ETV Bharat / jagte-raho

নতুন ছক, বাইক সার্ভিসিংয়ের নামে এবার প্রতারণা শহরে - সার্ভিস সেন্টারে নির্দিষ্ট মোবাইল নাম্বার হ্যাক করছে প্রতারকরা.

সার্ভিস সেন্টারে নির্দিষ্ট মোবাইল নাম্বারটি হ্যাক করেছে প্রতারকরা । তার জেরে গ্রাহকরা কেউ ফোন করলে তা চলে যাচ্ছে প্রতারকদের কাছে । তারপর প্রতারকরা গ্রাহকের মোবাইলে পাঠাচ্ছে লিঙ্ক । আর তাতে ক্লিক করলেই সর্বনাশ হচ্ছে ।

image
ব্যাংক প্রতারণা শহরে
author img

By

Published : Jan 22, 2020, 9:38 PM IST

কলকাতা, 22 জানুয়ারি: পেটিএম প্রতারণায় এখনও পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি চক্রের পান্ডাদের । তারই মাঝেই শহরে ব্যাংক প্রতারণার নতুন ছক । বাইক সার্ভিসিংয়ের নামে চলছে প্রতারণা । এই ঘটনায় সাইবার ক্রাইম থানায় দায়ের হয়েছে অভিযোগ । বিষয়টি নিয়ে তদন্তে নামতে চলেছে ব্যাংক ফ্রড শাখা ।

বেহালার শুভম সিংহ নামে এক যুবক শিকার হয়েছেন এই প্রতারণার । তাঁর অভিযোগ, একটি সার্ভিস সেন্টারে ফোন করেছিলেন তিনি বাইক সার্ভিসিং-এর জন্য । তাকে পরে ফোন করে বলা হয় অনলাইনে ফরম ফিল আপ করতে হবে । তার জন্য পাঠানো হয় লিংক । সেই লিংকে ক্লিক করে বাইক সার্ভিসিংয়ের ফরম ফিল আপ করেন তিনি । এরপর তাঁকে আগাম কিছু টাকা পাঠাতে বলা হয় । জানানো হয়, তাহলে সার্ভিসিংয়ের বুকিং করা সম্ভব হবে । কিন্তু সেই টাকা পাঠানোর পরেই তাঁর অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয় আরও 4200 টাকা । ঠাকুরপুকুরের এক ব্যক্তির সঙ্গেও ঘটেছে এমন ঘটনা । তাঁর অ্যাকাউন্ট থেকে গায়েব হয়েছে 10 হাজার টাকা । পরে ওই ব্যক্তিরা সার্ভিস সেন্টারে যান । সার্ভিস সেন্টারের পক্ষ থেকে জানানো হয় মোবাইল বন্ধ রয়েছে তাদের । অথচ গ্রাহকরা ফোন করলে ওই মোবাইল অন পাচ্ছেন ।


তদন্তকারীরা মনে করছেন, সার্ভিস সেন্টারে নির্দিষ্ট মোবাইল নাম্বারটি হ্যাক করেছে প্রতারকরা । তার জেরে গ্রাহকরা কেউ ফোন করলে তা চলে যাচ্ছে প্রতারকদের কাছে । তারপর প্রতারকরা গ্রাহকের মোবাইলে পাঠাচ্ছে লিঙ্ক । আর তাতে ক্লিক করলেই সর্বনাশ হচ্ছে । গ্রাহক ফিল আপ করছেন বাইক সার্ভিসিং-এর ফর্ম । আসলে ওই লিঙ্কের মাধ্যমে গ্রাহকের মোবাইলের দখল নিয়ে নিচ্ছে প্রতারকরা । তারপর গ্রাহকরা টাকা অনলাইনে পাঠানোর সময় তাঁদের ফোন থেকে প্রতারকরা জেনে নিচ্ছে ব্যাংকের PIN । সঙ্গে সঙ্গেই তারা ওই অ্যাকাউন্ট থেকে সরিয়ে ফেলছে টাকা ।

কলকাতা, 22 জানুয়ারি: পেটিএম প্রতারণায় এখনও পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি চক্রের পান্ডাদের । তারই মাঝেই শহরে ব্যাংক প্রতারণার নতুন ছক । বাইক সার্ভিসিংয়ের নামে চলছে প্রতারণা । এই ঘটনায় সাইবার ক্রাইম থানায় দায়ের হয়েছে অভিযোগ । বিষয়টি নিয়ে তদন্তে নামতে চলেছে ব্যাংক ফ্রড শাখা ।

