্কে তক্কে ছিল পুলিশ। হাতেনাতে গ্রেপ্তার করা হয় তাকে। তাকে জেরা করে জানা যায় মহম্মদ বাদল এবং এক নাবালক এই ঘটনায় জড়িত। গ্রেপ্তার করা হয় তাদের। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তাদের উদ্দেশ্য জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.