বেহালার শুভম সিংহ নামে এক যুবক শিকার হয়েছেন এই প্রতারণার । তাঁর অভিযোগ, একটি সার্ভিস সেন্টারে ফোন করেছিলেন তিনি বাইক সার্ভিসিং-এর জন্য । তাকে পরে ফোন করে বলা হয় অনলাইনে ফরম ফিল আপ করতে হবে । তার জন্য পাঠানো হয় লিংক । সেই লিংকে ক্লিক করে বাইক সার্ভিসিংয়ের ফরম ফিল আপ করেন তিনি । এরপর তাঁকে আগাম কিছু টাকা পাঠাতে বলা হয় । জানানো হয়, তাহলে সার্ভিসিংয়ের বুকিং করা সম্ভব হবে । কিন্তু সেই টাকা পাঠানোর পরেই তাঁর অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয় আরও 4200 টাকা । ঠাকুরপুকুরের এক ব্যক্তির সঙ্গেও ঘটেছে এমন ঘটনা । তাঁর অ্যাকাউন্ট থেকে গায়েব হয়েছে 10 হাজার টাকা । পরে ওই ব্যক্তিরা সার্ভিস সেন্টারে যান । সার্ভিস সেন্টারের পক্ষ থেকে জানানো হয় মোবাইল বন্ধ রয়েছে তাদের । অথচ গ্রাহকরা ফোন করলে ওই মোবাইল অন পাচ্ছেন ।


তদন্তকারীরা মনে করছেন, সার্ভিস সেন্টারে নির্দিষ্ট মোবাইল নাম্বারটি হ্যাক করেছে প্রতারকরা । তার জেরে গ্রাহকরা কেউ ফোন করলে তা চলে যাচ্ছে প্রতারকদের কাছে । তারপর প্রতারকরা গ্রাহকের মোবাইলে পাঠাচ্ছে লিঙ্ক । আর তাতে ক্লিক করলেই সর্বনাশ হচ্ছে । গ্রাহক ফিল আপ করছেন বাইক সার্ভিসিং-এর ফর্ম । আসলে ওই লিঙ্কের মাধ্যমে গ্রাহকের মোবাইলের দখল নিয়ে নিচ্ছে প্রতারকরা । তারপর গ্রাহকরা টাকা অনলাইনে পাঠানোর সময় তাঁদের ফোন থেকে প্রতারকরা জেনে নিচ্ছে ব্যাংকের PIN । সঙ্গে সঙ্গেই তারা ওই অ্যাকাউন্ট থেকে সরিয়ে ফেলছে টাকা ।

Intro:কলকাতা, 22 জানুয়ারি: পেটিএম প্রতারণায় এখনো পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি চক্রের পাণ্ডাদের। তার মাঝেই শহরে ব্যাংক প্রতারণার নতুন ছক। বাইকের সার্ভিসিংয়ের নামে করা হচ্ছে প্রতারণা। ঘটনায় সাইবার ক্রাইম থানায় দায়ের হয়েছে অভিযোগ। বিষয়টি নিয়ে তদন্ত নামতে চলেছে ব্যাংক ফ্রড শাখা।



Body:বেহালার শুভম সিংহ নামে এক যুবক শিকার হয়েছেন ব্যাঙ্ক প্রতারণার। তিনি যে অভিযোগ দায়ের করেছেন তাতে লিখেছেন, একটি নামি সার্ভিস সেন্টারে ফোন করেছিলেন তিনি। করতে চেয়েছিলেন' বাইক সার্ভিসিং। তাকে পরে ফোন করে বলা হয় অনলাইনে ফরম ফিলাপ করতে হবে। তার জন্য পাঠানো হয় লিংক। সেই লিংকে ক্লিক করার পর বাইক সার্ভিসিংয়ের ফরম ফিলাপ করেন তিনি। এরপর তাকে আগাম কিছু টাকা পাঠাতে বলা হয়। জানানো হয়, তাহলেই সার্ভিসিংয়ের বুকিং সম্পন্ন হবে। সেই টাকা পাঠানোর পরেই তার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয় 4200 টাকা। ঠাকুর পুকুরের এক ব্যক্তির সঙ্গেও ঘটেছে এমন ঘটনা। তার অ্যাকাউন্ট থেকে গায়েব হয়েছে 10 হাজার টাকা। পরে ওই ব্যক্তিরা সার্ভিস সেন্টারে যান। সার্ভিস সেন্টারের পক্ষ থেকে জানানো হয় মোবাইল বন্ধ রয়েছে তাদের। অথচ গ্রাহকরা ফোন করলে ওই মোবাইল অন পাচ্ছেন।


Conclusion:তদন্তকারীরা মনে করছেন, সার্ভিস সেন্টারে নির্দিষ্ট মোবাইল নাম্বারটি হ্যাক করে নিয়েছে প্রতারকরা। তার জেরে গ্রাহকরা কেউ ফোন করলে তা চলে যাচ্ছে প্রতারকদের কাছে। তারপর প্রতারকরা গ্রাহকের মোবাইলে পাঠাচ্ছে লিঙ্ক। আর তাতে ক্লিক করলেই সর্বনাশ হচ্ছে। গ্রাহক ফিলাপ করছেন বাইক সারানোর ফর্ম। আসলে ওই লিঙ্কের মাধ্যমেই মোবাইলের দখল নিয়ে নিচ্ছে প্রতারকরা। তারপর টাকা ট্রানজাকশন করতে বলে প্রতারকরা দেখে দিচ্ছে ব্যাংকের পিন। সঙ্গে সঙ্গেই তারা ওই অ্যাকাউন্ট থেকে সরিয়ে ফেলছে টাকা।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.